ETV Bharat / entertainment

সিনেমা দেখাই কাল ! ফের মৃত্যু অনুরাগীর, ঘোষণা আর্থিক সাহায্যের - RAMCHARAN PRE RELEASE EVENT

গেমচেঞ্জার প্রি-রিলিজ ইভেন্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই অনুরাগীর ৷ শোকপ্রকাশ প্রযোজক-অভিনেতার ৷ ঘোষণা আর্থিক সাহায্যের ৷

ramcharan pre release event
'গেমচেঞ্জার' দেখতে গিয়ে ফের মৃত্যু অনুরাগীর (ফিল্ম পোস্টার/আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 6, 2025, 4:22 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি: 'পুষ্পা 2' প্রিমিয়ার শোয়ের ছায়া রামচরণের 'গেমচেঞ্জার' প্রিমিয়ারে ৷ প্রিমিয়ার শো দেখতে এসে প্রাণ গেল দুই অনুরাগীর ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে ৷ সেই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণও ৷

ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করে মৃত অনুরাগীদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রযোজক দিল রাজু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ ও অভিনেতা রামচরণও ৷ জানা গিয়েছে, 'গেমচেঞ্জার' প্রি-রিলিজ অনুষ্ঠানে মৃত পরিবারের সদস্যদের প্রযোজক আর্থিক সাহায্য হিসাবে 5 লাখ টাকা দুই পরিবারকে দিয়েছেন ৷ পবন কল্যাণও মৃত দুই পরিবারের সদস্যদের 5 লাখ টাকা আর্থিক সাহায্য করেছেন ৷ অন্যদিকে অভিনেতা রামচরণ 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য করেছেন ৷

জানা গিয়েছে, আরাভ মণিকান্ত ও থোকাড়া চরণ কাকিন্দার গাইগোলুপাড়ু এলাকার বাসিন্দা ৷ শনিবার রাতে গেমচেঞ্জার ছবির প্রি-রিলিজ ইভেন্ট ছিল ৷ অনুষ্ঠান শেষে তাঁরা অন্যান্য বন্ধুদের সঙ্গে বাইকে করে ফিরছেলেন ৷ সেই সময় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ৷ দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, পবন কল্যাণ এক্স বার্তায় জানিয়েছেন যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তা বিগত 5 বছর ধরে খারাপ ৷ এরপর তিনি আগের সরকারের কাজ না করা নিয়ে অভিযোগ তোলেন ৷

ইতিমধ্যেই 'গেমচেঞ্জার' ছবির প্রযোজক দিল রাজু সোমবার সাংবাদিক সম্মেলনে মৃত দুই অনুরাগীদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ৷ তাঁর প্রযোজনা সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, " প্রযোজক দিলরাজু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ পাশাপাশি 10 লাখ টাকার আর্থিক সাহায্যের (পাঁচ লাখ প্রতি পরিবার) ঘোষণা করেছেন ৷ গেমচেঞ্জার অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের পরিবারের প্রতি সমবদেনা রইল ৷"

রাজু সাংবাদিকদের জানিয়েছেন, "এই ধরনের ঘটনা দুঃখজনক ৷ আমি সবদিক থেকে মৃত যুবকের পরিবারের পাশে থাকার চেষ্টা করব ৷" এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পবণ কল্যাণ ও ৷ 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে রামচরণ ও কিয়ারা আদবানি অভিনীত 'গেমচেঞ্জার' ৷ তার আগে ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাম ও পবণের অগণিত অনুরাগীরা ৷ সেখানেই বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই অনুরাগীর ৷

হায়দরাবাদ, 6 জানুয়ারি: 'পুষ্পা 2' প্রিমিয়ার শোয়ের ছায়া রামচরণের 'গেমচেঞ্জার' প্রিমিয়ারে ৷ প্রিমিয়ার শো দেখতে এসে প্রাণ গেল দুই অনুরাগীর ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে ৷ সেই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণও ৷

ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করে মৃত অনুরাগীদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রযোজক দিল রাজু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ ও অভিনেতা রামচরণও ৷ জানা গিয়েছে, 'গেমচেঞ্জার' প্রি-রিলিজ অনুষ্ঠানে মৃত পরিবারের সদস্যদের প্রযোজক আর্থিক সাহায্য হিসাবে 5 লাখ টাকা দুই পরিবারকে দিয়েছেন ৷ পবন কল্যাণও মৃত দুই পরিবারের সদস্যদের 5 লাখ টাকা আর্থিক সাহায্য করেছেন ৷ অন্যদিকে অভিনেতা রামচরণ 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য করেছেন ৷

জানা গিয়েছে, আরাভ মণিকান্ত ও থোকাড়া চরণ কাকিন্দার গাইগোলুপাড়ু এলাকার বাসিন্দা ৷ শনিবার রাতে গেমচেঞ্জার ছবির প্রি-রিলিজ ইভেন্ট ছিল ৷ অনুষ্ঠান শেষে তাঁরা অন্যান্য বন্ধুদের সঙ্গে বাইকে করে ফিরছেলেন ৷ সেই সময় একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় ৷ দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, পবন কল্যাণ এক্স বার্তায় জানিয়েছেন যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে তা বিগত 5 বছর ধরে খারাপ ৷ এরপর তিনি আগের সরকারের কাজ না করা নিয়ে অভিযোগ তোলেন ৷

ইতিমধ্যেই 'গেমচেঞ্জার' ছবির প্রযোজক দিল রাজু সোমবার সাংবাদিক সম্মেলনে মৃত দুই অনুরাগীদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন ৷ তাঁর প্রযোজনা সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, " প্রযোজক দিলরাজু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ পাশাপাশি 10 লাখ টাকার আর্থিক সাহায্যের (পাঁচ লাখ প্রতি পরিবার) ঘোষণা করেছেন ৷ গেমচেঞ্জার অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের পরিবারের প্রতি সমবদেনা রইল ৷"

রাজু সাংবাদিকদের জানিয়েছেন, "এই ধরনের ঘটনা দুঃখজনক ৷ আমি সবদিক থেকে মৃত যুবকের পরিবারের পাশে থাকার চেষ্টা করব ৷" এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পবণ কল্যাণ ও ৷ 10 জানুয়ারি মুক্তি পাচ্ছে রামচরণ ও কিয়ারা আদবানি অভিনীত 'গেমচেঞ্জার' ৷ তার আগে ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাম ও পবণের অগণিত অনুরাগীরা ৷ সেখানেই বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই অনুরাগীর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.