হায়দরাবাদ, 30 জুলাই: সিনেপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বিনোদনের অন্যতম মাধ্যম ৷ চলতি সপ্তাহে এসএস রাজামৌলিকে নিয়ে ডকুমেন্টারি থেকে ব্যাটম্যানের ছবি মুক্তি পাবে ওটিটিতে ৷ দেখে নিন কোন প্ল্যাটফর্মে কবে মুক্তি পাচ্ছে প্রিয় সিনেমা-সিরিজ ৷
কিংডম অফ দ্য প্লানেট অফ দ্য এপস- 'প্ল্যানেট অফ দ্য এপস' রিবুট সিরিজের চতুর্থ পর্বের পরতে পরতে থাকছে টুইস্ট ৷ গল্পটি নোয়াকে ঘিরে এগিয়েছে ৷ ওয়েন টিগ অভিনীত এক তরুণ শিম্পাঞ্জি এবং তার বন্ধু সুনা (লিডিয়া পেকহ্যাম) এবং আনায়া (ট্র্যাভিস জেফরি) অদ্ভুত এক পরীক্ষার মধ্য দিয়ে যান ৷ যেখানে জড়িয়ে থাকে একটি ঈগলের ডিমও ৷ সেখান থেকেই নানা ঘটনা ঘটতে থাকে ৷সিরিজটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে 2 অগস্ট ৷
মর্ডান মাস্টার্স: এসএস রাজামৌলি- পরিচালককে নিয়ে পরিচালক হয়ে ওঠার গল্প শোনাবে এই সিরিজ ৷ প্রথম পর্বেই দেখানো হবে অস্কারজয়ী পরিচালক এসএস রাজামৌলির পরিচালক হয়ে ওঠার গল্প ৷ নেপথ্যের কাহিনী শোনাবেন করণ জোহর, জুনিয়র এনটিআর, রামচরণ-সহ আরও অনেকে ৷ এই সিরিজের ট্রেলার দেখে মূল শো দেখার অপেক্ষায় দর্শকরা ৷ সিরিজটি স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে 2 অগস্ট থেকে৷