পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'মারব চটি তালে তালে'- দেবলীনার ভিডিয়োয় কটাক্ষ কুণালের, নিশানায় স্বস্তিকাও - Kunal On Celeb Post - KUNAL ON CELEB POST

Kunal Ghosh On Celeb: বিগত কয়েকদিন ধরে আরজি কর আন্দোলন-বিক্ষোভে সরগরম রাজ্য ৷ একইভাবে সোশাল মিডিয়া সম্প্রতি সরগরম হয়ে উঠেছে কুণাল ঘোষ ও টলি পাড়ার তারকাদের লড়াইয়ে ৷ এবার তৃণমূল নেতার কটাক্ষের শিকার হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত ৷

Kunal Ghosh On Celeb
কুণালের নিশানায় দেবলীনা-স্বস্তিকা (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 19, 2024, 7:20 PM IST

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: রাদ দখলের আন্দোলন থেকে শুরু করে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে সরব টলিপাড়ার তারকারা ৷ তারমাঝেই সোশাল মিডিয়া সাক্ষী তৃণমূল সাংসদ বনাম তারকা অভিনেত্রীদের লড়াইয়ে ৷ কুণালের সমালোচনার নিশানায় এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত ৷

আরজি কর প্রতিবাদে অনেকেই নাটক করে বা গান গেয়ে বা স্লোগান তুলে প্রতিবাদ জানাচ্ছেন ৷ এদিন অভিনেত্রী দেবলীনা দত্তকেও মাইক হাতে স্লোগান দিতে দেখা যায় ৷ সেই ভিডিয়োও সোশাল মিডিয়ায় তুলে ধরেন কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, "পুলিশ প্রশাসনের গালে গালে, মারব চটি তালে তালে।দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত।" অর্থাৎ আরও একবার টলি তারকার প্রতিবাদী ধরন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ৷ এই বিষয়ে অভিনেত্রীকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর পাওয়া যায়নি ৷

তৃণমূল নেতার সমালোচনার নিশানায় রয়েছেন স্বস্তিকাও ৷ কুণাল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবির প্রোমোশনের পোস্টার শেয়ার করেছেন ৷ যেখানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে স্বস্তিকার চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে ৷ গল্পে স্বস্তিকার মেয়ে কিডন্যাপের বিষয় তুলে ধরা হয়েছে ৷ সেই হিসাবে ছবির পোস্টারে যে মন্তব্য ব্যবহার করা হয়েছে তার সঙ্গে মিলে গিয়েছে বর্তমান পরিস্থিতি ৷

পোস্টারে লেখা আমার মেয়েকে কে ফেরাবে? এই পোস্টারটি নিয়েই আপত্তি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ৷ তিনি লেখেন, "যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।"

সোশাল মিডিয়ায় কুণাল ঘোষের পোস্ট ভাইরাল (সোশাল মিডিয়া)

ABOUT THE AUTHOR

...view details