পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পুজোয় আছে, উৎসবে নয়! বন্ধ থাকছে মল্লিক বাড়ির দরজা - Koel Mallick Durga Puja - KOEL MALLICK DURGA PUJA

Durga Puja 2024: 100 বছরে পা দিচ্ছে মল্লিক বাড়ির দুর্গাপুজো ৷ বনেদি বাড়ির পুজো হিসাবে এই পুজোয় তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ভিড় জমান ৷ তবে আরজি কর আবহে বড় সিদ্ধান্ত নিয়েছেন কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক ৷

Durga Puja 2024
পুজোয় বন্ধ থাকছে মল্লিক বাড়ির দরজা (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 19, 2024, 12:11 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার অধরা ৷ তাই নিয়ম মেনে পুজো হলেও উৎসবে নেই মল্লিক পরিবার ৷ ভবানীপুরে যে পুজো এক ডাকে ছোট-থেকে বড় সকলেই চেনেন ৷ রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকের বাড়ির পুজো 100 তম বছরে পা রাখছে ৷ তবে সেই পুজোয় কোনও রকম উৎসবের আমেজ নেই বলে জানিয়েছেন অভিনেতা রঞ্জিত মল্লিক ৷ সাধারণের জন্যও বন্ধ থাকছে মল্লিক বাড়ির দরজা ৷

অভিনেতার সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এবার 100 বছরে পা দিতে চলেছে আমাদের মল্লিক বাড়ির দুর্গাপুজো। তাই আলাদা অনুভূতি আছে সবার। একইসঙ্গে আরজি করের ঘটনায় আমাদের সবার মন ভারাক্রান্ত। তাই বেশি জন সমাগম আমরা করতে চাইছিলাম না এবার। পুজোটুকুতেই মন দিতে চাইছিলাম। উৎসব করতে চাইনি।"

অভিনেতা আরও বলেন, "এই বছর যেহেতু 100 বছরে পদার্পণ তাই সব আত্মীয়রা এবার আসছে ভবানীপুরের বাড়িতে। তাই বাইরের মানুষজনদের জন্য এবার অবারিত দ্বার করতে আমরা অপারগ। জায়গার সমস্যাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর জন্য কেউ আঘাত পেলে আমরা দুঃখিত।" জানা গিয়েছে, নিয়ম মেনে প্রত্যেক বছরের মতো এ বছরেও জন্মাষ্টমীর দিন থেকেই মল্লিকবাড়িতে ঠাকুর গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে । প্রতিমা প্রস্তুতির কাজ শেষ পর্বের দিকে রয়েছে ৷

উল্লেখ্য, 'নায়ক' ছবির পুজোর দৃশ্যের শুটিং হয়েছিল এই মল্লিক বাড়িতেই। আর মল্লিকবাড়ির পুজো মানেই প্রচুর ভিড়, সাধারণ থেকে অসাধারণ সকলের জন্য অবারিত দ্বার। নজর কাড়েন তারকারা। মল্লিক বাড়ির সিঁদুর খেলাও নজর কাড়ে সকলের ৷ সেই সিঁদুর খেলা দেখতে মানুষের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। এবার এই সব কিছুতে আগল দিয়েছে মল্লিকেরা। এবারের পুজোটা পরিবারের সঙ্গেই কাটাতে চায় তারা।

ABOUT THE AUTHOR

...view details