মুম্বই, 12 জুলাই: মায়ানগরী আজকের দিনটা মনে রাখবে ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার যা হচ্ছে তা স্মরণীয় হয়ে থাকার কারণ একটা-আধটা নয়, বহু ৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জমজমাট বিয়ের আসর বসেছে 12 জুলাই। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একের পর এক তারকার উপস্থিতি ইতিমধ্যেই তাঁক লাগিয়েছে সকলকে। অবশ্য, এর বেশ কিছুদিন আগে থেকেই অবশ্য বলিউডে বিয়ের এই উৎসব শুরু হয়ে গিয়েছে ৷
এদিন আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ান ও তাঁর বোন খোলে কার্দাশিয়ানকে মুম্বইয়ের বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ 'কাম ডাউন' খ্যাত নাইজেরিয়ান ব়্যাপার এবং গায়ক-গীতিকার, রেমা অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসবে উপস্থিত হয়েছেন ৷ জানা গিয়েছে তিনি অম্বানিদজের বিয়েতে একটি গান গাওয়ার জন্য 25 কোটি টাকা নেবেন ৷ ইতিমধ্যে হলিউড থেকে মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ৷ এর পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী তথা জনপ্রিয় হলিউড অভিনেতা এবং রেসলার জন সিনাও ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মুম্বইয়ে ৷