হায়দরাবাদ, 7 জানুয়ারি: মহম্মদ শামির চোট নিয়ে স্বচ্ছতা কেন নেই? কেনই বা তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফিতে পরের দিকে ব্য়বহার করা গেল না? প্রশ্ন তুলে সরব হলেন রবি শাস্ত্রী ৷ বাংলার হয়ে বর্তমানে বিজয় হাজারে ট্রফি খেলতে ব্যস্ত ফাস্ট বোলারকে অস্ট্রেলিয়ায় না-নিয়ে যাওয়ায় হতাশ জাতীয় দলের প্রাক্তন কোচ ৷ শাস্ত্রীর মতই বর্ডার-গাভাসকর ট্রফিতে শামিকে ভারতীয় দলে না-দেখে হতাশ প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ৷ দু'জনেই মনে করেন উত্তরপ্রদেশ পেসারের উপস্থিতিতে সিরিজের ফল অন্য হতে পারত ৷
গোড়ালির চোটের কারণে 2023 ক্রিকেট বিশ্বকাপের পর থেকে এক বছর বাইশ গজের বাইরে ছিলেন মহম্মদ শামি ৷ অস্ত্রোপচার এবং পরবর্তীতে রিহ্যাব সেরে গতবছর নভেম্বরে বাংলার হয়ে রঞ্জিতে বাইশ গজে ফেরেন তিনি ৷ শুরুতে না-থাকলেও মনে করা হয়েছিল পরেরদিকে ম্য়াচ প্র্য়াকটিসের পর শামিকে ক্যাঙারুর দেশে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে ৷ কিন্তু নতুন করে হাঁটুর ব্য়থা চতুর্থ টেস্টের আগে শামিকে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে পাকাপাকিভাবে ছিটকে দেয় ৷ এব্যাপারে 'আইসিসি রিভিউ' পডকাস্টে শাস্ত্রী প্রশ্ন তোলেন শামির চোট কিংবা সেরে ওঠা নিয়ে বিসিসিআই স্বচ্ছ কোনও ধারণা না-দেওয়ায় ৷ তিনি আরও জানান, অভিজ্ঞ পেসার দলের সঙ্গে থাকলে ফারাক গড়ে দিতেন ৷
শাস্ত্রী বলেন, "শামি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে স্পষ্ট কেন কিছু জানানো হল না ৷ ওর ক্ষমতা আমরা সকলে জানি ৷ আমি হলে তো ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতাম ৷ নিয়মিত সেরা ফিজিয়োর তত্ত্বাবধানে ওকে দলের সঙ্গেই রাখতাম ৷"
শাস্ত্রীর সুরেই গলা মিলিয়েছেন রিকি পন্টিং ৷ বিশ্বজয়ী অজি অধিনায়ক জানিয়েছেন অন্ততপক্ষে মেলবোর্ন এবং সিডনি টেস্টের একাদশে রাখা যেত 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেটশিকারিকে ৷ পান্টারের কথায়, "শামিকে উড়িয়ে না-নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছি ৷ মাঝপথে অন্তত তাঁকে নিয়ে যাওয়া যেত ৷" এমনকী পুরো ফিট না-থাকলেও নীতীশ রেড্ডির সঙ্গে জুড়ে শামিকে কিছু ওভার বোলিং করানোর পক্ষে সওয়াল করেছেন পন্টিং ৷ তাতে ফলাফল অন্য হতে পারত বলেও মনে করেন তিনি ৷
শামির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া 3-1 ব্যবধানে সিরিজ জিতবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন পন্টিং ৷ বিশ্বজয়ী অধিনায়কের ভবিষ্যদ্বাণী মিলিয়ে 3-1 ব্যবধানেই ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া ৷ দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিয়েছে 'ব্যাগি গ্রিন' ৷