হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: রাজস্থানের একটা ছোট্ট গ্রাম ৷ চারিদিকে ফাঁকা মাঠ ৷ দূর দুরান্তে জনমানসের দেখা নেই ৷ দিনের আলোয় এবড়ো খেবড়ো মেঠো পথ ধরে হাঁটার সময় দূরে নজরে আসে এক মহিলা ৷ পেট পর্যন্ত ঘোমটা টানা এক মহিলা হেঁটে চলেছেন ৷ চারিদিকে কেউ নেই অথচ সেই মহিলা মাথার ঘোমটা তোলেননি ৷
উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় এমন অনেক অজানা গ্রাম আছে যেখানে ফুল আর পুষ্পার মতো মেয়েদের সঙ্গে কোনও একসময়ে দেখা হয়েছিল লেখক, চিত্রনাট্যকার, পরিচালক বিপ্লব গোস্বামীর সঙ্গে ৷ যিনি সাধারণ দুই মেয়ের অসাধারণ গল্প তুলে ধরেন লাপাতা লেডিজ ছবির হাত ধরে ৷ কেমন ছিল সেই জার্নি, শুরুইবা হল কীভাবে, জনপ্রিয় চিত্রনাট্যকার, পরিচালক বিপ্লবের 'রূপকথা' মাখা গল্প শুনল ইটিভি ভারত ৷
ইটিভি ভারত-দেশের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করছে 'লাপাতা লেডিজ' ৷ প্রথম শোনার পর অনুভূতি কেমন ছিল?
বিপ্লব- সেটা একটা দারুণ অনুভূতি ৷ খবরটা শোনার পর অসাধারণ একটা ভালোলাগা কাজ করেছে ৷ তবে এখটা জিনিস সঙ্গে আছে, আমি যখন থেকে সিনেমা লেখা শুরু করেছিলাম ৷ অনেকগুলো দৃশ্য, সংলাপ লেখার পর মনে হয়েছিল, এটা যখন সিনেমা হয়ে আসবে তখন ভারতীয় দর্শকদের কাছে যেমন গ্রাহ্যতা পাবে, ভালোবাসা পাবে তেমনই দেশের বাইরেও এটা সমাদৃত হবে ৷ মনে হয়েছিল ছবির বিষয়বস্তু এতটাই ইন্টারেস্টিং এবং গভীর যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি যাবে ৷ একটা ধারনা আমার মনের মধ্যে তৈরি হচ্ছিল ৷
ইটিভি ভারত- ছবির জন্য এই লেখা কবে থেকে শুরু হয়েছিল?
বিপ্লব- আসলে আজ থেকে প্রায় 10 বছর আগে এই ছবির আইডিয়ার একটা সারাংশ লিখে ফেলেছিলাম ৷ বেশ কিছুটা সময় চিত্রনাট্য লেখার পর আমি সময় নিই ৷ বিভিন্ন রুরাল জায়গা ঘুরে দেখেছি মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত ৷ কী রকম তাঁদের পোশাক-আশাক বা ভাবের আদান প্রদান ৷ এই সিনেমার প্রয়োজনে আরও ঘুরে বেড়াই, রিসার্চ করি ৷ আর একটু গভীর ভাবে ভাবতে শুরু করি ৷
ইটিভি ভারত- 'লাপাতা লেডিজ'-এর গল্প কীভাবে পৌঁছল কিরণ রাও ও আমির খানের হাতে?
বিপ্লব- প্রায় 5-6 বছর আগে একটা স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা হয়েছিল দেশে ৷ গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটারস-নামে প্রতিযোগিতায় হিন্দি সিনেমার জন্য স্ক্রিপ্ট রাইটারদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ ঘটনাটা ঘটে 2018 সালের শেষের দিকে ৷আমি এই গল্পের আগের যে সারংশ ও কুড়ি-পঁচিশটা দৃশ্য তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে পাকাপাকি ভাবে বসি ৷ পুরো স্ক্রিপ্ট তৈরি করে জমা দিই ৷ সৌভাগ্যক্রমে প্রায় 4 হাজার স্ক্রিপ্টের মধ্যে এটা দ্বিতীয় হয় ৷ এই প্রতিযোগিতায় জুরি মেম্বার হিসাবে ছিলেন আমির খান, জুহি চতুর্বেদী, অঞ্জুম রাজাবলি ও রাজকুমার হিরানী ৷ প্রত্যেকের এই ছবির চিত্রনাট্য ভীষণ ভালোলাগে ৷
অস্কারের মঞ্চে ভারতের 'তুরুপের তাস' লাপাতা লেডিজ, উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা
ইটিভি ভারত- তারপর?
বিপ্লব- জুরি মেম্বারদের মধ্যে আমির খানজি ওনার বাড়িতে একদিন ডাকেন আমায় ৷ স্ক্রিপ্ট আরও একবার শুনলেন তিনি এবং কিরণ রাওজি ৷ পরবর্তী সময়ে উনি জানান এই ছবি প্রযোজনা করতে চান তিনি ৷ আর জানান এই ছবি পরিচালনা করতে চান কিরণ রাও ৷ তারপর আস্তে আস্তে আজকের পরিস্থিতিতে এসে দাঁড়ায় ৷তাছাড়া আমির খানের ছবি আমার ভীষণ ভালো লাগে ৷ ওঁনার বিভিন্ন ছবি আমাকে মুগ্ধ করেছে ৷ আর কিরণ রাওজি ভীষণ ভালো চলচ্চিত্র পরিচালক৷