ETV Bharat / state

'বিচারের নামে প্রহসন, বাড়বে আন্দোলন !' সাজায় অখুশি চিকিৎসক মহল - RG KAR DOCTOR RAPE AND MURDER

আরজি করে চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের আদালত যে সাজা দিয়েছে, তাতে খুশি নয় চিকিৎসক সমাজ ৷ তাদের হুঁশিয়ারি, আন্দোলন আরও বাড়বে ৷

ETV BHARAT
সাজায় অখুশি চিকিৎসক মহল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 6:46 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: খুশি নয় চিকিৎসক সমাজ, আন্দোলনের তীব্রতা আরও বাড়বে, শিয়ালদা আদালত সাজা ঘোষণার পর এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকরা । আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত ৷ আদালত চত্বরে দাঁড়িয়েই এই রায়ে ক্ষোভ প্রকাশ করেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা । শিয়ালদা আদালত চত্বর থেকে মৌলালী পর্যন্ত তাঁরা একটি মিছিলও করেন ৷

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক পূণ্যব্রত গুণ এদিন বলেন, "আমরা একদমই সন্তুষ্ট নই । যদি ফাঁসির সাজা বলা হত, তাতেও আমরা সন্তুষ্ট হতাম না । কারণ এখানে একা সঞ্জয় নয়, আরও অনেকে যুক্ত আছে ।" ওই সংগঠনেরই চিকিৎসক রাজীব পাণ্ডে বলেন, "আমরা একদমই সন্তুষ্ট নই কারণ এমন নৃশংস কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড কোনও শাস্তি নয় । আমাদের লড়াই চলবে ।"

সাজায় অখুশি চিকিৎসক মহল (নিজস্ব ভিডিয়ো)

অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী চিকিৎসক তাপস প্রামাণিক বলেন, "আমরা সম্পূর্ণ খুশি নই । আমরা সেদিন খুশি হব যেদিন বাকি অপরাধীরাও ধরা পড়বে । তার সঙ্গে ফাঁসির সাজা শোনানো হবে ।" মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রের কথায়, "এটা বিচারের নামে প্রহসন । মূল চক্রী কারা ? এই ঘটনার মোটিভ কী, তা বের করতে হবে । আমরা হতাশ । আমাদের এই আন্দোলন চলবে ।"

এ বিষয়ে জুনিয়র চিকিৎসক সৌমদীপ রায় বলেন, "এখানে আমাদের খুশি হওয়ার কিছুই নেই । কারণ প্রশ্ন আছে এখানে অনেকগুলো । যার উত্তর পাওয়া যায়নি । যে দোষী, তার সঙ্গে সমপরিমাণে দোষী তথ্যপ্রমাণ লোপাটকারীরাও । এখানে অর্ধেক জাজমেন্টের উপর রায় দেওয়া হয়েছে ।"

ETV BHARAT
শিয়ালদা আদালতের বাইরে বিক্ষোভ চিকিৎসকদের (নিজস্ব চিত্র)

সঞ্জয় রায়কে মৃত্যদণ্ড না-দেওয়ার কারণ হিসেবে এদিন বিচারক অনির্বাণ দাস বলেছেন যে, এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় ৷ এই বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসক তথা জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, "এটা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা । কারণ একটা কর্মস্থলে, যেখানে তিনি অন্যের জীবন বাঁচাতে গিয়েছেন, সেখানে একজন মেডিক্যাল অফিসারকে নিজের জীবন দিতে হয়েছে । ফলে এই ঘটনায় যে শাস্তি হওয়া উচিত ছিল তা হল না ।"

অন্যদিকে, আরেক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সৌরভ রায় বলেন, "ভারতে আর কোথায় এমন ঘটনা ঘটেছে ? একজন মহিলাকে তাঁর নিজের কর্মস্থলে অত্যাচারিত হয়ে মারা যেত হল । সেটাও বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় ? এই ঘটনা একজনের পক্ষে সম্ভব না । কিন্তু বাকিদের ধরাই হল না । যাকে ধরা হল তাকেও তেমন শাস্তি দেওয়া হল না ।"

