পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

এই পুজোয় রসনাতৃপ্তির হদিশ নিয়ে আসছে কনীনিকার 'রান্নাঘর' - Koneenica Banerjee - KONEENICA BANERJEE

New Cooking Show: যাঁরা খেতে ও খাওয়াতে ভালোবাসেন তাঁদের জন্য সুখবর ৷ পুজোয় বিশেষ বিশেষ পদ কী রাঁধবেন, কীভাবে রাঁধবেন, শেখাতে আসছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷

New Cooking Show
আসছে কনীনিকার 'রান্নাঘর' (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 6:26 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: জিভে জল আনা নানা স্বাদের খাবার শুধু রসনাতৃপ্তি করে না, মনও ভালো করে দেয় ৷ যাঁরা মূলত রান্না করতে ভালোবাসেন তাঁদের কাছে রকমারি পদ শেখার অন্যতম মাধ্যম অবশ্যই বিভিন্ন রান্নার শো ৷ এবার তেমনই এক শো নিয়ে ফিরছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ টেলিভিশনের পর্দায় ফের আসতে চলেছে জনপ্রিয় শো 'রান্নাঘর'। সঞ্চালকের ভূমিকায় কনীনিকা।

টানা 17 বছর চলার পর বন্ধ হয়ে যায় জনপ্রিয় এই শো । এরপর সেই জায়গায় আসে অন্য দু'টি শো। সেই দুটিও জনপ্রিয় হয়। 'রান্নাঘর' মানেই ছিল সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর সঞ্চালনাতেই হিট হয় এই শো। মাঝে কয়েকদিনের দায়িত্বে ছিলেন অপরাজিতা আঢ্য। এবার সেই দায়িত্ব সামলাতে আসছেন কনীনিকা। নতুন দায়িত্ব পেয়ে কনীনিকা বলেন, "অনেক বছর পর সঞ্চালনায় ফিরলাম আমি। কাজ শুরু করেছিলাম সঞ্চালনা দিয়েই। এরপর বিগত কুড়ি বছর আমি সঞ্চালনা করিনি। শুধু অভিনয়ই করেছি। তবে, আশা রাখছি যেটুকু করব ভালোই করব। এতদিনে নিজেকে যতটা চিনেছি তাতে কাজের প্রতি অবিচার করব না। বাকিটা সময় বলবে।"

কনীনিকা আরও বলেন, "আমি রান্না করতে, খেতে এবং খাওয়াতে ভালোবাসি। তাই এই কাজটার প্রতি আমার ভালোবাসা আছে। দর্শকের সামনে রান্না করিনি কখনও, তবে নিজে তো করি। তাই ভালোই হবে।" প্রসঙ্গত, একটা সময়ে 'রান্নাঘর' মানেই মানুষ বুঝত সুদীপা চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে কনীনিকা বলেন, "সুদীপার পরিচিতিই রান্নাঘরের মাধ্যমে। সুদীপা সঞ্চালনাই করে। আর আমি অভিনেত্রী। সুদীপার সঙ্গে আমার তুলনা করাই বৃথা। দু'জনের কাজের পরিধি একেবারে আলাদা।"

এদিন সুদীপা চট্টোপাধ্যায়ের রান্নার খ্যাতি করে বলেন, "সুদীপা রান্নাটাও ভালো করে। আমি নিজেও খেয়েছি ওর রান্না। ওর সঞ্চালনাও ততটাই ভালো ছিল।" জানা গিয়েছে, শুটিংয়ের দিনও ঠিক হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই সম্প্রচার শুরু হবে জনপ্রিয় কুকিং শোয়ের।

ABOUT THE AUTHOR

...view details