পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বদলা নিতে প্রস্তুত ভানওয়ার সিং শেখাওয়াত, প্রকাশ্যে 'পুষ্পা 2'তে ফাওয়াদের প্রথম ঝলক - Fahadh Faasil Pushpa 2 Look - FAHADH FAASIL PUSHPA 2 LOOK

Fahadh Faasil's birthday: তাঁর ভয়ানক-ইনটেন্স লুক দেখে আগেই মুগ্ধ হয়েছেন সিনেপ্রেমীরা ৷ এবার তিনি হতে চলেছেন আরও ভয়ঙ্কর ৷ মুক্তির অপেক্ষায় 'পুষ্পা 2' ৷ তার আগে সামনে এল আইপিএস অফিসার ভানওয়ার সিং শেখাওয়াত তথা ফাওয়াদ ফাসিলের প্রথম ঝলক ৷ অভিনেতার জন্মদিনে এই পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নির্মাতারা৷

FAHADH FAASIL PUSHPA 2 LOOK
প্রকাশ্যে 'পুষ্পা 2'তে ফাওয়াদের প্রথম ঝলক (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 8, 2024, 5:22 PM IST

হায়দরাবাদ, 8 অগস্ট:আল্লু অর্জুনের পাশাপাশি 'পুষ্পা' ছবিতে অসাধারণ পারফর্ম্যান্স দেখান পুলিশ অফিসারের চরিত্রে ফাওয়াদ ফাসিল ৷ তাঁর চাহনি ও ক্রুর হাসি ভয় ধরাতে বাধ্য ৷ 'পুষ্পা: 2 দ্য রুল' ছবিতে কেমন হতে চলেছে সেই ভানওয়ার সিং শেখাওয়াতের লুক, প্রকাশ্যে এল পোস্টার ৷ বৃহস্পতিবার ছবি নির্মাতারা অভিনেতা ফাওয়াদের জন্মদিনে সামনে আনেন ভানওয়ারের প্রথম ঝলক ৷ পোস্টার দেখে স্পষ্ট, আরও হিংস্র হতে চলেছে শেখাওয়াতের চরিত্র ৷

ছবির প্রথম পার্টে পরিচালক দেখিয়েছেন আইপিএস অফিসার কীভাবে পুষ্পা রাজের পিছনে পড়ে থাকেন ৷ তাঁকে ধরার জন্য, তাঁকে শায়েস্তা করার জন্য নানা ফন্দি আটতে থাকেন ৷ 'পুষ্পা' তথা আল্লু অর্জুনের চরিত্র ছবির শেষে চ্যালেঞ্জ জানায় পুলিশ অফিসার শেখাওয়াতকে ৷ মুখোমুখি আল্লু অর্জুন ও ফাওয়াদের সেই দৃশ্য আইকনিক ৷ সংলাপও চোখা চোখা ৷ এবার ছবির দ্বিতীয় পার্টে নতুন করে বদলা নিতে প্রস্তুত পুলিশ অফিসার শেখাওয়াত ৷ কীভাবে, তা জানার জন্যই অধীর আগ্রহে রয়েছেন সিনেপ্রেমীরা ৷

মাইথিরি মুভি মেকার্স 'পুষ্পা 2' প্রযোজনার দায়িত্বে রয়েছে ৷ এদিন অভিনেতা ফাসিলের জন্মদিনে বিশেষ উপহার দেওয়া হল নির্মাতাদের তরফে ৷ সোশাল মিডিয়ায় প্রকাশ করা হল ছবিতে ফাওয়াদের প্রথম ঝলক ৷ ক্যাপশনে লেখা হয়, "টিম পুষ্পা 2 দ্য রুল শুভেচ্ছা জানায় অসাধারণ অভিনেতা ফাওয়াদ ফাসিলকে ৷ ভানওয়ার সিং শেখাওয়াত বড় পর্দায় ফিরছে সকলকে চমকে দিতে ৷ পুষ্পা 2এ-র গ্রান্ড রিলিজ চলতি বছর 6 ডিসেম্বর ৷"

পোস্টারে দেখা গিয়েছে ফাওয়াদকে ইনটেন্স অবচারে দেখা গিয়েছে ৷ হাতে কালো রঙের বন্দুক নিতে নিষ্ঠুরতায় ভরা তাঁর চাহনি ভয় ধরায় ৷ ইঁদুর-বিড়াল দৌঁড়ে ভানওয়ার কী পারবেন পুষ্পাকে হারাতে নাকি নিজে হেরে যাবেন? তা জানা যাবে ছবি মুক্তির পরেই ৷

ABOUT THE AUTHOR

...view details