পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অস্কারের মঞ্চে 'লাপাতা লেডিজ', নেপথ্যে বাঙালি ছেলে বিপ্লবের রূপকথাময় জার্নি - Writer of Laapataa Ladies Biplab - WRITER OF LAAPATAA LADIES BIPLAB

Laapataa Ladies Writer Biplab Goswami: অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' ৷ ইমোশন, ড্রামা ও কমেডিতে ভরপুর এই ছবি হাসাতে হাসাতে চোখ খুলেছে দর্শকদের ৷ ছবির গল্প যাঁর মস্তিষ্ক প্রসূত তিনি এক বাঙালি, বিপ্লব গোস্বামী ৷ কীভাবে শুরু হল 'লাপাতা লেডিজ'-এর জার্নি শুনল ইটিভি ভারত ৷

Laapataa Ladies Writer Biplab Goswami
বিপ্লবের 'লাপাতা লেডিজ'-এর জার্নি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 26, 2024, 7:44 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: রাজস্থানের একটা ছোট্ট গ্রাম ৷ চারিদিকে ফাঁকা মাঠ ৷ দূর দুরান্তে জনমানসের দেখা নেই ৷ দিনের আলোয় এবড়ো খেবড়ো মেঠো পথ ধরে হাঁটার সময় দূরে নজরে আসে এক মহিলা ৷ পেট পর্যন্ত ঘোমটা টানা এক মহিলা হেঁটে চলেছেন ৷ চারিদিকে কেউ নেই অথচ সেই মহিলা মাথার ঘোমটা তোলেননি ৷

উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ বিভিন্ন জায়গায় এমন অনেক অজানা গ্রাম আছে যেখানে ফুল আর পুষ্পার মতো মেয়েদের সঙ্গে কোনও একসময়ে দেখা হয়েছিল লেখক, চিত্রনাট্যকার, পরিচালক বিপ্লব গোস্বামীর সঙ্গে ৷ যিনি সাধারণ দুই মেয়ের অসাধারণ গল্প তুলে ধরেন লাপাতা লেডিজ ছবির হাত ধরে ৷ কেমন ছিল সেই জার্নি, শুরুইবা হল কীভাবে, জনপ্রিয় চিত্রনাট্যকার, পরিচালক বিপ্লবের 'রূপকথা' মাখা গল্প শুনল ইটিভি ভারত ৷

ইটিভি ভারত-দেশের হয়ে অস্কারের মঞ্চে প্রতিনিধিত্ব করছে 'লাপাতা লেডিজ' ৷ প্রথম শোনার পর অনুভূতি কেমন ছিল?

বিপ্লব- সেটা একটা দারুণ অনুভূতি ৷ খবরটা শোনার পর অসাধারণ একটা ভালোলাগা কাজ করেছে ৷ তবে এখটা জিনিস সঙ্গে আছে, আমি যখন থেকে সিনেমা লেখা শুরু করেছিলাম ৷ অনেকগুলো দৃশ্য, সংলাপ লেখার পর মনে হয়েছিল, এটা যখন সিনেমা হয়ে আসবে তখন ভারতীয় দর্শকদের কাছে যেমন গ্রাহ্যতা পাবে, ভালোবাসা পাবে তেমনই দেশের বাইরেও এটা সমাদৃত হবে ৷ মনে হয়েছিল ছবির বিষয়বস্তু এতটাই ইন্টারেস্টিং এবং গভীর যে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি যাবে ৷ একটা ধারনা আমার মনের মধ্যে তৈরি হচ্ছিল ৷

ইটিভি ভারত- ছবির জন্য এই লেখা কবে থেকে শুরু হয়েছিল?

