পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গোড়ালির হাড় ভাঙল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর, ডিলিট পোস্ট দেখে চিন্তিত অনুরাগীরা - Dharmendra Post

Dharmendra Health Condition: গোড়ালির হাড় ভাঙল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর ৷ খবর সামনে আসতেই চিন্তিত অনুরাগীরা ৷ আগের থেকে কেমন আছেন তিনি, অনুরাগীর প্রশ্নে দিলেন উত্তর ৷

Etv Bharat
অভিনেতা ধর্মেন্দ্র

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 6:42 PM IST

হায়দরাবাদ, 1 মার্চ: বুড়ো হাড়ে বেশ ভেলকি দেখাচ্ছিলেন 88 বছর বয়সী অভিনেতা ধর্মেন্দ্র ৷ 'রকি অউর রানি কী প্রেম কাহানি' হোক বা 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া' ছবি, অভিনয়ের দিক থেকে তাঁকে মাত দেওয়া মুশকিল ৷ তবে এই বুড়ো হাড়েই পেলেন গুরুতর চোট ৷ অভিনেতার গোড়ালির হাড় ভেঙে গিয়েছে বলে খবর ৷ যা চিন্তায় ফেলেছে অনুরাগীদের ৷

বিকেলের দিকে এক্স হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন প্রবীণ অভিনেতা ৷ যে ছবি দেখে সকলেই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন ৷ পরবর্তী সময়ে সেই ছবি ডিলিট করে দিলেও এক অনুরাগীর সঙ্গে স্বাস্থ্য নিয়ে কথোপকথনের বিষয়টি সামনে আসে ৷ সেখানে দেখা যায় এক অনুরাগী প্রশ্ন করেছেন, "স্যার আপনার পায়ে কী হয়েছে ?" এর উত্তরে বর্ষীয়ান অভিনেতা অনুরাগীর নাম নিয়ে বলেন, "ফিরোজ, আমার তখনা (অ্যাঙ্কল) ভেঙে গিয়েছে ৷ আপনাদের সকলের প্রার্থনায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ৷"

ডিলিট পোস্ট

এক্স হ্যান্ডেলে তিনি জানান, কোনও কারণে তাঁর ঘুম আসছিল না মাঝরাতে ৷ পাশাপাশি, ভীষণ খিদে পাচ্ছিল ৷ তিনি একটি খাবারের ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "এখন মধ্যরাত ৷ কিন্তু আমার ঘুম আসছে না ৷ প্রচন্ড খিদে পাচ্ছে ৷ এখন সাদা বাটার দিয়ে রুটি খাচ্ছি ৷ দারুন স্বাদ ৷" সেখানে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছে কালো রঙের পোশাকে ৷ তিনি বিছানায় শুয়ে থাকা অবস্থায় ছিলেন ৷

অন্যদিকে, আরও এক অনুরাগীর প্রশ্নের জবাবে এটা স্পষ্ট হয়ে যায়, ভালোই চোপ পেয়েছেন অভিনেতা ৷ সেই পোস্টে দেখা যায়, এক অনুরাগী লিখেছেন, কখনও কখনও জীবনে এমন ঘটনা ঘটে ৷ সেখানে অভিনেতা উত্তর দিয়েছেন, "সহ্যশক্তি বেড়ে গিয়েছে ৷ সব কিছু পেয়েও.. জীবনে কিছু পাওয়া গেল না ৷" আপাতত ধর্মেন্দ্র বিশ্রামে রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এই মূহূর্তে অভিনেতার হাতে রয়েছে শ্রীরাম রাঘবন পরিচালিত 'এককিশ', 'আপনে 2' ও 'হাউসফুল 5' ৷

ABOUT THE AUTHOR

...view details