পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্পষ্ট বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা, রয়েছেন সচিন-সলমন; দেখুন ভিডিয়ো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Celebs Vote in Mumbai: দেশের গণতান্ত্রিক উৎসবে মেতেছেন বলি তারকারা ৷ সকালেই মুম্বইয়ে একঝাঁক তারকা ভোট দিয়েছেন ৷ বেলা বাড়ার পর নিজেদের নির্দিষ্ট বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সলমন খান, ইমরান হাসমি থেকে সচিন তেন্ডুলকর, অজিঙ্কা রাহানে ৷ ভোট দিতে এসে এদিন সুস্পষ্ট দীপিকার বেবি বাম্প ৷ বেটার-হাফ রণবীরের হাত ধরে বুথে প্রবেশ করেন তিনি ৷

Celebs Vote in Mumbai
ভোটদানে চাঁদের হাট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 2:22 PM IST

Updated : May 20, 2024, 4:14 PM IST

বেবিবাম্পে রণবীরের হাত ধরে বুথে দীপিকা (ইটিভি ভরত)

মুম্বই, 20 মে:মুম্বইয়ে ভোট উৎসবে সামিল বলি তারকা থেকে ক্রিকেট জগতের তারকারা ৷ গণতন্ত্রের এই মহোৎসবে আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে ভোট দিচ্ছেন বলিউডের একঝাঁক তারকা ৷ সেই তালিকায় রয়েছেন- সচিন তেন্ডুলকর, সলমন খান, আমির খান, শিল্পা শেট্টি কুন্দ্রা, শামিতা শেট্টি, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ইমরান হাসমি, মনোজ বাজপেয়ী, অজিঙ্কা রাহানে, অনিল কাপুর, বিশাল দাদলানি, অনুপম খের, বরুণ ধাওয়ান, নানা পাটেকর-সহ অন্যান্য তারকারা ৷

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের নাগরিক দায়িত্ব পালনে সচেতন দীপিকা পাড়ুকোন। বর রণবীরের হাত ধরে এদিন পালিহিলে ভোটদান করতে পৌঁছন হবু মা। দীপিকার পরনে ছিল সাদা ওভারসাইজ শার্ট আর ডেনিম ৷ তাতে স্পষ্ট নায়িকার বেবি বাম্প। মাতৃত্ব নিয়ে নানা জল্পনা আজ স্পষ্ট হয়ে গেল ৷ দীপিকা সন্তান প্রসবের চলেছেন আগামী সেপ্টেম্বরে। বউয়ের সঙ্গে এদিন টুইনিং রণবীরের। তাঁরও দেখা মিলল সাদা শার্ট আর ডেনিমে। দু'জনের চোখে ছিল কালো রোদচশমা। এক মুহূর্তের জন্য বেটারহাফের হাত ছাড়েননি দীপিকা ৷

এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে মুম্বই। আজ বাণিজ্যনগরী ও শহরতলির সবক'টি আসনে লড়াই চলছে শিবসেনার দুই গোষ্ঠীতে। সকাল থেকেই এক এক তারকারা ভোট দিয়েছেন ৷ প্রবল গরমের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের চার দফা মিটেছে ৷ আজ পঞ্চম দফার ভোট চলছে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে ৷ 8.95 কোটি ভোটার 695 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ হচ্ছে বক্সে ৷ এর মধ্যে 7টি তফশিলি জাতি এবং 3টি আসন তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷

আরও পড়ুন:

  1. অক্ষয়-ফারহান থেকে পরেশ রাওয়াল, গণতন্ত্রের মহোৎসবে সামিল বলি তারকারা
  2. সরাসরি: ভোটিং মেশিনে মালা পরালেন প্রার্থী, দেখুন ভিডিয়ো
  3. বেলা 12টাতেই নামল অন্ধকার, মুষলধারে বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে চলছে ভোটদান ; পঞ্চম দফা সরাসরি...
Last Updated : May 20, 2024, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details