পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কল্কি ছবিতে প্রভাস পুরো জোকার!' আরশাদের বিতর্কিত মন্তব্যে কড়া জবাব পরিচালক নাগ অশ্বিনের - Nag Ashwin reacts to Arshad Warsi - NAG ASHWIN REACTS TO ARSHAD WARSI

Controversy on Arshad Warsi's comment: গ্লোবাল ও ডোমেস্টিক বক্সঅফিসে 'কল্কি 2898 এডি' ব্লকব্লাস্টার হিট ৷ তবে প্রভাসের অভিনয় নাকি পুরো জোকারের মতো ৷ সম্প্রতি আরশাদ ওয়ারসির এমন মন্তব্যে মুখ খুললেন পরিচালক নাগ অশ্বিন ৷

Controversy on Arshad Warsi's comment
আরশাদের মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 3:50 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: এই বছরের সবচেয়ে বড় হিট ছবির তালিকার শীর্ষে রয়েছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ বক্সঅফিসে একাধিক রেকর্ডও ভেঙেছে এই ছবি ৷ তবে প্রভাসের অভিনয় নিয়ে সমালোচনা বলিউডের সার্কিট অর্থাৎ আরশাদ ওয়ারসির ৷ সম্প্রতি তিনি, এই ছবিতে প্রভাসের অভিনয় দেখে জোকার বলে সম্বোধন করেছেন ৷ সেই নিয়ে বিতর্কের মুখে পড়েন অভিনেতা ৷ এবার মুখ খুলললেন ছবির পরিচালক নাগ অশ্বিন ৷

এক্স (টুইটার) হ্যান্ডেলে পরিচালক স্পষ্ট বার্তা দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, এই বিষয়ে যে বিতর্ক চলছে সেখানে বলিউড ভার্সেস দক্ষিণী সিনেমা চলে এসেছে ৷ যা কখনই উচিত নয় ৷ তিনি বলেন, "দয়া করে আর পিছন দিকে হাঁটবেন না ৷ বন্ধ করুন উত্তর-দক্ষিণ, বলিউড ভার্সেস টলিউড ৷ নজর রাখুন বড় সিনেমার দিকে ৷ পুরোটাই ভারতীয় ফিল্ম ইন্ডাষ্ট্রি ৷ আরশাদ ওয়ারসি কী শব্দ ব্যবহার করছেন ভেবে দেখতে পারতেন ৷ কিন্তু ঠিক আছে ৷ বুজ্জি খেলনা তাঁর সন্তানদের জন্য পাঠাব ৷ এই ছবির জন্য সকলে কঠোর পরিশ্রম করেছে ৷ প্রভাস কে2 (প্রজেক্ট কে) ছবিতে সেরা অভিনয় করেছেন ৷"

এরপর পরিচালক নেটিজেনদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন ৷ তিনি অনুরোধ জানিয়েছেন, নেতিবাচক মন্তব্য না করার জন্য ৷ পাশাপাশি, জানিয়েছেন এই ধরনের মন্তব্যকে ঘিরে জলঘোলা করা উচিত নয় ৷ তিনি বলেন, "এই পৃথিবীতে এমনিতেই চারিদিকে ঘৃণা ছড়িয়ে রয়েছে ভাই ৷ আমরা চেষ্টা করতে পারি, আর যাতে ঘৃণা না ছড়াই ৷ আমি জানি, প্রভাস ভাইও একই অনুভব করেন ৷"

আরশাদ ওয়ারসির বিতর্কিত মন্তব্যের জেরে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (MAA) সভাপতি বিষ্ণু মাঞ্চু খোলা চিঠি পাঠিয়েছেন পুনম ধিলনকে ৷ তিনি সাইন অ্যান্ড টিভি আর্টির্স্ট অ্যাসোসিয়েশনের (CINTAA) সভাপতি ৷ সেই চিঠিতে অভিনেতা আরশাদ প্রভাসকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details