মুম্বই, 12 জুলাই: মায়ানগরীর রাত শুক্রবার আরও আলোকময় ৷ শুক্রবার সন্ধে পেরিয়ে তখন প্রায় রাত ন'টা, একে একে প্রবেশ করে গিয়েছেন প্রথম সারির তারকারা ৷ কিছুটা দেরিতেই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রানির বেশে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন ৷ হবু মায়ের সিঁথিতে লাল সিঁদুর ৷ পরনে লাল ও সোনালি সালোয়ার কামিজ ৷ ওড়নায় ঢাকা বেবি বাম্প ৷ বর-কনেকে ছাপিয়ে সবার নজর আটকে গেল সেখানেই ৷ যদিও সন্ধে থেকেই বিগ-ফ্যাট ওয়েডিং'য়ের গান থেকে নাচ, মঞ্চ মাতাচ্ছেন স্বামী রণবীর সিং ৷
দীপিকা পাডুকোন তাঁর গর্ভাবস্থার কারণে প্রতিমুহূর্তে শিরোনামে রয়েছেন ৷ হবু মা'কে দেখতে মুখিয়ে থাকেন নেটিজেনরা ৷ তবে এদিন সন্ধ্য়া থেকে যখনই রণবীরকে দেখা গিয়েছে, তখনই সোশাল মিডিয়ায় নেটিজেনদের প্রশ্ন 'হোয়্যার ইজ দীপিকা'? খানিক দেরিতে হলেও দীপিকাকেে দেখা যেতেই নেটিজেনদের প্রশংসা কুড়োলেন হবু মা ৷ তবে এদিনের নাচ-গানের অনুষ্ঠানে রণবীরকে দেখে মনে হয়েছে তিনি একাই দায়িত্ব নিয়েছেন হইহুল্লোড়ের ৷