ETV Bharat / entertainment

'পিয়া কি গলি' ছেড়ে সাধ্বী মমতা কুলকার্নি, 'রাণা জি' কি মাফ করবে ? - MAMTA KULKARNI FILMOGRAPHY

নয়ের দশকের সুন্দরী অভিনেত্রী মমতা কুলকার্নি এখন একজন সন্ন্যাসিনী ৷ ত্যাগের পথে পা রাখলেন 'সবসে বড়া খিলাড়ি' বা 'করণ অর্জুন' ছবির অভিনেত্রী ৷

Mamta Kulkarni
বলিউডে অন্যতম সুন্দরী আজ সন্ন্যাসিনী (এএনআই/আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 25, 2025, 11:08 AM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: মারাঠি ব্রাহ্মণ পরিবারে 1972 সালের 20 এপ্রিল জন্ম হয় মমতা কুলকার্নির ৷ মাত্র 20 বছর বয়সেই তিনি পা রাখেন গ্ল্যামার দুনিয়ায় ৷ ঝা-চকচকে রঙিন জগতে মমতার সৌন্দর্যের জাদুতে মুগ্ধ হয় মায়ানগরী ৷ 1992 সালে তিরাঙ্গা ছবিতে তাঁর হাতেখড়ি ৷

এরপর তাঁকে দেখা যায় লিড অভিনেত্রী হিসাবে সইফ আলি খানের বিপরীতে ৷ ছবির নাম 'আশিক আওয়ারা' ৷ 1993 সালে মুক্তি পাওয়া এই ছবির গান আজও দর্শকদের মুখে মুখে ফেরে ৷ সেই বছর নতুন মুখ হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান অভিনেত্রী ৷ এরপর মমতার কেরিয়ারগ্রাফ উঠতে থাকে উপরের দিকে ৷

Mamta Kulkarni
সাধ্বী মমতা (আইএএনএস)

সুনীল শেঠ্ঠীর বিপরীতে 'ওয়াক্ত হামারা হ্যায়', অতুল অগ্নিহোত্রীর বিপরীতে 'ক্রান্তিবীর', সলমন খানের বিপরীতে 'করণ অর্জুন', অক্ষয় কুমারের বিপরীতে 'সবসে বড়া খিলাড়ি' ও আমির খানের বিপরীতে 'বাজি'র মতো ছবিতে নজর কাড়েন মমতা ৷

কিন্তু সাফল্যের সিঁড়ি বেশিদিন মসৃণ ছিল না মমতার কাছে ৷ 'ঘাতক' ছবিতে একটি গানে ক্যামিও করেন মমতা ৷ রাজকুমার সন্তোষি পরিচালিত সেই ছবির গান কই জায়ে তো লে আয়ে আজও সুপারহিট ৷ এরপর পরিচালক 1998 সালে 'চায়না গেট' ছবিতে মমতাকে লিড রোলের প্রস্তাব দেন ৷

জানা যায়, কোনও একটা কারণ নিয়ে পরিচালক রাজকুমারের সঙ্গে মতভেদ হয় মমতার ৷ এরপর সেই ছবি থেকে নাকি বাদও পড়েন তিনি ৷ কিন্তু বলিউডের অন্দরে গুঞ্জন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন মমতা কুলকার্নির হয়ে কথা বলেন ৷ এরপর সেই ছবিতে কাজ করেন মমতা ৷ তবে সেই ছবিতে নজর কাড়েন উর্মিলা মাতন্ডকর ৷ সিনেমার বক্সঅফিস মোটামুটি হলেও 'ছম্মা ছম্মা' গানে ছাপিয়ে যান উর্মিলা ৷

Mamta Kulkarni
দীক্ষা গ্রহণের পর মমতা কুলকার্নি (এএনআই)

এরপর নিজের রাগ সামলাতে পারেন না মমতা ৷ কোনও এক অনুষ্ঠানে সকলের সামনে সন্তোষিকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তিনি ৷ মনে করা হয়, সেখান থেকেই মমতার কেরিয়ারে পতন ঘটতে শুরু করে ৷ তাঁর শেষ সফল ছবি 2001 সালে মুক্তি পাওয়া 'ছুপা রুস্তম: আ মিউজিক্যাল থ্রিলার' ৷ 2002 সালে 'কভি তুম কভি হাম' ছবির পর বলিউড ছাড়েন মমতা কুলকার্নি ৷

2016 সালে তাঁর নাম জড়ায় 2 হাজার কোটি টাকার মাদক পাচার চক্রের সঙ্গে ৷ ভিকি গোস্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক থাকার দরুণ বড় বিপদে পড়েন মমতা ৷ এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ক্লিনচিট পান মমতা ৷ 25 বছর পর তিনি ফেরেন ভারতে৷ অনুরাগীরা আশা করেন তিনি আবার হয়তো বলিউডে ফিরবেন ৷

