হায়দরাবাদ, 6 জানুয়ারি: পুলিশি বেড়াজাল থেকে কিছুতেই বেরোতে পারছেন না অভিনেতা আল্লু অর্জুন ৷ সন্ধ্যা হলের ঘটনায় রাত-দিন একপ্রকার পুলিশি নজরদারিতেই রয়েছেন তিনি ৷ ফের একবার তেলুগু অভিনেতাকে নোটিশ পাঠল পুলিশ ৷ এবার নোটিশ গিয়েছে রামগোপালপেট থানা থেকে ৷
জানা গিয়েছে, সন্ধ্যা হলে পদপিষ্ট হয়ে মৃত রেবথির ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ৷ সেকেন্দ্রাবাদের কিমসে তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে অভিনেতা আল্লু অর্জুনের ৷ এরপরেই পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে ৷ যেখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, হাসপাতালে গেলে তা গোপন রাখতে হবে অভিনেতাকে ৷
প্রথমে 5 জানুয়ারি অর্থাৎ রবিবার সকাল সাড়ে 10টা নাগাদ বাচ্চাটিকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা ছিল 'পুষ্পা' খ্যাত অভিনেতার ৷ সেই মতো পুলিশের তরফে নিরাপত্তার দিক থেকে সব দিক আটোসাঁটো রাখা হয়েছিল ৷ কিন্তু অভিনেতা তা বাতিল করেন ৷ মনে করা হচ্ছে, তাঁর আইনজীবীদের পরামর্শের কারণে তিনি হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকেন ৷
সেই নোটিশে জানানো হয় নিরাপত্তার কারণে আল্লু অর্জুনকে হাসপাতালে আসার বিষয় গোপন রাখতে হবে ৷ একমাত্র পুলিশের কাছে সেই খবর থাকবে ৷ যাতে নিরাপত্তার বিষয়টা জোরদার করা থাকে ৷ নোটিশে বলা হয়, "এটি জানানো যাচ্ছে যে রামগোপালপেট এবং উত্তর জোন পুলিশ 05/01/2025 তারিখে সকাল 10.30 টায় কিমস হাসপাতাল, সেকেন্দ্রাবাদে আপনার (আল্লু অর্জুন) দেখার জন্য সমস্ত ব্যবস্থা করেছে ৷ আপনি পুলিশের দেওয়া নির্ধারিত শর্তগুলি মেনে চলবেন। হাসপাতালের ভিতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ৷ তারপরেই আমরা আপনার ম্যানেজারের কাছ থেকে জানতে পেরেছি আপনি সফর বাতিল করছেন।"
পুলিশের তরফে নোটিশে এরপর বলা হয়, "আমরা আপনার কাছে অনুরোধ করছি, আপনার হাসপাতাল সফর গোপন রাখবেন ৷ যাতে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় বা কোনওরকম উত্তেজনা যাতে না ছড়ায় ৷ রামগোপালপেট পুলিশ আপনাকে এসকর্ট করে নিয়ে যাবে হাসপাতালে ৷ শান্তি বজায় রাখতে আপনার সঙ্গেই থাকবে পুলিশ ৷"
4 ডিসেম্বর সন্ধ্যা হলে 'পুষ্পা 2: দ্য রুল' প্রিমিয়ার শো দেখতে গিয়ে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় রেবথি নামে এক মহিলার ৷ তাঁর সঙ্গে দুই সন্তান ছিল ৷ তাদের মধ্যে ছোট বাচ্চাটি গুরুতর আহত হয় ৷ এরপর তার চিকিৎসা চলছে কিমস হাসপাতালে ৷ ইতিমধ্যেই ছবির নির্মাতা ও আল্লু অর্জনের তরফে পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয় ৷ এমনকী, আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে ৷ এরই মধ্যে নামাপল্লী আদালতে জামিন পেয়েছেন আল্লু অর্জুন ৷