মুম্বই, 24 ডিসেম্বর:বিদায় শ্যাম বেনেগাল ! সোমবার সন্ধ্যা 6.38 মিনিটে তারাদের দেশে পা-রাখেন প্রবাদপ্রতিম পরিচালক ৷ মঙ্গলবার দুপুরে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরতরে বিদায় জানানো হল ৷ মুম্বইয়ের শিবাজি পার্ক ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামে চলচ্চিত্র নির্মাতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, 90 বছর বয়সি গুলজার-সহ বোমান ইরানিরা ৷
ছিলেন শ্যাম বেনেগালের স্ত্রী নীরা এবং কন্যা পিয়া বেনেগাল ৷ শিল্পীকে শেষবারের মতো বিদায় জানাতে শ্মশানে জড়ো হন তাঁর অনুরাগীরাও। আসেন বলিউড ইন্ডাস্ট্রির কাছের মানুষরাও। পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শ্যাম বেনেগালের বিদায়পর্ব হল এদিন ৷ দুপুরে চলচ্চিত্র নির্মাতার মৃতদেহ শিবাজি পার্কে নিয়ে আসেন পরিবারের সদস্যরা ৷ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে আবেগঘন হতে দেখা যায় ৷ পদ্মশ্রী, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগালের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের একটা যুগের অবসান হল। পরিচালক বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৷ এছাড়াও ছিল কিডনি সংক্রান্ত সমস্যা।