পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দর্শক ভালোবাসলেও শো পাচ্ছে না '5 নং স্বপ্নময় লেন' ! কী বলছেন পরিচালক-প্রযোজক ? - 5 NO SWAPNOMOY LANE

অল্প হল পেলেও হাউসফুল যাচ্ছে '5 নং স্বপ্নময় লেন' ৷ তবে হল পাওয়া নিয়ে লড়াই চলছে পরিচালক শুভঙ্কর মিত্র ও পরিচালক মানসী সিনহার ৷

5 NO SWAPNOMOY LANE
শো পাচ্ছে না '5 নং স্বপ্নময় লেন' ! (ইটিভি ভারত/মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 26, 2024, 9:51 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর: দর্শকের সাড়া মিললেও অভিযোগ এখনও অনেক জায়গায় শো পাচ্ছে না '5 নং স্বপ্নময় লেন'। হাল ছাড়তে নারাজ পরিচালক মানসী সিনহা ৷ প্রযোজকের ঘরে টাকা ফিরিয়ে দেবেন তিনি, দৃঢ়প্রতিজ্ঞ এবং আশাবাদী।

25 ডিসেম্বর সারাদিন শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে হাজির হন পরিচালক মানসী সিনহা, প্রযোজক শুভঙ্কর মিত্র এবং অভিনেতা সায়ন সূর্য। বেহালার অজন্তাতেও হাজির ছিলেন তাঁরা। সিনেমা শেষ হওয়ার পর দর্শকের সামনে হাজির হন। ভাসেন দর্শকের ভালোবাসায়।

প্রেক্ষাগৃহে '5 নং স্বপ্নময় লেন' (ইটিভি ভারত)

কারোর চোখে জল, কেউ বা নিজের একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ার গল্প শোনাতে শুরু করেন মানসী সিনহাকে। কেউ বা নিজের বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যাওয়ার ঘটনার কথাও বলেন প্রিয় অভিনেত্রী তথা পরিচালক মানসী সিনহাকে। কেউ বলেন," নিজের বাড়ি নিজের বাড়িই হয়। ফ্ল্যাট নিজের মতো হয় না।"

পরিচালক মানসী সিনহা ইটিভি ভারতকে বলেন, "লোকে ভালোবাসছে ছবিটা। অনেকেই বলছেন কবে তৃতীয় ছবিটা বানাব? আমি বলেছি প্রযোজক জানে। আর প্রযোজক বলছে এই ছবিটা দেখুন। টাকা আসুক আমাদের কাছে। না হলে পরেরটা বানাব কীভাবে? দর্শক বলেছে, আমরা ছবি হিট করিয়ে দেব। আপনারা আবার ছবি নিয়ে আসুন। এর থেকে বড় প্রাপ্তি কী হতে পারে?"

ওদিকে প্রযোজক শুভঙ্কর মিত্রর গলায় আক্ষেপের সুর। তিনি বলেন, "মানসী দি'র উপর ভরসা আমার নিজের থেকেও বেশি। কিন্তু হল পাওয়া নিয়ে রোজই সমস্যা হচ্ছে। আমি খুব হতাশ যে আইনক্স, পিভিআর টিকিট বুকিং-এর জন্য অনেক রাতে খোলা হচ্ছে। যেটা অন্য ছবির জন্য অনেক তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। মানুষ আজকাল আগে থেকে প্ল্যান করে কী দেখবে, কখন আর কবে দেখবে। হয়ত অনেকের আমাদের ছবিটা দেখার ইচ্ছে ছিল। কিন্তু এই কারণে দেখতে পারেনি। টিকিট পায়নি। অন্য যেটা পেয়েছে সেটা কেটে ফেলেছে। বুক মাই শো খুলে দেখবেন 27 তারিখ থেকে আমাদের এখনও আইনক্সের শো দেয়নি। হয়ত পরে দেবে। আমার মনে হয় আমাদের ছবির ক্ষেত্রে যেন অ্যাডভান্স বুকিং-এ ব্যাঘাত ঘটে তার জন্য এসব করা হচ্ছে। আমার ধারণা। আমি সঠিক জানি না। আমি শুধু টাকার পিছনে ছুটি না। আমি মানুষের জন্য ছবি বানাই।"

মানসী সিনহা আরও বলেন, "শো পাওয়া নিয়ে লড়াই চলবেই। বক্সঅফিস নিয়ে আমি আশাবাদী। যদিও এখনও সেই জায়গায় পৌঁছইনি। তবে, গতবার যেভাবে সাড়া পেয়েছি, যতটা ব্যবসা করাতে পেরেছি এবারেও আশা রাখি, প্রযোজকের ঘরে টাকাটা ফিরিয়ে দিতে পারব। আর দর্শকের সাড়া পাওয়াটাই সবথেকে বড় আশীর্বাদ।" ছবি মুক্তির পর সবেমাত্র এক সপ্তাহ কেটেছে ৷ বছর শেষ ও শুরু উপলক্ষ্যে উৎসবের আমেজ অব্যাহত ৷ এই সময় দর্শকরা হলমুখী হবেন এমনটা আশা করা যায় ৷ '5 নং স্বপ্নময় লেন' অল্প হল পেলেও যেভাবে হাউসফুল যাচ্ছে তাতে আশা করা যায়, ছবির উজ্জ্বল ভবিষ্যৎ ৷

ABOUT THE AUTHOR

...view details