পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বিকিনি পরে বিশ্বজয়-বিতর্ক, প্রয়াত প্রথম 'মিস ওয়ার্ল্ড' - FIRST MISS WORLD KIKI HAKANSSON

প্রয়াত হয়েছেন কিকি হাকানসন ৷ প্রথম মিস ওয়ার্ল্ড, যাঁর মাথায় সজ্জিত হয়েছিল হিরেখচিত মুকুট ৷ 1951 সালে বিকিনি পড়ে বিশ্বমঞ্চে ঝড় তুলেছিলেন তিনি ৷

Miss World Kiki Hakansson Passes Away
প্রয়াত প্রথম 'মিস ওয়ার্ল্ড' (গেটি ইমেজ)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 6, 2024, 5:31 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: 1951 সালে প্রথম মিস ওয়ার্ল্ড হওয়া অসামান্য সুন্দরী কিকি হাকানসন 95 বছর বয়সে প্রয়াত হয়েছেন ৷ 4 নভেম্বর, ক্যালিফোর্নিয়ার বাড়িতে ঘুমের মধ্যে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি ৷ তাঁর পরিবার প্রথম মিস ওয়ার্ল্ড-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷

প্রিয়জনের তরফে জানানো হয়েছে, "শান্তিপূর্ণভাবে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন।" খবরটি মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করা হয়েছে ৷ সুন্দরী প্রতিযোগিতার জগতে নক্ষত্র পতন ৷ ক্রেস্টিন কিকি হাকানসন-এর জন্ম সুইডেনে ৷ তিনি 1951 সালে প্রথম মহিলা হিসাবে বিশ্বসুন্দরীর মঞ্চে মিস ওয়ার্ল্ড-এর খেতাব জেনেন ৷

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা (গেটি ইমেজ)

29 জুলাই উদ্বোধনী প্রতিযোগিতা ছিল লন্ডনের লিসিয়াম বলরুমে ৷ প্রাথমিকভাবে ব্রিটেনের ফেস্টিভ্যালের সঙ্গে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছিল। তবে যে এই ধরনের প্রতিযোগিতা বিশ্বব্যাপী খ্যাতি প্রতিষ্ঠানে পরিণত হবে, তা কেউ আন্দাজ করতে পারেননি। এমনকী, সৌন্দর্য প্রতিযোগিতায় কিকির বিশ্বজয় আইকনিক যাত্রা শুরু করে ইতিহাসের পাতায় ৷

প্রয়াত হয়েছেন কিকি হাকানসন (গেটি ইমেজ)

এই প্রতিযোগিতায় কিকি সৃষ্টি করেছিলেন বিতর্ক ৷ যা পাঁচের দশকে সাড়া ফেলে দিয়েছিল ৷ তিনি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে ক্রাউন পড়েন বিকিনি পরে ৷ পোশাক বিতর্কে তাঁকে পড়তে হয় পোপের তোপের মুখে ৷ শুধু তাই নয়, এই কারণে প্রতিযোগিতা থেকে অনেক দেশ সড়ে আসারও হুমকি দিয়েছিল ৷ ফলস্বরূপ, বিকিনি 1952 সালে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল ৷ সাঁতার প্রতিযোগিতায় আনা হয় শালীন পোশাক ৷ কিন্তু এত বিতর্কের পরেও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফিরে এসেছে বিকিনি পরা বিশেষ সেগমেন্ট ৷ তবে হ্যাঁ, প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিকিনি পড়ে ঝড় তুলেছেন একমাত্র কিকি ৷

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তরফে কিকির মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, "কিকির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই ৷ তাঁদের পাশে আছি ৷ কিকির আত্মার শান্তি কামনা করি ৷" কিকির ছেলে ক্রিস অ্যান্ডারসন লেখেন, "মায়ের অসাধারণ সেন্স অফ হিউমার ছিল ৷ তিনি জ্ঞানী ছিলেন ৷ তাঁর মন ছিল ভীষণ বড় ৷ পরিবারের সকলে তাঁকে মিস করবে ৷"

কিকি হাকানসন সৌন্দর্য প্রতিযোগিতায় ল্যান্ডমার্ক তৈরি করেছেন ৷ সেই পথ ধরেই আজ হেঁটে চলেছেন বিশ্বের তাবড় তাবড় সুন্দরীরা ৷ প্রথম মিস ওয়ার্ল্ড হয়ে এক নতুন যুগের সূচনা করেছেন তিনি ৷ বিশ্বসুন্দরীদের কথা বললে কিকি হাকানসনের নাম প্রথমেই উজ্জ্বল করবে নক্ষত্রের মতো ৷

ABOUT THE AUTHOR

...view details