বিপ্লব- আসলে আজ থেকে প্রায় 10 বছর আগে এই ছবির আইডিয়ার একটা সারাংশ লিখে ফেলেছিলাম ৷ বেশ কিছুটা সময় চিত্রনাট্য লেখার পর আমি সময় নিই ৷ বিভিন্ন রুরাল জায়গা ঘুরে দেখেছি মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত ৷ কী রকম তাঁদের পোশাক-আশাক বা ভাবের আদান প্রদান ৷ এই সিনেমার প্রয়োজনে আরও ঘুরে বেড়াই, রিসার্চ করি ৷ আর একটু গভীর ভাবে ভাবতে শুরু করি ৷

ইটিভি ভারত- 'লাপাতা লেডিজ'-এর গল্প কীভাবে পৌঁছল কিরণ রাও ও আমির খানের হাতে?

বিপ্লব- প্রায় 5-6 বছর আগে একটা স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতা হয়েছিল দেশে ৷ গ্লোবাল সার্চ ফর ইন্ডিয়ান স্ক্রিপ্ট রাইটারস-নামে প্রতিযোগিতায় হিন্দি সিনেমার জন্য স্ক্রিপ্ট রাইটারদের আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ ঘটনাটা ঘটে 2018 সালের শেষের দিকে ৷আমি এই গল্পের আগের যে সারংশ ও কুড়ি-পঁচিশটা দৃশ্য তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে পাকাপাকি ভাবে বসি ৷ পুরো স্ক্রিপ্ট তৈরি করে জমা দিই ৷ সৌভাগ্যক্রমে প্রায় 4 হাজার স্ক্রিপ্টের মধ্যে এটা দ্বিতীয় হয় ৷ এই প্রতিযোগিতায় জুরি মেম্বার হিসাবে ছিলেন আমির খান, জুহি চতুর্বেদী, অঞ্জুম রাজাবলি ও রাজকুমার হিরানী ৷ প্রত্যেকের এই ছবির চিত্রনাট্য ভীষণ ভালোলাগে ৷

অস্কারের মঞ্চে ভারতের 'তুরুপের তাস' লাপাতা লেডিজ, উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা

ইটিভি ভারত- তারপর?

বিপ্লব- জুরি মেম্বারদের মধ্যে আমির খানজি ওনার বাড়িতে একদিন ডাকেন আমায় ৷ স্ক্রিপ্ট আরও একবার শুনলেন তিনি এবং কিরণ রাওজি ৷ পরবর্তী সময়ে উনি জানান এই ছবি প্রযোজনা করতে চান তিনি ৷ আর জানান এই ছবি পরিচালনা করতে চান কিরণ রাও ৷ তারপর আস্তে আস্তে আজকের পরিস্থিতিতে এসে দাঁড়ায় ৷তাছাড়া আমির খানের ছবি আমার ভীষণ ভালো লাগে ৷ ওঁনার বিভিন্ন ছবি আমাকে মুগ্ধ করেছে ৷ আর কিরণ রাওজি ভীষণ ভালো চলচ্চিত্র পরিচালক৷

ইটিভি ভারত- দুজন মহিলার মাধ্যমে দেশের মেয়েদের কথা তুলে ধরার ভাবনা কী প্রথম থেকেই ছিল?

বিপ্লব- একদম, আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে পড়াশোনা করার আগে থেকেই এই ধরনের বিষয় নিয়ে একটা ভাবনাচিন্তা ছিল ৷আমাদের চারপাশে ঘটে যাওয়া নারী-পুরুষের বৈষম্য, বিশেষ করে বিভিন্ন জায়গায় নারীর এগিয়ে যাওয়ার পথে বাধা বা অন্তরায় অনেক বেশি ৷ নিরপেক্ষ ভাবে একজন ছেলে বা পুরুষ হয়েও আমার মনে হত এই বিষয় নিয়ে কিছু কথা বলা বা কাজ করা দরকার ৷ আমরা রাইটার-ফিল্মমেকার ৷ এই নিয়ে কথা বলতে গেলে সিনেম্যাটিক ফর্ম আনতে পারি ৷ ফলে আমি যা যা দেখেছি, উগ্র পুরুষতান্ত্রিকতা, একটা লিঙ্গ বৈষ্যমের বিভিন্ন চেহারা বিভিন্ন জায়গায়- সেগুলোই আনার চেষ্টা করেছি গল্প বা স্ক্রিপ্টটির মাধ্যমে ৷

ইটিভি ভারত- পরিচালক সত্যজিৎ রায়ের 'দেবী', 'মহানগর' বা 'পথের পাঁচালী'র মতো সিনেমাতে নারীদের অন্য রূপ তুলে ধরা হয়েছে ৷ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে পড়াশোনা করায় তা কী প্রচ্ছন্ন প্রভাব ফেলেছে আপনার মধ্যে?

