লস অ্যাঞ্জেলস, 24 অগস্ট:আন্তর্জাতিক সেনসেশন তথা পপ সুপারস্টার জাস্টিন বিবারের ঘরে আনন্দ উদযাপন ৷ মডেল তথা স্ত্রী প্রথম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ খুশির সেই খবর শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ হেইলি ইন্সটাগ্রামে ছোট্ট সন্তানের ছবি পোস্ট করেন ৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট ৷ কমেন্ট বক্সে উপচে পড়ে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা ৷ প্রায় 5.5 মিলিয়ন লাইক পড়ে সেই পোস্টে ৷
বাবা হলেন 'বেবি' তারকা জাস্টিন, অনুরাগীদের জানালেন সদ্যোজাতর নাম - Justin and Hailey first child - JUSTIN AND HAILEY FIRST CHILD
Justin Bieber and Hailey Bieber Welcome Baby Boy:জাস্টিন ও হেইলির জীবনের নতুন অধ্যায় শুরু ৷ শুক্রবার হেইলির কোলে এল প্রথম সন্তান ৷ বাবা হওয়ার পর কী প্রতিক্রিয়া জাস্টিনের ?
By ETV Bharat Entertainment Team
Published : Aug 24, 2024, 2:09 PM IST
চলতি বছর মে মাসে তারকা দম্পতি জানান, তাঁরা বাবা-মা হতে চলেছেন ৷ হেইলি নিজের বেবি বাম্পের এককি ছবি তখন শেয়ার করেন ৷ টিএমজেড নামে এক বিনোদন সাইট জানায়, শুক্রবার হেইলি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ মাত্র 30 বছর বয়সেই জাস্টিন খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছেন ৷ 2009 সালে টিন পপ সেনসেশন তারকা হিসাবে জাস্টিন গ্লোবাল দুনিয়ায় খ্যাতি কুড়িয়ে নেন ৷ সেই থেকে তাঁর গানের ভক্ত ছড়িয়ে পড়ে বিশ্বের কোণে কোণে ৷ তাঁর গান বেবি আজও সঙ্গীত জগতে সমান জনপ্রিয় ৷
পাশাপাশি, তালিকায় রয়েছে 'সামবডি টু লাভ'-এর মতো গানও ৷ তাঁর অনুরাগীরা মূলত পরিচিতি পেয়েছ 'বেলিবার্স' নামে ৷ তিনি বেস্ট সেলিং আর্টিস্টদের তালিকাতেও শীর্ষস্থানে থাকেন ৷ জাস্টিন-হেইলার খুশির খবর শেয়ার করতেই অনেক অনুরাগীরা তাঁদের অভিনন্দন জানান ৷ কেউ কমেন্ট বক্সে লেখেন, "আরও একবার বেবি গানটা চালিয়ে দিন ৷" অন্যদিকে, হেইলি একজন মডেল ৷ তিনি অভিনেতা স্টিফেন বাল্ডউইনের মেয়ে ৷ মডেল হেইলির নিজস্ব একটি ব্যান্ড প্রোডাক্ট রয়েছে রোড নামে ৷ এই কোম্পানি মূলত স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট বিক্রি করে ৷