কিন্তু পেজ থ্রি ও চাকচিক্যময় দুনিয়া ছেড়ে সনাতন ধর্মের পথ ধরেন মমতা ৷ এখন তিনি তাঁর নাম থেকে প্রাক্তন হয়েছে অভিনেত্রী শব্দ ৷ মহাকুম্ভের সাগরে ডুব দিয়ে সন্ন্যাসিনী মমতা পরিচিত হবেন শ্রী যমাই মমতা নন্দ গিরি নামে ৷

হায়দরাবাদ, 25 জানুয়ারি: মারাঠি ব্রাহ্মণ পরিবারে 1972 সালের 20 এপ্রিল জন্ম হয় মমতা কুলকার্নির ৷ মাত্র 20 বছর বয়সেই তিনি পা রাখেন গ্ল্যামার দুনিয়ায় ৷ ঝা-চকচকে রঙিন জগতে মমতার সৌন্দর্যের জাদুতে মুগ্ধ হয় মায়ানগরী ৷ 1992 সালে তিরাঙ্গা ছবিতে তাঁর হাতেখড়ি ৷

এরপর তাঁকে দেখা যায় লিড অভিনেত্রী হিসাবে সইফ আলি খানের বিপরীতে ৷ ছবির নাম 'আশিক আওয়ারা' ৷ 1993 সালে মুক্তি পাওয়া এই ছবির গান আজও দর্শকদের মুখে মুখে ফেরে ৷ সেই বছর নতুন মুখ হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান অভিনেত্রী ৷ এরপর মমতার কেরিয়ারগ্রাফ উঠতে থাকে উপরের দিকে ৷

Mamta Kulkarni
সাধ্বী মমতা (আইএএনএস)

সুনীল শেঠ্ঠীর বিপরীতে 'ওয়াক্ত হামারা হ্যায়', অতুল অগ্নিহোত্রীর বিপরীতে 'ক্রান্তিবীর', সলমন খানের বিপরীতে 'করণ অর্জুন', অক্ষয় কুমারের বিপরীতে 'সবসে বড়া খিলাড়ি' ও আমির খানের বিপরীতে 'বাজি'র মতো ছবিতে নজর কাড়েন মমতা ৷

কিন্তু সাফল্যের সিঁড়ি বেশিদিন মসৃণ ছিল না মমতার কাছে ৷ 'ঘাতক' ছবিতে একটি গানে ক্যামিও করেন মমতা ৷ রাজকুমার সন্তোষি পরিচালিত সেই ছবির গান কই জায়ে তো লে আয়ে আজও সুপারহিট ৷ এরপর পরিচালক 1998 সালে 'চায়না গেট' ছবিতে মমতাকে লিড রোলের প্রস্তাব দেন ৷

জানা যায়, কোনও একটা কারণ নিয়ে পরিচালক রাজকুমারের সঙ্গে মতভেদ হয় মমতার ৷ এরপর সেই ছবি থেকে নাকি বাদও পড়েন তিনি ৷ কিন্তু বলিউডের অন্দরে গুঞ্জন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন মমতা কুলকার্নির হয়ে কথা বলেন ৷ এরপর সেই ছবিতে কাজ করেন মমতা ৷ তবে সেই ছবিতে নজর কাড়েন উর্মিলা মাতন্ডকর ৷ সিনেমার বক্সঅফিস মোটামুটি হলেও 'ছম্মা ছম্মা' গানে ছাপিয়ে যান উর্মিলা ৷

Mamta Kulkarni
দীক্ষা গ্রহণের পর মমতা কুলকার্নি (এএনআই)

এরপর নিজের রাগ সামলাতে পারেন না মমতা ৷ কোনও এক অনুষ্ঠানে সকলের সামনে সন্তোষিকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন তিনি ৷ মনে করা হয়, সেখান থেকেই মমতার কেরিয়ারে পতন ঘটতে শুরু করে ৷ তাঁর শেষ সফল ছবি 2001 সালে মুক্তি পাওয়া 'ছুপা রুস্তম: আ মিউজিক্যাল থ্রিলার' ৷ 2002 সালে 'কভি তুম কভি হাম' ছবির পর বলিউড ছাড়েন মমতা কুলকার্নি ৷

2016 সালে তাঁর নাম জড়ায় 2 হাজার কোটি টাকার মাদক পাচার চক্রের সঙ্গে ৷ ভিকি গোস্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক থাকার দরুণ বড় বিপদে পড়েন মমতা ৷ এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ক্লিনচিট পান মমতা ৷ 25 বছর পর তিনি ফেরেন ভারতে৷ অনুরাগীরা আশা করেন তিনি আবার হয়তো বলিউডে ফিরবেন ৷

কিন্তু পেজ থ্রি ও চাকচিক্যময় দুনিয়া ছেড়ে সনাতন ধর্মের পথ ধরেন মমতা ৷ এখন তিনি তাঁর নাম থেকে প্রাক্তন হয়েছে অভিনেত্রী শব্দ ৷ মহাকুম্ভের সাগরে ডুব দিয়ে সন্ন্যাসিনী মমতা পরিচিত হবেন শ্রী যমাই মমতা নন্দ গিরি নামে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.