হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর:ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বড় সম্মানে সম্মানিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ সিলভার স্ক্রিন দীর্ঘ 48 বছর পথ চলার পর এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন সিনেপর্দার মহাগুরু ৷ এক্সহ্যান্ডেলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফোনে কথা হল কি? সোমবার সাংবাদিক সম্মেলনে উত্তর দিলেন অভিনেতা মিঠুন ৷ পাশাপাশি উঠে এল, মোদির সঙ্গে অভিনেতার ব্যক্তিগত সাক্ষাৎ কেমন ছিল, সেই মুহূর্তের কথাও ৷
এদিন মিঠুনকে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ফোন করেছেন কি না, এই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "উনি ফোন করবেন কেন? উনি এক্সহ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন ৷" এরপরেই প্রশ্ন ওঠে, একদিকে নরেন্দ্র মোদির সরকার অন্যদিকে মিঠুন খোদ বিজেপিতে রয়েছেন ৷ এক্ষেত্রে কিছু সুবিধা পেলেন কি? তাতে তিনি সহাস্যে জানান, কোনও দিন সুযোগ-সুবিধা তিনি নেননি ৷ অভিনেতা বলেন, "আমি সুবিধা কারোর কাছ থেকে নিই না ৷ আমার লড়াই একার ৷ আমাকে কেউ প্লেটে সাজিয়ে কোনও দিন কিছু দেয়নি ৷ আমাদের প্রতিদিন লড়াই করতে হয়েছে ৷"
এরপরেই অভিনেতা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের মুহূর্তের কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "কী বলব গ্রেট রেসপেক্ট আর ভালোবাসা আছে ওনার প্রতি ৷ আমি ওনার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছি ৷ তিনি দারুণ মানুষ ৷ জেম অফ আ মেন ৷"