কলকাতা, 20 জানুয়ারি: খুশি নয় চিকিৎসক সমাজ, আন্দোলনের তীব্রতা আরও বাড়বে, শিয়ালদা আদালত সাজা ঘোষণার পর এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকরা । আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদা আদালত ৷ আদালত চত্বরে দাঁড়িয়েই এই রায়ে ক্ষোভ প্রকাশ করেন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা । শিয়ালদা আদালত চত্বর থেকে মৌলালী পর্যন্ত তাঁরা একটি মিছিলও করেন ৷

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক পূণ্যব্রত গুণ এদিন বলেন, "আমরা একদমই সন্তুষ্ট নই । যদি ফাঁসির সাজা বলা হত, তাতেও আমরা সন্তুষ্ট হতাম না । কারণ এখানে একা সঞ্জয় নয়, আরও অনেকে যুক্ত আছে ।" ওই সংগঠনেরই চিকিৎসক রাজীব পাণ্ডে বলেন, "আমরা একদমই সন্তুষ্ট নই কারণ এমন নৃশংস কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ড কোনও শাস্তি নয় । আমাদের লড়াই চলবে ।"

সাজায় অখুশি চিকিৎসক মহল (নিজস্ব ভিডিয়ো)

অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী চিকিৎসক তাপস প্রামাণিক বলেন, "আমরা সম্পূর্ণ খুশি নই । আমরা সেদিন খুশি হব যেদিন বাকি অপরাধীরাও ধরা পড়বে । তার সঙ্গে ফাঁসির সাজা শোনানো হবে ।" মেডিক্যাল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রের কথায়, "এটা বিচারের নামে প্রহসন । মূল চক্রী কারা ? এই ঘটনার মোটিভ কী, তা বের করতে হবে । আমরা হতাশ । আমাদের এই আন্দোলন চলবে ।"

এ বিষয়ে জুনিয়র চিকিৎসক সৌমদীপ রায় বলেন, "এখানে আমাদের খুশি হওয়ার কিছুই নেই । কারণ প্রশ্ন আছে এখানে অনেকগুলো । যার উত্তর পাওয়া যায়নি । যে দোষী, তার সঙ্গে সমপরিমাণে দোষী তথ্যপ্রমাণ লোপাটকারীরাও । এখানে অর্ধেক জাজমেন্টের উপর রায় দেওয়া হয়েছে ।"

ETV BHARAT
শিয়ালদা আদালতের বাইরে বিক্ষোভ চিকিৎসকদের (নিজস্ব চিত্র)

সঞ্জয় রায়কে মৃত্যদণ্ড না-দেওয়ার কারণ হিসেবে এদিন বিচারক অনির্বাণ দাস বলেছেন যে, এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয় ৷ এই বিষয়ে আরজি কর মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসক তথা জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, "এটা একটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা । কারণ একটা কর্মস্থলে, যেখানে তিনি অন্যের জীবন বাঁচাতে গিয়েছেন, সেখানে একজন মেডিক্যাল অফিসারকে নিজের জীবন দিতে হয়েছে । ফলে এই ঘটনায় যে শাস্তি হওয়া উচিত ছিল তা হল না ।"

অন্যদিকে, আরেক আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক সৌরভ রায় বলেন, "ভারতে আর কোথায় এমন ঘটনা ঘটেছে ? একজন মহিলাকে তাঁর নিজের কর্মস্থলে অত্যাচারিত হয়ে মারা যেত হল । সেটাও বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় ? এই ঘটনা একজনের পক্ষে সম্ভব না । কিন্তু বাকিদের ধরাই হল না । যাকে ধরা হল তাকেও তেমন শাস্তি দেওয়া হল না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.