পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kiff: সিনেমার উৎসবে অনুপস্থিত পরম-কৌশিক, কী বলছেন সামিল হওয়া তারকারা? - KIFF 22024

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টলিউডের অনেক তারকাদের দেখা গেলেও অনুপস্থিতের সংখ্যা নেহাত কম নয় ৷ মদন-থেকে সোহম কী বলছেন তারকারা?

Kiff 2024
চলচ্চিত্র উৎসবে তারকাদের হাট (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 2:32 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: মহাসমারোহে শুরু হল 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে উদ্বোধনী অনুষ্ঠানের আসর বসে ধনধান্য অডিটোরিয়ামে। হাজির ছিলেন বাংলা বিনোদন দুনিয়ার তাবড় তাবড় কুশীলব থেকে শুরু করে রাজনৈতিক নেতাবর্গ ৷ এমনকী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও-সহ বিদেশের চলচ্চিত্র নির্মাতারাও উপস্থিত হন ।

এদিন অনুষ্ঠান শুরুর আগেই ধনধান্য ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। পরে তাঁর সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করে এর কারণ জানতে চাইলে তিনি এই ব্যাপারে কিছু জানাতে রাজি হননি। ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী পর্বে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অতিথিরা যা বললেন তা এক ঝলকে।

সিনেমার উৎসবে বাংলার তারকা (ইটিভি ভারত)

মদন মিত্র (বিধায়ক)- সিনেমার কোনও বর্ডার নেই। সারা পৃথিবীর মানুষের চিন্তাভাবনা গিয়ে মিলিত হয়েছে শান্তি, সাম্য, ঐক্য এবং প্রগতির পক্ষে। সিনেমার মধ্য দিয়ে তা সারা বিশ্বে তুলে ধরা হয়। আমরা গর্বিত যে সারা পৃথিবীর মানুষ বাংলায় এসে আজ কলকাতাকে দেখছে। আর যে স্টেডিয়ামে বসে দেখছে সেটা হল 'ধনধান্য অডিটোরিয়াম'। যার নামের সঙ্গে জুড়ে আছে 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটি ।

সোহম চক্রবর্তী (অভিনেতা-বিধায়ক)- এ বছর অনেকেই আসেননি এ কথা ঠিক। কেন আসেননি আমি জানি না। হয়ত কাজে ব্যস্ত আছেন। কিন্তু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তার স্বমহিমায় স্থির আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়।

সোমনাথ কুণ্ডু (জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেক আপ আর্টিস্ট)- এই প্রথমবার সামনে থেকে বসে দেখলাম। নবান্ন থেকেই ফোন করে নিমন্ত্রণ জানানো হয়। যাঁরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তাঁদের সম্মান দিয়ে ডাকা হয়। বড় প্রাপ্তি এটা। এবার 'এই রাত তোমার আমার' দেখানো হবে। এখানে আমিও কাজ করেছি। এটাও প্রাপ্তি।

মুনমুন সেন (অভিনেত্রী)- খুব ভালো লাগল।

বনি ও কৌশানি (অভিনেতা, অভিনেত্রী) - অনেকগুলো বাংলা ছবি দেখানো হবে এবার এটা একটা দারুণ ব্যাপার। এবার বাংলার আর্টিস্ট বেশি এসেছেন, এর থেকে বড় জৌলুস কী হতে পারে?

পিয়া সেনগুপ্ত (প্রেসিডেন্ট, ইমপা)- ফিল্ম ফেস্টিভ্যাল তার নিজের জায়গায় ঝলমলে। নিমন্ত্রণ পত্র সবার কাছেই গিয়েছে। কে কেন আসেননি সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এই অডিটোরিয়ামে 2000 জন লোকের বসার সিট। সেই অনুযায়ী হাউজফুল ছিল।

আরিয়ান ভৌমিক (অভিনেতা)- ফেস্টিভ্যাল নিয়ে খুবই এক্সাইটেড ৷ এবার আমার পছন্দের একটা ছবি 'মন মাতাল' দু'দিন দেখানো হবে 8 এবং 10 ডিসেম্বর। তাই আমি আরও খুশি।

সন্দীপ্তা সেন (অভিনেত্রী)- আমরা সবাই প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। অবশেষে দিনটা এল । এ বছর আরও বেশি স্পেশাল কারণ আমার একটা ছবি 'আপিস' এবার দেখানো হবে।

ABOUT THE AUTHOR

...view details