ETV Bharat / entertainment

'আড়ি' ভাবের মধ্যমণি মা-ছেলে, ফের বাংলা সিনেমায় মৌসুমী চট্টোপাধ্যায় - AARII MOVIE

যশ-নুসরতের প্রযোজনা সংস্থা আনছে নতুন সিনেমা 'আড়ি' ৷ দীর্ঘদিন পর ফের বাংলা সিনেমায় দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে ৷

Etv Bharat
ফের বাংলা সিনেমায় মৌসুমী চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 18, 2024, 4:58 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর: "মা জননী চোখের মণি অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান
মা ছেলের এক অসামান্য গল্প 'আড়ি' নিয়ে আমরা তোমাদের সাথে 'ভাব' করতে আসছি ৷ আগামী পয়লা বৈশাখে দেখা হচ্ছে।" নতুন ছবির খবর এভাবেই জানিয়েছেন যশ-নুসরতের প্রযোজনা সংস্থা 'ওয়াই ডি ফিল্মস'।

পরিচালক জিৎ চক্রবর্তী বলেন, "ছবিটা মা ও ছেলের সম্পর্কের গল্প। এখানে মায়ের চরিত্রে মৌসুমী দি (চট্টোপাধ্যায়) আর ছেলের চরিত্রে যশ দাশগুপ্ত। ছবির গল্প নিয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে, অন্য যশকে আবিষ্কার করবে দর্শক 'আড়ি'তে। ওদিকে অদিতি নামে একজন গল্পকারের ভূমিকায় নুসরত জাহান। সে লেখালিখি করে। বাকিটা থাক। আমি নিজে মুম্বই গিয়ে মৌসুমী দি'কে গল্পটা শুনিয়ে এসেছিলাম। এখন কলকাতাতেই আমাদের শুটিং চলছে। এরপরে জানুয়ারিতে আছে আউটডোর। দীঘা, মন্দারমণিতে হবে শুটিং।"

'বহুরূপী'র জন্য পিছল 'আমার বস' ছবির মুক্তি! কী বললেন শিবপ্রসাদ?

কারা থাকছেন ছবিতে? পরিচালক জানান, মৌসুমী চট্টোপাধ্যায়, যশ, নুসরত ছাড়াও থাকছেন রাজনৈতিক নেতা পার্থ ভৌমিক, দেবরাজ ভট্টাচার্য, উন্মেষ গাঙ্গুলি, অভিজিৎ গুহ সহ আরও অনেকে। জিৎ বলেন, "মৌসুমী দি'র বয়স হয়েছে। তাই ওঁর কথা ভেবে কাজ করার চেষ্টা করছি। উনি আবার জানুয়ারিতে আসবেন। তখন দীঘা, মন্দারমণিতে শুটিং করবেন।"

আগামী বছর পয়লা বৈশাখেই ছবির শুভমুক্তি। 12 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। চলবে জানুয়ারি মাস জুড়ে। দক্ষিণ কলকাতার নানা জায়গায় চলছে এই ছবির শুটিং। কখনও কোনও পুরনো বাড়ি তো আবার কখনও ভারতলক্ষ্মী স্টুডিয়োতে। এই ছবির মাধ্যমেই অনেকদিন পর অভিনয় করতে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। ছবির শুটিংয়ের জন্যই দিনকয়েক কলকাতায় ছিলেন অভিনেত্রী।

কলকাতা, 18 ডিসেম্বর: "মা জননী চোখের মণি অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান
মা ছেলের এক অসামান্য গল্প 'আড়ি' নিয়ে আমরা তোমাদের সাথে 'ভাব' করতে আসছি ৷ আগামী পয়লা বৈশাখে দেখা হচ্ছে।" নতুন ছবির খবর এভাবেই জানিয়েছেন যশ-নুসরতের প্রযোজনা সংস্থা 'ওয়াই ডি ফিল্মস'।

পরিচালক জিৎ চক্রবর্তী বলেন, "ছবিটা মা ও ছেলের সম্পর্কের গল্প। এখানে মায়ের চরিত্রে মৌসুমী দি (চট্টোপাধ্যায়) আর ছেলের চরিত্রে যশ দাশগুপ্ত। ছবির গল্প নিয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে, অন্য যশকে আবিষ্কার করবে দর্শক 'আড়ি'তে। ওদিকে অদিতি নামে একজন গল্পকারের ভূমিকায় নুসরত জাহান। সে লেখালিখি করে। বাকিটা থাক। আমি নিজে মুম্বই গিয়ে মৌসুমী দি'কে গল্পটা শুনিয়ে এসেছিলাম। এখন কলকাতাতেই আমাদের শুটিং চলছে। এরপরে জানুয়ারিতে আছে আউটডোর। দীঘা, মন্দারমণিতে হবে শুটিং।"

'বহুরূপী'র জন্য পিছল 'আমার বস' ছবির মুক্তি! কী বললেন শিবপ্রসাদ?

কারা থাকছেন ছবিতে? পরিচালক জানান, মৌসুমী চট্টোপাধ্যায়, যশ, নুসরত ছাড়াও থাকছেন রাজনৈতিক নেতা পার্থ ভৌমিক, দেবরাজ ভট্টাচার্য, উন্মেষ গাঙ্গুলি, অভিজিৎ গুহ সহ আরও অনেকে। জিৎ বলেন, "মৌসুমী দি'র বয়স হয়েছে। তাই ওঁর কথা ভেবে কাজ করার চেষ্টা করছি। উনি আবার জানুয়ারিতে আসবেন। তখন দীঘা, মন্দারমণিতে শুটিং করবেন।"

আগামী বছর পয়লা বৈশাখেই ছবির শুভমুক্তি। 12 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং। চলবে জানুয়ারি মাস জুড়ে। দক্ষিণ কলকাতার নানা জায়গায় চলছে এই ছবির শুটিং। কখনও কোনও পুরনো বাড়ি তো আবার কখনও ভারতলক্ষ্মী স্টুডিয়োতে। এই ছবির মাধ্যমেই অনেকদিন পর অভিনয় করতে দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। ছবির শুটিংয়ের জন্যই দিনকয়েক কলকাতায় ছিলেন অভিনেত্রী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.