কলকাতা, 22 নভেম্বর: থ্রিলারের মোড়কে ওয়েব সিরিজ দেখতে ভালোবাসে দর্শক। তাই সেই দিকেই বেশি ঝুঁকছেন পরিচালকেরাও। আসছে নতুন ওয়েব সিরিজ 'প্রহেলিকা'। অভিনয়ে মৈনাক বন্দ্যোপাধ্যায়, উপাসনা ঘরুই, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। 'প্রহেলিকা' পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অয়ন দে ৷
সিরিজ নিয়ে পরিচালক বলেন, "পুরোপুরি থ্রিলারের মোড়কে এই সিরিজটা দেখানোর চেষ্টা করা হবে। রহস্য, খুন সবই এর রসদ। পাশাপাশি এই সিরিজের খুব গুরুত্বপূর্ণ দিক হল মিউজিক। আশা করছি গল্পটা দর্শকদের ভালো লাগবে।"
সিরিজের গল্পের দিকে তাকালে দেখা যাবে হৃষিকেশ চট্টোপাধ্যায় একজন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা। বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শকদের। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন সে সুপারমডেল পায়েল সেনগুপ্তকে। পায়েল ছিলেন একটা রেস্টুরেন্টের ফেস। হঠাৎ দেখাতেই পায়েল ও হৃষিকেশের মধ্যে প্রেম হয়।
প্রেম পরিণতি পায় বিয়েতে। কিন্তু তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকীর দিন মারা যান হৃষিকেষ। গল্পের আসল খেলা শুরু হয় এখান থেকেই। পরের দিন পুলিশ ইন্সপেক্টর সম্রাটের উপরে তদন্তের দায়িত্ব পড়ে। কীভাবে হল এই খুন? এই খুনের পিছনে কোন কাহিনি লুকিয়ে আছে তার রহস্য উদঘাটন হবে সিরিজের পরতে পরতে।
'প্রহেলিকা' সিরিজে ইন্সপেক্টর সম্রাটের চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, পায়েলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘরুই ও অনুরাগের চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। ছবিতে আরও একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন এই সিরিজ মুক্তি পাবে 'এসএসএফ প্রোডাকশন'-এর প্রযোজনায় 'পার্পেল এক্স' ওটিটি প্ল্যাটফর্মে।