হায়দরাবাদ, 20 জানুয়ারি: ভারতের সীমান্ত রক্ষার্থে বা আকাশ পথে ঢুকে পড়া শত্রুপক্ষকে পরাজিত করতে বায়ু সেনাদের কৃতিত্ব বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ প্রজাতন্ত্র দিবসের আগে অর্থাৎ 25 জানুয়ারি সিনেপর্দায় মুক্তি পাচ্ছে 'ফাইটার' ৷ শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স টিকিট বুকিং ৷ আর প্রথম দিনেই কয়েক ঘণ্টার মধ্যে এই ছবির ঝুলিতে এসে গিয়েছে 1 কোটি টাকা ৷
প্রথমবার পর্দায় একসঙ্গে জুটি হিসাবে দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে ৷ টিজার থেকে ট্রেলার মুগ্ধ করেছে দর্শকদের ৷ সঙ্গে উপরি পাওনা শ্রুতিমধুর গান ৷ এদিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ছবির ওপেনিং ডে-তে অ্যাডভান্স কালেকশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে 1.09 কোটি টাকা ৷ দেশজুড়ে 3 হাজার 763টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি ৷ ইতিমধ্যেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে 30 হাজার 226টি ৷ সময়ের সঙ্গে তা আরও বাড়ছে ৷
রিপোর্ট অনুযায়ী হিন্দি 2ডিতে এই ছবির টিকিট বিক্রি হয়েছে 32 লাখ 68 হাজার 294 টাকার ৷ 3ডিতে এই ছবির টিকিট বিক্রি হয়েছে 60 লাখ 88 হাজার 399.98 টাকার ৷ আইম্যাক্স 3ডিতে টিকিট বিক্রি হয়েছে 12 লাখ 33 হাজার 225.45 টাকার ৷ পাশাপাশি 4ডিএক্স 3ডিতে টিকিট বিক্রি হয়েছে 3 লাখ 47 হাজার 730 টাকার ৷
প্রযোজনা সংস্থা মারফ্লিক্স পিকচার্সের তরফে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অ্যাডভান্স টিকিট বুকিং নিয়ে পোস্ট শেয়ার করা হয়েছে৷ ছবিতে হৃতিককে দেখা যাবে স্কোয়াড্রন লিডার সামশের পাঠানিয়া (প্যাটি)-র চরিত্রে ৷ দীপিকাকে দেখা যাবে স্কোয়াড্রন লিডার মিনাল (মিন্নি) রাথোরের ভূমিকায় ৷ অন্যদিকে অনিল কাপুরকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং (রকি)-এর ভূমিকায় ৷