হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: এই জন্যই বলে একটু পেটে বিদ্যা থাকা দরকার ৷ নাহলে শুধু মাত্র মাথার টাক দেখে কাউকে চিনতে গেলে এতবড় বিপত্তি তো হবেই ৷ আসলে টাকা জাল বা নকল করতে গিয়ে পাওয়া গেল নির্বুদ্ধিতার পরিচয় ৷ মহাত্মা গান্ধির জায়গায় জাল নোটে ধরা পড়ল বলিউড অভিনেতা অনুপম খেরের ছবি ৷ যা ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডায়ায় ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতে ৷
জানা গিয়েছে, প্রায় 1.60 কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ ৷ যেখানে নোটে বাপুর বদলে ছবি রয়েছে 'কাশ্মিরি ফাইলস' খ্যাত অভিনেতা অনুপম খেরের ৷ পুলিশি অভিযানে এই জাল নোট উদ্ধার হয়েছে ৷ এর আগে 22 সেপ্টেম্বর সুরাত থেকে জাল নোট তৈরি করার অপরাধে চার অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ এবার সেই জাল ছড়িয়েছে নোটের ছবির ক্ষেত্রেও ৷