হায়দরাবাদ, 2 নভেম্বর: সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তাকে সামলাতে সদা ব্যস্ত দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ৷ দিওয়ালির দিন প্রথমবার মেয়ের নাম প্রকাশ্যে আনেন তিনি ৷ নাম রাখেন দুয়া পাড়ুকোন সিং ৷ এবার অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন সন্তানের কোন কোন অভ্যাস আবেগতাড়িত করে রণবীর-দীপিকাকে ৷
এদিন দীপিকা ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ যেখানে একটি ফুটফুটে বাচ্চার নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে ৷ সেই ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে দুয়া পাড়ুকোন সিংয়ের কোন কোন অভ্যাস মনে আলোড় তুলছে পাওয়ার কাপলের ৷
ভিডিয়োতে লেখা হয়, "একরত্তির পুরো হাত যখন আমার একটা আঙুল ধরে, ঘুমানোর সময় যখন মুখ হাঁ হয়ে থাকে, ঘুম থেকে ওঠার সময় ঠিক যেভাবে হাত-পা ছোঁড়ে, যখন খিদে পায় তখন মায়ের নাকও বাদ পড়ে না, যখন মাথায় উপর হাত তোলে ঘোমায় সেই সবকিছু হৃদয় তোলপাড় করে ৷"
শিশুর ঘুম থেকে ওঠার মুহূর্ত (দীপিকার ইন্সটা পোস্ট) 8 তারিখ কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা ৷ নাম রাখেন দুয়া পাড়ুকোন সিং ৷ মা হতেই বদলে যায় ডিম্পল কুইনের ইনস্টাগ্রাম বায়ো ৷ তাঁর বায়োতে অভিনেত্রী নয়, প্রতিফলিত হতে থাকে একজন মায়ের ভূমিকা ৷ আগে দীপিকার বায়োতে লেখা ছিল, 'ফলো ইওর ব্লিস' ৷ তারপর সেটা পরিবর্তন করে তিনি লেখেন, 'ফিড বার্প স্লিপ রিপিট' ।
মিষ্টি ভিডিয়ো শেয়ার পর্দার পিকুর (দীপিকার ইন্সটা পোস্ট) ছোট্ট শিশুর আঙুল ধরার মুহূর্ত (দীপিকার ইন্সটা পোস্ট) সন্তান জন্মের পর সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট আসে দীপবীরের ৷ যেখানে সোনালী রঙের রিবন দেখা যায় ৷ তার ভিতরে লেখা থাকে, "স্বাগত বেবি গার্ল ৷ 8.9.2024 ৷" সদ্য হওয়া মা-বাবাকে শুভেচ্ছা-অভিনন্দন জানান আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অন্যন্যা পাণ্ডে, করিশ্মা কাপুর থেকে শুরু করে সোনাক্ষী সিনহা, কৃতি শ্যানন, আব্রাহাম আলি খান, বিপাশা বাসু-সহ আরও অনেকে ৷ এরপর আলোর উৎসবে মেয়ের মিষ্টি একটা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ৷