ETV Bharat / bharat

মকর সংক্রান্তির বিরল যোগে মহাসঙ্গমে শাহী স্নান, দেখুন ভিডিয়ো - MAHAKUMBH MELA 2025

144 বছর পর মহাযোগে গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর সঙ্গমে মকর সংক্রান্তির শুভ মুহূর্তে পুণ্যডুব দিলেন লক্ষ-লক্ষ পুণ্যার্থী ৷ জানুন স্নানের সময়, তাৎপর্য ও মন্ত্রপাঠের গুরুত্ব ৷

MAHAKUMBH MELA 2025
মহাসঙ্গমে শাহী স্নান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 8:04 AM IST

প্রয়াগরাজ, 14 জানুয়ারি: মহাকুম্ভের পবিত্র স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর ৷ সোমবার, মহাকুম্ভের মহাসঙ্গমে প্রায় দেড় কোটি পুণ্যার্থী ডুব দিয়েছেন ৷ আর আজ, মঙ্গলবার মকর সংক্রান্তির পবিত্র স্নানের শুভ মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য ডুব দিলেন ৷ প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা একত্রিত হয়েছেন ৷ 'হর হর গঙ্গা' স্লোগানে মুখরিত মহাসঙ্গম ৷ দেখে নিন ভিডিয়ো ৷

মঙ্গল ভোর থেকেই মহাকুম্ভ মেলার সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। পুণ্যার্থী থেকে সাধু-সন্তদের ভিড়ে ঠাসা 12 কিলোমিটার বিস্তৃত ঘাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ এই শাহী স্নান চলবে ৷

শুভ মুহূর্তে পুণ্যডুব দিলেন লক্ষ-লক্ষ পুণ্যার্থী (ইটিভি ভারত)

শাহী স্নানের সময়

ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চের প্রয়াগরাজ চ্যাপ্টারের সভাপতি গীতা মিশ্র ত্রিপাঠির মতে, "এবার মহাপুণ্যকালের সময়কাল সকাল 09টা 03 মিনিট থেকে সকাল 10টা 50 মিনিট পর্যন্ত অর্থাৎ 1 ঘণ্টা 47 মিনিট। এদিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং উত্তরায়ণ হয়। মহাকুম্ভ 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পবিত্র স্নানের মাধ্যমে শেষ হবে।"

MAHAKUMBH MELA 2025
পুণ্যার্থী থেকে সাধু-সন্তদের ভিড়ে ঠাসা 12 কিলোমিটার বিস্তৃত ঘাট (ইটিভি ভারত)

শাহী স্নানের তাৎপর্য

গীতা মিশ্র ত্রিপাঠি আরও বলছেন, মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময়ে একজন ব্যক্তি স্নান করার পর তিল ও গুড় খেলে পুণ্য অর্জন করেন। শাস্ত্রে মকর সংক্রান্তিকে 'তিল সংক্রান্তি'ও বলা হয়েছে। এদিন কালো তিল, গুড়, খিচুড়ি, লবণ এবং ঘি দান করা অত্যন্ত শুভ বলে মেনে নেওয়া হয় ৷"

MAHAKUMBH MELA 2025
ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা একত্রিত (ইটিভি ভারত)

জেনে নিন কোন ধরনের দান থেকে আপনি কী পাবেন?

  • তিল ও গুড় দান- পাপস্খলন হয় অর্থাৎ পুণ্য লাভ করে।
  • লবণ দান- খারাপ শক্তি এবং অশুভ কিছুর বিনাশ করে।
  • খিচুড়ি দান- চাল ও ডালের মেশানো খিচুড়ি দান করলে অক্ষয় ফল পাওয়া যায়।
  • ঘি দান- সুখ, সম্মান ও খ্যাতি প্রাপ্তি হয়।
MAHAKUMBH MELA 2025
'হর হর গঙ্গা' স্লোগানে মুখরিত মহাসঙ্গম (ইটিভি ভারত)

মকর সংক্রান্তিতে মন্ত্র উচ্চারণের গুরুত্ব- গীতা মিশ্র ত্রিপাঠী জানান, মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পর সূর্য দেবতার 12টি নাম জপ এবং মন্ত্র পাঠ করলে অনেক সমস্যা দূর হয়। মন্ত্র জপ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় ৷

MAHAKUMBH MELA 2025
স্নানের সময়, তাৎপর্য ও মন্ত্রপাঠের গুরুত্ব রয়েছে অনেক (ইটিভি ভারত)

মহাকুম্ভের সময় পবিত্র স্নানের শুভ সময়-

  • প্রথম শাহী স্নান হয় 13 জানুয়ারী 2025 ৷
  • প্রথম পবিত্র স্নান আজ, 14 জানুয়ারি 2025, মকর সংক্রান্তি উপলক্ষে।
  • তৃতীয় পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি 2025, মৌনি অমাবস্যা উপলক্ষে।
  • 2025 সালের 2 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে।
  • পঞ্চম পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2025 মাঘ পূর্ণিমা উপলক্ষে।
  • ষষ্ঠ পবিত্র ও শেষ পবিত্র স্নান যা 2025 সালের 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হবে।

