মুম্বই, 1 ডিসেম্বর: পর্নোগ্রাফিকাণ্ডে অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পর্নোগ্রাফি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্তের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা ৷ রবিবার ইডির একটি সূত্র সংবাদসংস্থা পিটিআইকে একথা জানিয়েছে । সূত্রের দাবি, রাজ কুন্দ্রাকে চলতি সপ্তাহেই মামলার তদন্তকারী আধিকারিকদের কাছে জবানবন্দি দিতে বলা হয়েছে । মামলার সঙ্গে জড়িত আরও কয়েকজনকেও তলব করা হয়েছে বলে সূত্র জানিয়েছে ৷
গত শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুম্বইয়ে কুন্দ্রার বাড়িতে এবং উত্তরপ্রদেশের কয়েকটি শহরে আরও কয়েকজনের বাড়িতে অভিযান চালায় । কুন্দ্রা শনিবার বলেছিলেন যে, তিনি গত চার বছর ধরে চলা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করে চলেছেন । শিল্পা শেট্টির আইনজীবী সংবাদসংস্থা পিটিআইকে বলেন যে, ইডির এই পদক্ষেপ রাজ কুন্দ্রার বিরুদ্ধে নয়, বরং তিনি 'সত্য উদঘাটনের জন্য তদন্তে সহযোগিতা করছেন।'