হায়দরাবাদ, 16 অগস্ট: কলকাতায় মহিলা ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত দেশ। একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে পাশবিক ঘটনায় বাকরুদ্ধ সকলেই ৷ ঘটনায় একাধিক বলিউড তারকা প্রতিবাদে সোচ্চার হয়েছেন ৷ আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্করের পর এবার প্রতিবাদে মুখ খুললেন পরিচালক করণ জোহর, কৃতি শ্যানন, অনুপম খের৷
করণ জোহরের পোস্ট (সোশাল মিডিয়া) শুক্রবার ইন্সটাগ্রাম পোস্টে করণ লেখেন, "বিগত বেশ কিছুদিন ধরেই কলকাতায় ঘটে যাওয়া নৃশংস অপরাধ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে ৷ একজন নারীকে রক্ষা করতে না পারা সবচেয়ে বড় অসফলতা ৷ আমি এখনও প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না ৷ যদি ন্যায়বিচার না পাওয়া যায় তাহলে আমরা একসময় শেষ হয়ে যাব ৷"
তিনি আরও লেখেন, "আমরা নারীর সম্মান রক্ষা করতে ব্যর্থ ৷ কর্মের এই ফল আমাদের দিকেই ফিরে আসবে ৷ আমাদের দেশে নারী স্বাধীনতা এক বড় বিপদের মুখে দাঁড়িয়ে ৷ এই ঘটনা আমাকে মর্মাহত করেছে ৷"
অনুপম খের ভিডিয়ো বার্তায় বলেছেন, "অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন ৷ কলকাতার ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যে অমানবিক ঘটনা ঘটেছে তা ক্ষমার অযোগ্য ৷ এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন ৷"
প্রতিবাদ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননও ৷ তিনি লেখেন, "দেশের 78তম স্বাধীনতা দিবস উদযাপনে কত খুশি আমরা ৷ দেশ গৌরবের পথে এগিয়েছে ৷ পাশাপাশি এই ঘটনাও দুঃখজনক নারীরা এখনও নিজেদের দেশে নিরাপদ নয় ৷ যারা জঘন্য কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা বিন্দুমাত্র ভয় পান না ৷ আর এখনও মেয়েদেরকেই দোষারোপ করা হয় ৷" এরপর কৃতি লেখেন, "দ্রুত ন্যায়বিচার সম্পন্ন হোক এটাই চাই ৷ আর সঠিক শিক্ষায় শিক্ষিত করা হোক সন্তানকে ৷ নাহলে কোনও কিছুর পরিবর্তন হবে না ৷ যেখানে নিরাপত্তাই প্রশ্নের মুখে তাহলে কি সত্যিই আমরা স্বাধীন হতে পেরেছি?"