বিপ্লব- কনসাসসি-আনকনসাসলি সত্যজিৎ রায়-সহ অনেক বিশ্ব বিখ্যাত পরিচালকের কাজ আমাকে ইন্সপায়ার করেছে, এটা ঠিক। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতি নিয়ে আমার আগ্রহ ছিল ৷ নানা রকমের সিনেমা দেখতে পছন্দ করতাম ৷ সাহিত্যের দিকেও ঝোঁক ছিল ৷ এই সবকিছুই হয়তো আমার অজান্তে মনের অবচেতনে কাজ করতে শুরু করে ৷ পরবর্তী সময়ে ফিল্ম ইন্সটিটিউটে পড়াকালীন সেই বিষয়টা পূর্ণতা পায় ৷

ইটিভি ভারত- ছবির জন্য গল্পের ভাঁজ অনেক সময় পরিবর্তন হয় ৷ এক্ষেত্রে কী হয়েছে?

বিপ্লব- সিনেমার খাতিরে যখন এই বিষয় নিয়ে আলোচনায় বসা হয় তখন কিছু পরিবর্তন এসেছে ৷ পরবর্তী সময় স্নেহা দেশাইজি, দিব্যানীধি শর্মাজি ওনারাও স্ক্রিন প্লে ও ডায়লগস নিয়ে কাজ করেন ৷ তারপর সিনেমাটি তৈরি করার জন্য খুব সুন্দর একটা টিম তৈরি হয় ৷ প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন ৷

ইটিভি ভারত- কেমন ইনপুট ছিল ?

বিপ্লব- যেমন ধরুন, পুলিশ ইন্সপেক্টর মনোহরজির যে চরিত্র ছিল আমার লেখায় ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর সংলাপ দিয়েছেন দিব্যানীধি শর্মাজি ৷ যার ফলে চরিত্র আরও বেশি গভীরতা পেয়েছে ৷মঞ্জু মাই চরিত্রও চিত্রনাট্যে ছিল ৷ কিন্তু সেই চরিত্রের মধ্যেও আরও কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, সংলাপ আনা হয় ৷ যার কিছু সাজেশন দিয়েছেন আমিরজি, কিছু কিরণজি এবং দিব্যানীধি-স্নেহা ৷

ইটিভি ভারত- সিনেমার ছোট ছোট দৃশ্যের গভীরতা মারাত্মক.. মঞ্জু মাইয়ের মুখে সেই সংলাপ যেখানে তিনি বলছেন..."এই দেশে মেয়েদের সঙ্গে বছরের পর বছর ধরে ফ্রড চলছে..যার নাম ভালো ঘরের বৌ-মেয়ে"..

বিপ্লব- এই দৃশ্য সত্যিই অসাধারণ ৷ এখানে বেশ কিছু সংলাপ যোগ করা হয়েছে ৷ পার্টিকুলার এই ডায়লগ কিন্তু যতদূর মনে পড়ছে লিখেছেন স্নেহা দেশাইজি বা দিব্যানীধিজি ৷

ইটিভি ভারত- পরবর্তী কাজ কী আসছে?

বিপ্লব- দক্ষিণ ভারত বেস করে একটি সিনেমা লিখছি। খুব শিগগিরি অফিশিয়ালি ঘোষণা করা হবে। সেই জন্য কিছুদিন আগেই হায়দরাবাদ ঘুরে গিয়েছি। তাছারা আরও কিছু সিনেমার রিসার্চ এবং পরিকল্পনা চলছে।

ABOUT THE AUTHOR

...view details