পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

একটা খুন, সন্দেহের তালিকায় 7! প্রকাশিত 'মার্ডার মুবারক' ট্রেলার

Murder Mubarak Trailer Out: একটা খুন, সাতজন সন্দেহের তালিকায় ৷ পরিবারের মধ্যে লুকিয়ে থাকা সেই খুনীকে খুঁজতে হাজির পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠি ৷ মুক্তি পেল মার্ডার মুবারক ছবির ট্রেলার ৷ পরের সপ্তাহেই ওটিটিতে আসছে এই ছবি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:31 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: ছবির ঘোষণার পর থেকেই 'মার্ডার মুবারক' ঘিরে দর্শক দরবারে উত্তেজনা তুঙ্গে ৷ মাল্টি-স্টারার এই ছবির ট্রেলার মঙ্গলবার এসেছে প্রকাশ্যে ৷ ধূসর রঙের চাদরে থাকা সকলের চরিত্র সামনে তুলে ধরতে হাজির পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠি ৷ এবার হবে রহস্যের সমাধান ৷

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 15 মার্চ আসছে 'মার্ডার মুবারক' ৷ ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ভয়ঙ্কর রহস্য৷ পরতে পরতে টুইস্ট ৷ পাশাপাশি রয়্যাল দিল্লি ক্লাবে কিছু পাগল ধনী সদস্য ৷ সময় এসে গিয়েছে বলার মার্ডার মুবারক ৷" হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছে অনুজা চৌহানের লেখা উপন্যাস 'ক্লাব ইউ টু ডেথ' থেকে ৷ এই গল্পে রয়েছে রহস্য, কমেডি আর রোম্যান্স ৷ ছবির ট্রেলার শেয়ার করেছেন সারা আলি খান ৷

সারা ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় বর্মা, করিশ্মা কাপুর. ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুর, টিসকা চোপড়া, সুনীল নাইয়ার-সহ আরও অনেকে ৷ ছবিটি প্রযোজনা করছে দীনেশ ভিজেনের ম্যাডডক ফিল্মস ৷ ট্রেলার শুরু হয় এক পার্টিকে কেন্দ্র করে ৷ সেই পার্টিতে আচমকাই খুন হয় একজনের ৷ তদন্তে আসেন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ ভবানী সিং ৷

ক্ষুরধার বুদ্ধিদীপ্ত পুলিশের চোখে তখন সন্দেহের তালিকায় পার্টিতে উপস্থিত প্রত্যেক অতিথি ৷ তদন্ত করতে গিয়ে সেই সব চরিত্রদের গোপন রহস্যও উঠে আসতে থাকে ৷ তারপর কী করে খুনের মামলার সমাধান হয়, খুনীকে কীভাবে ধরেন ভবানী সিং, তার সাক্ষী থাকতে চলেছেন দর্শক ৷

ABOUT THE AUTHOR

...view details