শ্রীনগর, 16 মে: 77 তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিল জম্মু ও কাশ্মীরের একটি সরকারি প্রতিনিধি দল ৷ এমন নজির এই প্রথম ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা ভূস্বর্গের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক ৷
কান ফিল্ম মার্কেটের ভারত প্যাভিলিয়নে রয়েছে জম্মু ও কাশ্মীর বুথ, যার উদ্বোধন করেন ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ভারতীয় ও আন্তর্জাতিক উভয় ফিল্মের উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা ।
জম্মু ও কাশ্মীরের তথ্য সচিব রেহানা বাটুল এবং তথ্য ও জনসংযোগ পরিচালক যতীন কিশোর মর্যাদাপূর্ণ উৎসবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেন । তাঁদের লক্ষ্য, জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধ সিনেমাটিক সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রকৃতিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে তুলে ধরা ৷ যাতে এই অঞ্চলটিকে চলচ্চিত্র নির্মাতারা একটি প্রধান গন্তব্য হিসেবে বিবেচনা করতে পারেন । কান ফিল্ম মার্কেট জম্মু ও কাশ্মীর ফিল্ম পলিসি, 2024 চালু করার জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যা চলচ্চিত্র প্রযোজকদের জন্য আকর্ষণীয় অফার প্রদান করেছে ।