144 বছর পর মহাকুম্ভে মহাযোগে পুণ্যস্নানের হিড়িক, সঙ্গমে ডুব কোটি কোটি পুণ্য়ার্থীর; দেখুন সেই মুহূর্ত

প্রয়াগরাজ, 14 জানুয়ারি: মহাকুম্ভের পবিত্র স্নান লক্ষ লক্ষ পুণ্যার্থীর ৷ সোমবার, মহাকুম্ভের মহাসঙ্গমে প্রায় দেড় কোটি পুণ্যার্থী ডুব দিয়েছেন ৷ আর আজ, মঙ্গলবার মকর সংক্রান্তির পবিত্র স্নানের শুভ মুহূর্তে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্য ডুব দিলেন ৷ প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা একত্রিত হয়েছেন ৷ 'হর হর গঙ্গা' স্লোগানে মুখরিত মহাসঙ্গম ৷ দেখে নিন ভিডিয়ো ৷

মঙ্গল ভোর থেকেই মহাকুম্ভ মেলার সর্বত্রই বিরাজ করছে উৎসবের আমেজ। পুণ্যার্থী থেকে সাধু-সন্তদের ভিড়ে ঠাসা 12 কিলোমিটার বিস্তৃত ঘাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ এই শাহী স্নান চলবে ৷

শুভ মুহূর্তে পুণ্যডুব দিলেন লক্ষ-লক্ষ পুণ্যার্থী (ইটিভি ভারত)

শাহী স্নানের সময়

ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চের প্রয়াগরাজ চ্যাপ্টারের সভাপতি গীতা মিশ্র ত্রিপাঠির মতে, "এবার মহাপুণ্যকালের সময়কাল সকাল 09টা 03 মিনিট থেকে সকাল 10টা 50 মিনিট পর্যন্ত অর্থাৎ 1 ঘণ্টা 47 মিনিট। এদিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং উত্তরায়ণ হয়। মহাকুম্ভ 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির পবিত্র স্নানের মাধ্যমে শেষ হবে।"

MAHAKUMBH MELA 2025
পুণ্যার্থী থেকে সাধু-সন্তদের ভিড়ে ঠাসা 12 কিলোমিটার বিস্তৃত ঘাট (ইটিভি ভারত)

শাহী স্নানের তাৎপর্য

গীতা মিশ্র ত্রিপাঠি আরও বলছেন, মকর সংক্রান্তিতে গঙ্গা, যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময়ে একজন ব্যক্তি স্নান করার পর তিল ও গুড় খেলে পুণ্য অর্জন করেন। শাস্ত্রে মকর সংক্রান্তিকে 'তিল সংক্রান্তি'ও বলা হয়েছে। এদিন কালো তিল, গুড়, খিচুড়ি, লবণ এবং ঘি দান করা অত্যন্ত শুভ বলে মেনে নেওয়া হয় ৷"

MAHAKUMBH MELA 2025
ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করতে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তরা একত্রিত (ইটিভি ভারত)

জেনে নিন কোন ধরনের দান থেকে আপনি কী পাবেন?

  • তিল ও গুড় দান- পাপস্খলন হয় অর্থাৎ পুণ্য লাভ করে।
  • লবণ দান- খারাপ শক্তি এবং অশুভ কিছুর বিনাশ করে।
  • খিচুড়ি দান- চাল ও ডালের মেশানো খিচুড়ি দান করলে অক্ষয় ফল পাওয়া যায়।
  • ঘি দান- সুখ, সম্মান ও খ্যাতি প্রাপ্তি হয়।
MAHAKUMBH MELA 2025
'হর হর গঙ্গা' স্লোগানে মুখরিত মহাসঙ্গম (ইটিভি ভারত)

মকর সংক্রান্তিতে মন্ত্র উচ্চারণের গুরুত্ব- গীতা মিশ্র ত্রিপাঠী জানান, মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পর সূর্য দেবতার 12টি নাম জপ এবং মন্ত্র পাঠ করলে অনেক সমস্যা দূর হয়। মন্ত্র জপ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় ৷

MAHAKUMBH MELA 2025
স্নানের সময়, তাৎপর্য ও মন্ত্রপাঠের গুরুত্ব রয়েছে অনেক (ইটিভি ভারত)

মহাকুম্ভের সময় পবিত্র স্নানের শুভ সময়-

  • প্রথম শাহী স্নান হয় 13 জানুয়ারী 2025 ৷
  • প্রথম পবিত্র স্নান আজ, 14 জানুয়ারি 2025, মকর সংক্রান্তি উপলক্ষে।
  • তৃতীয় পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি 2025, মৌনি অমাবস্যা উপলক্ষে।
  • 2025 সালের 2 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে।
  • পঞ্চম পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2025 মাঘ পূর্ণিমা উপলক্ষে।
  • ষষ্ঠ পবিত্র ও শেষ পবিত্র স্নান যা 2025 সালের 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হবে।

144 বছর পর মহাকুম্ভে মহাযোগে পুণ্যস্নানের হিড়িক, সঙ্গমে ডুব কোটি কোটি পুণ্য়ার্থীর; দেখুন সেই মুহূর্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.