পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ওটিটি প্ল্যাটফর্ম 'ফুচকা'য় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সুযোগ, তৈরি হল অ্যাসোসিয়েশন - Independent Film Makers Association - INDEPENDENT FILM MAKERS ASSOCIATION

Independent Film Makers in New OTT Platform: নতুন প্রজন্মের তরুণ-তরুণী, যাঁরা ফিল্ম মেকার বা পরিচালক হওয়ার স্বপ্ন দেখেছেন ৷ ফিল্ম ইন্ডাষ্ট্রিতে কাজ করার ইচ্ছা রয়েছে কিন্তু কাজের সুযোগ পাননি ৷ সেই সকল পরিচালকদের জন্য তৈরি হল 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন' ৷ সংস্থার সাধারণ সম্পাদক হৃষিকেশ মণ্ডল ৷ তৈরি হল আলাদা ওটিটি প্ল্যাটফর্মও ৷

Independent Film Makers in New OTT Platform
ওটিটি প্ল্যাটফর্ম 'ফুচকা'য় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সুযোগ (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 1, 2024, 1:21 PM IST

কলকাতা, 1 অগস্ট: একঝাঁক নতুন প্রজন্মের পরিচালকদের কথা গঠিত হল 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'। পাশাপাশি তাঁদের কাজকে অগ্রাধিকার দেবে ওটিটি প্ল্যাটফর্ম 'ফুচকা'। 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর সাধারণ সম্পাদক পদে রয়েছেন 'কুসুমিতার গপ্পো' ছবির পরিচালক হৃষিকেশ মণ্ডল। বুধবারই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা তাঁদের অভাব-অভিযোগ সামনে আনেন ৷ পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের নিয়ে সোশাল মিডিয়ায় প্রশ্ন তোলেন অভিনেতা ঋদ্ধি সেনও ৷

তৈরি হল 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন' (ইটিভি ভারত)

পরিচালক হৃষিকেশ বলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রির জনাকয়েক রাঘব বোয়াল এবং ফেডারেশনের দাদাগিরিতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তো দূরের কথা, তাঁদের কাজের ইচ্ছা ও পরিবেশটাও মুছে দেওয়ার চেষ্টা চলছে বছরের পর বছর । তাই, বর্তমান সময়ের পরিস্থিতি বিবেচনা করে এবং নতুন প্রজন্মের জন্য আশার আলো দেখাতে তৈরি হয়েছে 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'।

এদিন এক বিবৃতি সামনে আনা হয়েছে 'ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর তরফে ৷ নতুন এই সংস্থা তৈরির উদ্দেশ্য কী, তাই তুলে ধরা হয় সেখানে ৷ বিবৃতিতে বলা হয়, "1) স্ক্রিপ্ট টু স্ক্রিন, নতুন প্রজন্মের পরিচালকদের সমস্ত ভাবে গাইড করা। 2) তাদেরই নিজেদের বানানো ছবি বা শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে, বছরে একটা "চলচ্চিত্র উৎসব" করা।3) নিজেদের বন্ধুদের তৈরি নতুন বাংলা ওটিটি (OTT) 'ফুচকা'তে, সকল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের প্রজেক্টের ক্ষেত্রে অগ্রাধিকার। যাতে তাঁরা নিজেদের ছবি বা প্রজেক্ট দেখানোর সুযোগ পায়।"

উল্লেখ্য, বুধবারের বৃষ্টিভেজা সকালেই নিজেদের অভাব অভিযোগের কথা সকলের কাছে তুলে ধরতে টেকনিশিয়ান স্টুডিয়োর বাইরে হাজির হন এক ঝাঁক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার এবং টেকনিশিয়ানিরা, যাঁদের কাছে গিল্ডের কার্ড নেই।
ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অঙ্কিত বাগচি এদিন বলেন, "বহু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের কাজকর্ম মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে গিল্ডের লোক নেওয়া হয়নি তাই শুটিং বন্ধ করে দেওয়া হল। অথচ গিল্ডের লোকেরাই আমাদের সঙ্গে কাজ করতে ভয় পান। যদি তাঁদের ব্যান করে দেওয়া হয় ফেডারেশন থেকে। আমরা এই সমস্যা থেকে মুক্তি চাই।"

মেক আপ আর্টিস্ট কোয়েল মান্না বলেন, "সাত বছর আগে কার্ডের আবেদন করে বসে আছি। পাঁচ বছর ধরে ফেডারেশন দেখেই চলেছে। ইন্টারভিউ হয়েছে। কিন্তু আমাদের ডাকেনি। অযোগ্যদের ভিতর থেকে কার্ড দেওয়া হচ্ছে। ফ্লোরে দাঁড় করিয়ে কাজ শেখানো হচ্ছে। অথচ আমরা যারা কাজ জানি তাঁদের কার্ড দেওয়া হচ্ছে না। আমাদের হাত থেকে অনেক কাজ বেরিয়ে যায় কেন না আমরা কার্ড হোল্ডার নই। পরিচালকরা আমাদের কাজে নিতে ভয় পান। কেন না আমরা কার্ড হোল্ডার নই।"

উল্লেখ্য, যাঁরা গিল্ডের কার্ড হোল্ডার নন, তাঁরা কোনও মেগা সিরিয়াল বা কমার্শিয়াল সিনেমা করতে পারেন না। যে কারণেই তাঁরা নানা অসুবিধার সম্মুখীন হন ৷ ফলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের পাশাপাশি নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'ফুচকা'তে আসবে নতুন পরিচালকদের কাজ ৷ যেগুলির মধ্যে উল্লেখ্যযোগ্যভাবে রয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তর 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা', প্রসূণ চট্টোপাধ্যায়ের 'দোস্তজি', ঈশান ঘোষের 'ঝিল্লি'র মতো ছবি। তালিকায় রয়েছে পবিত্র জানার 'জলের নকশা', সমীর সূত্রধরের 'ঘোর', বিশ্বজিৎ সরকারের 'কয়েন', অনুরাগ পতির 'প্রাপ্তি', সুব্রত কৌশিক সমাদ্দারের '21 শে', অরোজিত সরকারের 'রেস্ট ইন এ পিস'-সহ অগণিত ছবি।

ABOUT THE AUTHOR

...view details