পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'সরি বলতে চাই যাঁদের আঘাত করেছি'- অভিষেক বচ্চন - ABHISHEK I WANT TO TALK TRAILER

নয়া অবতারে অভিষেক বচ্চন ৷ মুক্তি পেয়েছে 'আই ওয়ান্ট টু টক' ট্রেলার ৷ জীবনে বেঁচে থাকার নতুন সংজ্ঞা শেখাবেন জুনিয়র বচ্চন ৷

Abhishek Bachchan
অভিষেক বচ্চন (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 5, 2024, 12:10 PM IST

মুম্বই, 5 নভেম্বর: জীবনের মধ্যগগনে এসে মৃত্যুর ভয় যখন দোরগোড়ায় কড়া নাড়ে তখন ঠিক-ভুলের অনেক হিসাব মেলাতে গিয়ে গুলিয়ে যায় ৷ ঠিক যেমনটা গুলিয়ে যাচ্ছে অর্জুন অর্থাৎ পর্দায় অভিষেক বচ্চনের ৷ অনেকদিন পর জুনিয়র বচ্চনকে বড়পর্দায় মনে হল ভীষণ পরিণত ৷

মুক্তি পেয়েছে সুজিত সিরকার পরিচালিত 'আই ওয়ান্ট টু টক' ছবির ট্রেলার ৷ এক ব্যক্তির ফেলে আসা দিনে ন্যায়-অন্যায়ের হিসাব করা, সম্পর্কের সুতোয় যে গাঁট পড়েছে তা ছাড়ানোর চেষ্টা ধরা পড়েছে ট্রেলারে ৷ ট্রেলার শেয়ার করে অভিষেক লিখেছেন, "আপনাদের সঙ্গে অর্জুন ৷ এমন এক মানুষ যে সাধারণ জীবনে এক্সট্রাঅর্ডিনারি নানা চ্যালেঞ্জের সম্মুখীন ৷"

আই ওয়ান্ট টু টক ট্রেলার

'আই ওয়ান্ট টু টক'-এর ট্রেলারে অর্জুন (অভিষেক বচ্চন) একজন অসুস্থ বাবা ৷ তাঁর সঙ্গে রয়েছে একমাত্র মেয়ে ৷ অভিষেক মেরুদণ্ডের রোগে ভুগছেন ৷ চিকিৎসক জানিয়ে দিয়েছেন তাঁর হাতে সময় খুব কম। একই সঙ্গে, তিনি অসুস্থতার মধ্যেও মেয়ের যত্ন করে চলেন ৷ একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে। বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ও আবেগ মন ছুঁয়ে যায় ৷

অভিষেক বচ্চনের প্রথম ঝলক

'আই ওয়ান্ট টু টক'-এর ফার্স্ট লুকে, হলুদ প্রিন্টের শর্ট এবং গাউনে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে। অভিষেকের ফার্স্ট লুকে, গাউনের মাঝখানে বড় পেট দেখা গিয়েছে ৷ সেখানে সেলাইয়ের মতো একটি রেখাও আঁকা ছিল। অভিষেকের বাঁ হাতে একটি হট ব্যান্ড ছিল। চোখে কালো চশমা পরেছিলেন অভিষেক। এই লুক সত্যিই দর্শকদের চমকে দেওয়ার মতো ৷

কবে মুক্তি পাবে এই ছবি?

'আই ওয়ান্ট টু টক' ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রিতেশ শাহ। ছবির প্রযোজক রনি লাহিড়ী ও শীল কুমার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্লে দে, অহিলিয়া বাম্বারু, অভিষেক বচ্চন, জয়ন্ত কৃপালানি, ক্রিস্টিন গডার্ড এবং জনি লিভার। 22 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'আই ওয়ান্ট টু টক'।

ABOUT THE AUTHOR

...view details