হায়দরাবাদ, 31 জানুয়ারি: উইকেন্ডে বক্স অফিসে দুরন্ত পারফরম্যান্সের পর সপ্তাহের প্রথম দিন আয়ের গ্রাফটা অনেকটাই নিম্নমুখী ছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফিল্ম ফাইটারের ৷ তবে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত এই এরিয়াল অ্যাকশন মুভির প্রথম মঙ্গলবারের সংগ্রহ আগের দিনের তুলনায় অনেকটাই বেশি ৷ ফলে গ্রাফের নিম্নগামিতার ধাক্কা কাটিয়ে এই ছবি বক্স অফিসে এখনও চালিয়ে ব্যাট করবে, এই আশাই করছেন নির্মাতারা ৷
হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি প্রথম সোমবারে যা পারফর্ম করেছে, তা একেবারেই অপ্রত্যাশিত ছিল ৷ ফলে এই নিয়ে তোলপাড় পড়ে যায় চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরীণ এবং বাণিজ্য বিশেষজ্ঞদের মধ্যে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ছবিটি মঙ্গলবার ভারতে প্রায় 7.75 কোটি টাকা আয় করেছে । এই পরিসংখ্যান আগের দিনের নিরিখে কিছুটা হলেও মুখরক্ষা করেছে ৷
পোর্টালের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ফাইটারের মোট ব্যবসা হয়েছে 134.25 কোটি টাকা ৷ ষষ্ঠ দিনে ফিল্মটির দখলের হার ছিল প্রায় 12.77 শতাংশ । আগামী সপ্তাহান্তে এই হার আরও উপরের দিকে উঠবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে । সোমবারের খারাপ পারফরম্যান্সের পর 200 কোটির ক্লাবে ঢুকে পড়ার আশা আপাতত ছাড়তে হয়েছে ৷ তবে এই মুহূর্তে অন্য কোনও প্রতিযোগিতা না থাকায় পরিসংখ্যানটা 200 কোটি টাকার কাছাকাছি নিয়ে যাওয়াই লক্ষ্য নির্মাতাদের ৷