কলকাতা, 16 অক্টোবর:বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও বড় উৎসব তো এই দুর্গাপুজোই । আর এই দুর্গাপুজো লাগোয়া লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা কেটে গেলে আবার যে কে সেই একই ছন্দে নোঙর বাঁধা । কাজের ভিড়ে মিশে যাওয়া । সেই সময়েই বিনোদন দেয় সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ । আর সে কথা মাথার রেখেই একগুচ্ছ ওয়েব সিরিজের ডালি নিয়ে হাজির ‘হইচই’। তালিকায় আছে 'ফেলুদার গোয়েন্দাগিরি', 'পুরোপুরি একেন', 'তালমার রোমিও জুলিয়েট', 'নিখোঁজ 2' সহ আরও একগুচ্ছ সিরিজ ।
তালমার রোমিও জুলিয়েট: 'মন্দার'-এর পর আবারও শেক্সপিয়ারের বিখ্যাত নাটক 'রোমিও জুলিয়েট' অবলম্বনে অনির্বাণ ভট্টাচার্য নিয়ে আসছেন 'তালমার রোমিও জুলিয়েট'। 'তালমা' নামের কাল্পনিক শহরে গড়ে উঠবে এই রোমিও জুলিয়েটের প্রেমগাঁথা ।
পুরোপুরি একেন: ফের বাঙালির দরবারে ফিরছে একেনবাবু । আর এবার সে ফিরছে 'পুরোপুরি একেন’ হিসেবে । মুখ্য চরিত্রে আর কেউ নন, অভিনেতা অনির্বাণ চক্রবর্তীই । রহস্য এবার দানা বাঁধবে পুরীতে । সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় ।
ফেলুদার গোয়েন্দাগিরি:টোটা রায়চৌধুরী আগেই জানিয়েছেন, পারিশ্রমিকের ব্যাপারে ফেলুদা ছাড়া কারও সঙ্গে নো কম্প্রোমাইজ । তার মানে বোঝাই যাচ্ছে ফেলুদাকে ঘিরে তাঁর আবেগ ঠিক কোথায় ? আর তাঁকে ফেলুদা বানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায় । সৃজিত এবং হইচইয়ের হাত ধরে টোটা ফেলুদার এবারের অভিযান কাশ্মীরে । 'ভূস্বর্গ ভয়ঙ্কর' অবলম্বনে 'ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'।
নিখোঁজ 2: 'নিখোঁজ 2' নিয়ে হাজির হচ্ছেন টোটা রায়চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায় । প্রথম সিজনে মেয়েকে হারিয়ে ফেলেছিল এক মা । তাকে কি এবার খুঁজে পাবে সেই মা ? প্রশ্ন সকলের । এখানেও মায়ের চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় । এই ঘটনায় টোটার ভূমিকা কী ? দর্শকের বাড়তি আগ্রহ এখানেও । স্বস্তিকা 'টেক্কা' নিয়ে কথা বলার সময়েই জানিয়েছেন, "আমি নানা রকমের মায়ের চরিত্র করে ফেলেছি । 'নিখোঁজ 2' তার মধ্যে অন্যতম । এই সিরিজটা নিয়ে মানুষের যে কী ভীষণ আগ্রহ দেখলাম, ভাবনার অতীত । যেখানে গিয়েছি সকলের মুখে শুনেছি, কবে আসবে সিজন টু ? ফাইনালি আসছে ।"