পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রামোজি ফিল্ম সিটিতে এড শিরান! কবে রয়েছে পপ তারকার কনসার্ট? - ED SHEERAN IN RAMOJI FILM CITY

নতুন বছর ধামাকাদর হতে চলেছে সঙ্গীতপ্রেমীদের ৷ ভারতে মিউজিক ট্যুর শুরু করছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান ৷ ট্যুর কবে,কোথায় হবে রইল সমস্ত তথ্য ৷

ED Sheeran in Ramoji Film City
রামোজি ফিল্ম সিটিতে এড শিরান! (গেটি)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 7:04 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর: 'শেপ অফ ইউ', 'পারফেক্ট'-এর মতো গানের জন্য বিখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান আবারও ভারতে শুরু করছেন মিউজিক্যাল ট্যুর ৷ 2025 সালের ভারতে কবে-কোথায় শো রয়েছে, তারই তালিকা প্রকাশ্যে এসেছে ৷ গ্লোবাল পপ তারকা এড শিরান তাঁর রেকর্ড-ব্রেকিং '+ - = ÷ x ট্যুর' নিয়ে 2025 সালে ভারতে আসছেন ৷ যা এখনও পর্যন্ত দেশে তাঁর সবচেয়ে বড় সফর হতে চলেছে। 2024 সালের মার্চ মাসে তাঁর মুম্বইয়ে শোয়ের পরে, শিরান দিল্লি সহ 6টি শহরে পারফর্ম করবেন।

এই শহরে হবে শিরানের অনুষ্ঠান

এড শিরান ভারতের 6টি শহরে পারফর্ম করবেন ৷ যার মধ্যে রয়েছে পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং এবং দিল্লি। বিনোদন প্ল্যাটফর্ম BookMyShow-এ নির্বাচিত কার্ডধারীদের জন্য অ্যাডভান্স টিকিট বুক করার সুযোগ খুলে যাবে 9 ডিসেম্বর ৷ সাধারণের জন্য টিকিট বিক্রি 11 ডিসেম্বর থেকে শুরু হবে।

ইনস্টাগ্রামে সফরের ঘোষণা দিয়ে শিরান ক্যাপশনে লিখেছেন, "সুন্দর দেশে সবচেয়ে বড় সফরের জন্য ভারতে ফিরে আসছি। এছাড়াও প্রথমবার ভুটানে যাচ্ছি ৷ এক দশক পর কাতারেও অনুষ্ঠান হবে ৷ বাহরাইনের সুন্দর অ্যাম্ফিথিয়েটারেও বসবে গানের আসর ৷" 11 ডিসেম্বর ভারতে, 30 নভেম্বর ভুটানে এবং 6 ডিসেম্বর কাতার এবং বাহরাইনে টিকিট পাওয়া যাবে।

এড শিরানের ভারতে মিউজিক্যাল ট্যুর

  • পুনে: যশ লনে 30 জানুয়ারি
  • হায়দরাবাদ: রামোজি ফিল্ম সিটিতে 2 ফেব্রুয়ারি
  • চেন্নাই: 5 ফেব্রুয়ারি ওয়াইএমসিএ গ্রাউন্ডে
  • বেঙ্গালুরু: 8 ফেব্রুয়ারি NICE গ্রাউন্ডে
  • শিলং: জেএন স্টেডিয়ামে 12 ফেব্রুয়ারি
  • দিল্লি এনসিআর: 15 ফেব্রুয়ারি লেজার ভ্যালি গ্রাউন্ড

2024-এ মুম্বই কনসার্টের বিশাল সাফল্যের পরে, অনুরাগীরা শিরানের 2025 সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাঁর ক্লাসিক যেমন 'শেপ অফ ইউ', 'থিংকিং আউট লাউড', 'পারফেক্ট' এবং 'শিভার্স' গান লাইভ শোনার জন্য অপেক্ষায় অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details