পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রভাসের উপর কি জগন্নাথের কৃপা ? বক্সঅফিসে ঘুরছে 'কল্কি'র চাকা - Kalki 2898 AD Box Office - KALKI 2898 AD BOX OFFICE

Kalki 2898 AD Global BO Report: ন'দিনেই প্রভাসের 'কল্কি 2898 এডি' ছুঁয়ে ফেলল নতুন মাইলস্টোন ৷ ঘরে ঢুকল 800 কোটি টাকা ৷ গ্লোবাল বক্সঅফিসে আরও বড় সাফল্যের কথা ঘোষণা করল নির্মাতা সংস্থা ৷

Kalki 2898 AD Global BO Report
'কল্কি'র বক্সঅফিস রিপোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 4:06 PM IST

হায়দরাবাদ, 6 জুলাই:মহাভারতে কর্ণের চাকা আটকে গেলেও নাগ অশ্বিনের 'কল্কি'র চাকা বক্সঅফিসে দৌড়াচ্ছে ৷ পৌরাণিক কাহিনীর প্রেক্ষাপটে 'কল্কি 2898 এডি' তৈরি করছে নতুন বেঞ্চমার্ক ৷ নাগ অশ্বিনের এই ছবি ন'দিনেই তুলে নিয়েছে 800 কোটি টাকা ৷ উইকএন্ডেই 1000 কোটির ক্লাবে প্রবেশ করতে পারে প্রভাসের সাইন্স-ফিকশন ছবি ৷ চলতি বছর প্রথম কোনও ভারতীয় ছবি হিসাবে এই মাইলস্টোন ছুঁতে চলেছে 'কল্কি 2898 এডি'৷

ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, 'কল্কি' মুক্তির নয় দিনের মাথায় বিশ্বব্যাপী আয় হয়েছে 800 কোটি টাকার বেশি ৷ প্যান-ইন্ডিয়া এই ছবির ঘরে ঢুকেছে 432 কোটি টাকা ৷ প্রযোজনা সংস্থা বৈজন্তি মুভিজ অসাধারণ এই সাফল্য দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায় ৷ নতুন একটি পোস্টার শেয়ার করে ইন্সটাগ্রামে লেখা হয়েছে, "দ্য বক্সঅফিস অন ফায়ার ৷"

প্রেক্ষাগৃহে এত কম সময়ে এই ছবির মারকাটারি সাফল্য দেখে আনন্দিত পুরো টিম ৷ যদিও কিছুটা হলেও ব্যবসা কমেছে ৷ জানা গিয়েছে, এক সপ্তাহের মাথায় ছবির কালেকশন 22.99 শতাংশ কমেছে ৷ ন'দিনের মাথায় ছবি আয় করেছে 17.25 কোটি টাকা ৷ যার মধ্যে, হিন্দি ভার্সনে ছবির আয় হয়েছে 9.35 কোটি টাকা ৷ তেলুগু ভাষায় ছবির আয় হয়েছে 6 কোটি টাকা ৷

অন্যদিকে, ফিল্ম ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা বিশ্বব্যাপী প্রভাসের ছবি 'কল্কি'র আয় সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ৷ বক্সঅফিসে এই ছবির গতি যেভাবে এগোচ্ছে, তা চলতি বছর মুক্তি পাওয়া হৃতিক রোশনের ফাইটারকেও পিছনে ফেলার অপেক্ষায় ৷ আপাতত, সেকেন্ড-হাইয়েস্ট গ্রসিং ছবি হিসাবে 'কল্কি' দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় স্থানে ৷ মনে করা হচ্ছে, গ্লোবালি 1 হাজার 200 কোটি আয় হওয়া 'বাহুবলি দ্য কনক্লুশন' ও 'কেজিএফ 2' ছবির বক্সঅফিসকেও পিছনে ফেলবে ৷ প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত ছবির সিক্যুয়েল যে আসবে, তার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে ৷ 'কল্কি' অর্থাৎ দশম অবতার বিষ্ণুকে সিলভার স্ক্রিনে কীভাবে পরিচালক তুলে ধরেন, তা দেখার অপেক্ষায় আপামর দর্শক৷

ABOUT THE AUTHOR

...view details