পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শহরে নাসিরুদ্দিন-রত্না, শুরু হল নাট্য নির্দেশক হাবিব তনবীরের জন্মশতবর্ষে থিয়েটার ফেস্টিভ্যাল - Habib Tanvir - HABIB TANVIR

Habib Tanvir birth anniversary: হাবিব তনবীরের জন্মশতবর্ষে কলকাতার বুকে শুরু হল 'দেখ রহে হ্যায় নয়ন' শীর্ষক তিনদিন ব্যাপী থিয়েটার ফেস্টিভ্যাল। নাট্যোৎসবের উদ্বোধনে হাজির ছিলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, সুধীর মিশ্র-সহ আরও অনেকে ৷

Habib Tanvir birth anniversary
শহরে নাসিরুদ্দিন-রত্না (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 30, 2024, 7:57 PM IST

কলকাতা, 30 অগস্ট: প্রখ্যাত নাট্য নির্দেশক, কবি তথা অভিনেতা হাবিব তনবীরের জন্মশতবর্ষে কলকাতার বুকে শুরু হল 'দেখ রহে হ্যায় নয়ন' শীর্ষক তিনদিন ব্যাপী থিয়েটার ফেস্টিভ্যাল। শুক্রবার কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আয়োজিত এই নাট্যোৎসবের উদ্বোধনে হাজির ছিলেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, সুধীর মিশ্র, নাগিন তনবীর সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচণা হয় উৎসবের। এই তিনদিন থাকছে আলোচনাচক্র, সঙ্গীত পরিবেশন ও অভিনয়-থিয়েটার নিয়ে মাস্টার ক্লাস।

হাবিব তনবীরের জন্মশতবর্ষে থিয়েটার ফেস্টিভ্যাল (ইটিভি ভারত)

এদিন, অভিনেতা নাদিরুদ্দিন শাহ জানান, কবি তথা অভিনেতা হাবিব তনবীরের সঙ্গে কেমন সম্পর্ক ছিল তাঁর ৷ তিনি বলেন, "যাঁরা থিয়েটার ভালোবাসেন তাঁরা বুঝবেন, সিম্পলিসিটি বিষয়কে চাবির মতো নাটকে ব্যবহার করেছেন হাবিব তনবীর ৷ যদি আপনি সহজভাবে বিষয়বস্তু বোঝাতে না পারেন তাহলে কেউ সেটা বুঝবেন না ৷ আমার মনে হয় হাবিব সাহেব সহজ বিষয়টাকে একাধিক স্তরে ভেঙে দর্শকদের সামনে এনেছেন ৷ নাটক দেখে সাধারণ মনে হলেও যদি এর গভীরে যান তাহলে তার মর্ম বোঝা যায় ৷ সহজ ভাষায় থিয়েটার ফিলোজফি যেভাবে তুলে ধরেছেন হাবিব সাহেব তা আমাকে বারবার অনুপ্রাণিত করে চলে ৷"

অভিনেতা বাদশা মৈত্র বলেন, "এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাতে হয় ৷ হাবিব তনবীরের কাজ সম্পর্কে আগে জেনেছি ৷ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও বেশি করে জানার সুযোগ এল ৷ এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া উচিত৷" অন্যদিকে, অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা হাবিব তনবীরের মতো সর্বভারতীয়, আন্তর্জাতিক ব্যক্তিত্বকে তিনদিন ধরে জানা-চেনা ৷ এটা ফেস্টিভ্যাল হলে আসতাম না ৷ এটা কর্তব্য, এই মানুষটা সাংঘাতিক সব রাজনৈতিক নাটক করে গিয়েছেন সহজ গল্প বলার মধ্য দিয়ে সেটা শেখাটা খুব দরকার ৷ এখানে তিনদিন ধরে যাঁরা আসবেন তাঁরা হাবিব তনবীরে শুধু জানবেন না, শিখতে পারবেন ও সমৃদ্ধ হতে পারবেন ৷"

নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায় বলেন, "ভারতীয় থিয়েটারকে নতুন ভাষা, নতুন কণ্ঠ দিয়েছেন ৷ তাঁকে নিয়ে ভারতীয় সংস্কৃতিতে অনেক অবহেলা হয়েছে ৷ চিত্রপট চিত্ত পট কীভাবে মঞ্চে আধুনিক থিয়েটার তৈরি করা যায়, নতুন ব্যাকরণ তৈরি করা যায় তা শিখিয়েছেন হাবিব তনবীর ৷"

এদিন 'হাবিব তনবীর অ্যান্ড হিজ লেগাসি ইন থিয়েটার: আ সেন্টেনিয়া রি অ্যাপ্রাইজাল' শিরোনামের একটি বই প্রকাশ হয়। পাশাপাশি নাটক সংক্রান্ত একটি আলোচনাচক্রেরও আয়োজন করা হয়। আলোচনায় ছিলেন এম কে রায়না, সুধানভা দেশপাণ্ডে, দনিশ হুসেন, সুমন মুখোপাধ্যায়, অঞ্জুম কাটোয়াল। পাশাপাশি বসেছিল সঙ্গীতের আসর। কলকাতার বুকে হাবিব তনবীরের মতো একজন ব্যক্তিত্বকে এভাবে স্মরণ করার ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details