পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত মিঠুন, ফোন এল কি প্রধানমন্ত্রীর? - Mithun Dadasaheb Phalke Award

Mithun on Narendra Modi: দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী৷ সকালেই এক্স হ্যান্ডেলে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? ফোনে কথা হল কি? উত্তর দিলেন রূপোলি পর্দার 'মহাগুরু' তথা বিজেপি নেতা ৷

Mithun on Narendra Modi
দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত মিঠুন চক্রবর্তী (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 2:23 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর:ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বড় সম্মানে সম্মানিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ সিলভার স্ক্রিন দীর্ঘ 48 বছর পথ চলার পর এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন সিনেপর্দার মহাগুরু ৷ এক্সহ্যান্ডেলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফোনে কথা হল কি? সোমবার সাংবাদিক সম্মেলনে উত্তর দিলেন অভিনেতা মিঠুন ৷ পাশাপাশি উঠে এল, মোদির সঙ্গে অভিনেতার ব্যক্তিগত সাক্ষাৎ কেমন ছিল, সেই মুহূর্তের কথাও ৷

এদিন মিঠুনকে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ফোন করেছেন কি না, এই বিষয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি বলেন, "উনি ফোন করবেন কেন? উনি এক্সহ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন ৷" এরপরেই প্রশ্ন ওঠে, একদিকে নরেন্দ্র মোদির সরকার অন্যদিকে মিঠুন খোদ বিজেপিতে রয়েছেন ৷ এক্ষেত্রে কিছু সুবিধা পেলেন কি? তাতে তিনি সহাস্যে জানান, কোনও দিন সুযোগ-সুবিধা তিনি নেননি ৷ অভিনেতা বলেন, "আমি সুবিধা কারোর কাছ থেকে নিই না ৷ আমার লড়াই একার ৷ আমাকে কেউ প্লেটে সাজিয়ে কোনও দিন কিছু দেয়নি ৷ আমাদের প্রতিদিন লড়াই করতে হয়েছে ৷"

এরপরেই অভিনেতা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের মুহূর্তের কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "কী বলব গ্রেট রেসপেক্ট আর ভালোবাসা আছে ওনার প্রতি ৷ আমি ওনার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছি ৷ তিনি দারুণ মানুষ ৷ জেম অফ আ মেন ৷"

আগামী দিনে আরও বেশি ছবির সঙ্গে যুক্ত হবেন নাকি ধীরে ধীরে সরে দাঁড়াবেন? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, "কাজের ব্যাপারে আমি ভীষণ চুজি ৷ কোনও সিনেমার চিত্রনাট্য আমাকে কাতুকাতু যতক্ষণ না দিচ্ছে আমি তা করি না ৷ আর তাছাড়া এখন আমার সেই স্টেমিনা নেই ৷ তার মধ্যেই তেলুগু সিনেমা করছি প্রভাসের সঙ্গে ৷ ছবির নাম 'ফৌজি'৷ এছাড়াও চারটে বাংলা ও তিনটি হিন্দি ছবির শুটিং চলছে ৷"

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন

এরপর মিঠুন দাদাসাহেব ফালকে পুরস্কার নিজের পরিবার ও বিশ্বে ছড়িয় থাকা অমুরাগীদের উদ্দেশ্যে ডেডিকেট করেছেন বলে জানান ৷ উল্লেখ্য, 1976 সালে মৃণীল সেনের 'মৃগয়া' ছবির হাত ধরে সিনেপর্দায় জার্নি শুরু মহাগুরুর ৷ 48 বছর পর দাদাসাহেব পুরস্কার মিঠুন চক্রবর্তীর ফিল্মি কেরিয়ারের এক বৃত্ত যেন সম্পন্ন করল ৷

ABOUT THE AUTHOR

...view details