হায়দরাবাদ, 29 নভেম্বর: চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর গ্রেফতারির পর থেকে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বেশ কিছু জায়গায় ৷ প্রতিবেশী দেশে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন অনেক টলিউডের শিল্পীরা ৷ পাশাপাশি, মহারাজের নিঃশর্ত মুক্তির দাবিও জানান সোশাল মিডিয়ায় ৷ এরমধ্যেই নতুন কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷
যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে ৷ সেই ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে ছবিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা জীতু কমল ৷ তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেন জীতু ৷
ক্যাপশনে লেখেন, "যে দেশের সংস্কৃতি,খাদ্য ,বস্ত্র বিপনীর উপমা একসময় সারা বিশ্বব্যাপী বন্দিত হয়েছে/হচ্ছেও বোধ করি। যার জাতীয় সংগীত হাঁ করে শুনি। ক্রিকেট মাঠে নিজের দেশ কোন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে, পরবর্তীতে মন থেকে তোমাদের সাপোর্ট করে এসেছি। আর আজ কী রূপ তুমি দেখাচ্ছ! বিশ্বাস করো,আজও তোমায় ভালোবাসি। স্নেহ-ভালোবাসা আজও আছে তোমার প্রতি। বহু কু-কথা,অসম্মান চুপ করে সহ্য করি, নিজের ভাতৃত্ববোধের কথা ভেবে।তুমি তো আমাদেরই অঙ্গ। কিন্তু আজ কী করলে তুমি ৷... "