কলকাতা, 5 জুন:লোকসভা ভোটের ফল বেরিয়েছে গতকাল ৷ ঘাটাল কেন্দ্রে প্রায় হিরণের থেকে প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেব ৷ এই ব্যবধান জানান দেয় ধীরে ধীরে রাজনীতির ময়দানেও পোড় খাওয়া রাজনৈতিক নেতা হয়ে উঠছেন দেব তথা দীপক অধিকারী ৷ শাসকদলের 75 দিনের প্রচারে একাধিক জায়গায় তৃণমূলের হয়ে প্রায় সব জায়গাতেই প্রচারে দেখা গিয়েছে তাঁর মুখ ৷ তাঁর উপর যে দল ভরসা করে কোনও ভুল করেনি, তা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা ৷
7 জুন মুক্তি পাচ্ছে জিৎ ও রুক্মিণী অভিনীত সিনেমা 'বুমেরাং' ৷ ঘাটালের সাংসদ কেমন তারই শাংসাপত্র দিলেন রুক্মিণী ৷ দেবকে নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী ইটিভি ভারতকে বলেন, "দেব অন্যের মতামতকে গুরুত্ব দেয়। নিজে রাজনৈতিক মানুষ হলেও আমাকে কখনওই রাজনীতিতে আসার কথা বলেনি। দেব অন্যের ইচ্ছাকে গুরুত্ব দিতে জানে। সবথেকে বড় কথা একজন নারীর কথা আর ইচ্ছাকে গুরুত্ব দেয় দেব।"
আসছে সুকুমার সেনের বায়োপিক, দেশে নির্বাচনী বিধি তৈরির 'গল্প' জানবেন সিনেপ্রেমীরা