পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের আসরে সাংবাদিকদের নো এন্ট্রি - Kanchan Sreemoyee Wedding

Media not allowed in Kanchan-Sreemoyee Wedding: কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের আসরে সাংবাদিকদের জন্য থাকছে নো এন্ট্রি বোর্ড ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছেন নবদম্পতি ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 12:44 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি:চলতি বছরের সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে'তে সইসাবুতের বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । চট্টরাজ থেকে মল্লিক হয়েছেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের রাধারানি । আগামী 6 মার্চ সামাজিক বিয়ে শ্রীময়ী ও কাঞ্চনের । ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন টলিউডের বহুচর্চিত এই কপোত-কপোতী ।

তাঁদের বিয়ে নিয়ে আগ্রহ উদ্দীপনার শেষ নেই সাধারণের মনে । একইভাবে তাঁদের বিয়ের এক্সক্লুসিভ ছবি ও ভিডিয়ো তুলে তা নিয়ে সংবাদ করার তাগিদও রয়েছে সংবাদমাধ্যমের । কিন্তু এই ব্যাপারে রাশ টেনেছেন কাঞ্চন । তিনি চান না তাঁদের বিয়ের সামাজিক অনুষ্ঠানে সাংবাদিকরা আসুন এবং খবর করুন ।

রবিবার সকালে কাঞ্চনের ইচ্ছেতে মান্যতা দিয়ে শ্রীময়ী সাফ জানিয়েছেন, "আমরা খুব দুঃখিত । আমরা 6 তারিখে কোনও প্রেস জার্নালিস্ট বন্ধুদের প্রবেশ করাচ্ছি না । কারণ অনেকের সঙ্গেই সুসম্পর্ক । সকলেই বলছেন কভার করব । তাই একজনকে আসতে অনুমতি দিলে আরেকজনের খারাপ লাগতে পারে । কাঞ্চন স্ট্রিক্টলি না বলে দিয়েছে । কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিয়ো, ছবি সব আমি তোমাদের পাঠাব 6 মার্চের পরে । তখন ইন্টারভিউও দেব । প্রতিশ্রুতি না রাখতে পারায় দুঃখিত ।"

আইনি বিয়ের দিন কাঞ্চন-শ্রীময়ী

প্রসঙ্গত, 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কাঞ্চনের বাড়িতে পা রাখতেই শ্রীময়ীকে লাল টুকটুকে শাড়ি ও প্ল্যাটিনামের আংটি উপহার দেন কাঞ্চন মল্লিক । কাঞ্চনের বাড়িতে তখন প্রচুর নিমন্ত্রিত মানুষজন । বাড়ি ভর্তি লোকের সামনে হাঁটু মুড়ে শ্রীময়ীকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা । শ্রীময়ী তো রাজিই ছিলেন । শুধু সর্বসমক্ষে হ্যাঁ বলাটাই বাকি ছিল । শ্রীময়ী হ্যাঁ বলতেই আইনি বিয়ে সম্পন্ন হয় যুগলের । তবে সে দিন হয়েছিল কেবল রেজিস্ট্রি ৷ আগামী 6 মার্চ সামাজিক বিয়ে সারবেন দু'জনে । আর সেখানেই সাংবাদিক বন্ধুদের জন্য 'নো এন্ট্রি' বোর্ড ঝোলালেন মল্লিক দম্পতি ।

আরও পড়ুন:

  1. 'মল্লিকবাবু তুমি শুধু আমার'...বিয়ের পর একগুচ্ছ ছবি পোস্ট শ্রীময়ীর, দেখুন ফটো অ্যালবাম
  2. আইনি বিয়ে সারলেন কাঞ্চন-শ্রীময়ী, লালরঙা পোশাকে কাছাকাছি মল্লিক দম্পতি
  3. ছোটপর্দায় একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী, ধারাবাহিকে 'প্রেম' করবেন তাঁরা ?

ABOUT THE AUTHOR

...view details