পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আমেরিকায় দিলজিতের 'চমকিলা' সফর, তৈরি হল ইতিহাস - Diljit Dosanjh

Diljit Dosanjh Live Concert: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'অমর সিং চমকিলা' ৷ দিলজিৎ দোসাঞ্জের অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীরা ৷ এবার সঙ্গীতশিল্পী দিলজিৎ তৈরি করলেন ইতিহাস ৷ ভারতের বাইরে সবথেকে বড় পঞ্জাবি গানের শোয়ে টিকিট বিক্রি হওয়ায় তৈরি হয়েছে ইতিহাস ৷

Etv Bharat
আমেরিকায় দিলজিৎ-এর 'চমকিলা' সফর

By PTI

Published : Apr 28, 2024, 9:30 PM IST

হায়দরাবাদ, 28 এপ্রিল: পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রথম সারির অভিনেতাদের তালিকায় না থাকলেও তাঁর 'অমর সিং চমকিলা' ফিরছে লোকের মুখে মুখে ৷ পঞ্জাবের বিতর্কিত গায়কের জীবনী পর্দায় নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি ৷ সেই আঁচ যেন গিয়ে পড়েছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ৷ উত্তর আমেরিকায় দিল-লুমিনাতি ট্যুর-এ ইতিহাস তৈরি করলেন দিলজিৎ ৷ ভারতের বাইরে সবচেয়ে বড় পঞ্জাবি শোয়ে নজর কাড়লেন গায়ক ৷

শনিবার রাতে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে 50 হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন ৷ শ্রোতাদের উদ্দেশ্যে কনসার্টে দিলজিৎ সফরনামায় রাখলেন 'গোট', '5 তারা', লাভার, 'কিন্নি কিন্নি' 'ইশক মিটায়ে'-মতো জনপ্রিয় গান ৷ এরমধ্যে 'অমর সিং চমকিলা'র গান 'ইশক মিটায়ে' ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

সোশাল মিডিয়ায় অভিনেতা তথা সঙ্গীতশিল্পী দিলজিৎ কনসার্টের একাধিক ভিডিয়ো ও ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "ইতিহাস লেখা হল ৷ বিসি প্লেস স্টেডিয়ামে সব টিকিট বিক্রি ৷ দিল-লুমিনাতি ট্যুর ৷" ভিডিয়োতে দেখা যায়, অনুষ্ঠানের ম্যানেজার অভিনন্দন লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছেন দিলজিৎ-এর জন্য ৷ কানাডিয়ান মিডিয়া অনুযায়ী, ইতিহাসে প্রথমবার কোনও পঞ্জাবি সুপারস্টারের শোয়ের সব টিকিট বিক্রি হয়েছে ৷

শুধু তাই নয়, দিলজিৎ ইন্সটাগ্রাম স্টোরিতে আর একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে বিলবোর্ডে দেখানো হয়েছে সোল্ড আউট ৷ বিসি প্লেসের তরফেও এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, "ইতিহাস তৈরি হয়েছে ৷ অভিবাদন দিলজিৎ ৷" এই কনসার্টের পাশাপাশি দোসাঞ্জের অনুষ্ঠান রয়েছে কানাডার ক্যালগারি, উইনিপেগ এবং এডমন্টনে ৷ 13 জুলাই টরন্টোতে উত্তর আমেরিকার এই মিউজিক্যাল সফর শেষ করবেন দিলজিৎ দোসাঞ্জ ৷

ABOUT THE AUTHOR

...view details