পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্বাধীনতার কথা না বললেও চুপিসারে যে ছবি আজও মনে দেশপ্রেম জাগায়, রইল তালিকা - Independence Day in Movie - INDEPENDENCE DAY IN MOVIE

Independence Day 2024 Bollywood: 77তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠতে চলেছে দেশ ৷ সিনেপর্দায় বারবার দেশপ্রেমের সেই আবেগ-অনুভূতি ধরা পড়েছে ৷ তবে এমন অনেক ছবি রয়েছে যা প্রত্যক্ষভাবে স্বাধীনতা দিবসের সঙ্গে যুক্ত না হয়েও মনে দেশপ্রেম জাগায় ৷ বলিউডের তেমনই পাঁচ সিনেমার রইল তালিকা ৷

Independence Day 2024 Bollywood
দেশপ্রেম জাগানো হিন্দি সিনেমা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 12, 2024, 7:55 PM IST

হায়দরাবাদ, 15 অগস্ট:দেশের 77তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷1947 সালের 15 অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় ভারত ৷ ব্রিটিশ রাজের পরাধীনতা থেকে ভারত কীভাবে স্বাধীনতা লাভ করেছে তা রূপোলি পর্দায় অনেক পরিচালকই তুলে ধরেছেন ৷ তবে আজ আপনাদের এমন কয়েকটি ছবির কথা বলব যার সঙ্গে ভারতের স্বাধীনতার কোনও সম্পর্ক নেই, তবুও সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলেছে ৷

চক দে ইন্ডিয়া (2007)

বলিউড 'বাদশা' শাহরুখ খানের স্পোর্টস ড্রামা ছবি 'চক দে ইন্ডিয়া'। ছবিটি পরিচালনা করেছেন শিমিত আমিন। ছবিতে মহিলা হকি দলের কোচ কবির খানের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ ৷ প্রথমে নাকি এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল সলমন খানকে ৷ কিন্তু শাহরুখ খান যদি না হতেন তাহলে কী হত! ছবির টাইটেল ট্র্যাক 'চক দে ইন্ডিয়া' আজও বিশ্ব মঞ্চে ভারতের জয়ে বাজানো হয় ৷ সেটা ক্রিকেট হোক বা হকি। শাহরুখ খানের এই ছবি যখনই পর্দায় আসে তখন আলাদা দেশপ্রেম সত্যিই জেগে ওঠে ৷

রং দে বসন্তী (2006)

একটা দুর্ঘটনা আর তার সঙ্গে বদলে যায় দলজিৎ সিং, করণ সিংঘানিয়া, লক্ষ্মণ পাণ্ডে, আসলাম খান, সুখী রাম ও সোনিয়ার জীবন ৷ বন্ধুত্ব-ভালোবাসা-কর্তব্যের সুক্ষ্ণ অনুভূতির মধ্যে দেশের প্রতি দায়িত্ববোধ যেভাবে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা জাগিয়ে তোলেন তা এক কথায় অনবদ্য ৷ আমির খান, আর মাধবন, সিদ্ধার্থ, শারমন জোশি, কুণাল কাপুর, সোহা আলি খান, অনুপম খের, ওম পুরি, ওয়াহিদা রেহমান এবং অতুল কুলকার্নি অভিনীত ছবি এমনভাবে তুলে ধরা হয় যেখানে প্রতিটি দৃশ্য ভারতের স্বাধীনতার আন্দোলনকে উপস্থাপন করে। এই সিনেমা দেখতে গিয়ে গায়ে কাঁটা দেয়নি, এমন দর্শক পাওয়া দুষ্কর ৷

স্বদেশ (2004)

শাহরুখ খানের আরও এক কাল্ট ছবি 'স্বদেশ' ৷ 'স্বদেশ' দেশকে ভালোবাসতে শেখায়। আশুতোষ গোয়ারিকর 'স্বদেশ'-এর মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে শিক্ষা অর্জনের পর চাকরির জন্য বিদেশে যাওয়ার চেয়ে নিজের দেশের উন্নতিতে সাহায্য করা ভাল। দেশে দরকার শিক্ষিত যুবক, যাঁরা তাঁদের দেশকে যতটা সম্ভব সমৃদ্ধ করতে পারে। ছবিতে শাহরুখ খান মার্কিন মহাকাশ সংস্থা নাসার একজন বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু সেই বিজ্ঞানী গ্রামে আসার পর যখন সেখানকার করুণ অবস্থা দেখেন তখন চাকরি ছেড়ে নিজের গ্রাম তথা দেশের উন্নতির প্রকল্পে এগিয়ে আসেন ৷ এই ছবি অনবদ্য হয়ে থাকবে শাহরুখ খানের ফিল্মি কেরিয়ারে ৷

বীর জারা (2004)

ভালোবাসা মানে না কাঁটাতারের বেড়া ৷ তাই তো ভারত-পাকিস্তান সীমান্তে যতই যুদ্ধ হোক ভালোবাসা ঠিক খুঁজে নেয় তার রাস্তা ৷ যশ চোপড়া পরিচালিত বীর জারা যেন তেমনই এক গল্প বলে ৷ ভারত-পাক সম্পর্ক উন্নতি ও দেশপ্রেমের চেতনা, দুই বার্তাই তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত বীর জারা আজও দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করে নেয় ৷ ছবির গান 'আইসা দেশ হ্যায় মেরা' সেই ভালোবাসা ও আবেগ আরও বাড়িয়ে দেয় ৷

লগান (2001)

আমির খানের ছবি 'লগান' হিন্দি সিনেমা জগতে ইতিহাস তৈরি করেছে ৷ এই ছবির সঙ্গে স্বাধীনতা আন্দোলনের কোনও সম্পর্ক নেই, তবুও ছবিতে ব্রিটিশরাজ ও ট্রিপল ট্যাক্সের কথা তুলে ধরা হয়েছে ৷ যা স্বাধীনতা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। 'লগান'-এর ক্লাইম্যাক্সও অসাধারণভাবে চিত্রায়ণ করা হয়েছিল ৷ যার প্রতিটি দৃশ্যই মনে হয় স্বাধীনতার লড়াইয়ের মতো। 'লগান' একটি সর্বকালের ব্লকবাস্টার চলচ্চিত্র, যেটি ভারতীয় চলচ্চিত্রে অনেক পুরস্কার জিতেছে। ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর ৷ মুখ্য চরিত্রে দেখা যায় আমির খান, গ্রেসি সিং, রাচেল শেলি, দয়া শঙ্কর পাণ্ডে-সহ আরও অনেকে৷

ABOUT THE AUTHOR

...view details