পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হাসপাতালে দীপিকা, কন্যা সন্তানকে আশীর্বাদ দিতে পৌঁছলেন মুকেশ আম্বানি - Ambani Blesses Deepika baby girl - AMBANI BLESSES DEEPIKA BABY GIRL

Deepika-Ranveer first child: 8 তারিখ প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ৷ এখনও পর্যন্ত তিনি হাসপাতালেই রয়েছেন ৷ ছোট্ট খুদেকে দেখতে ও আশীর্বাদ করতে হাসপাতালে পৌঁছলেন রিলায়েন্স ইন্ডাষ্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷

Etv Bharat
দীপিকা-রণবীরের কন্যা সন্তানকে আশীর্বাদ মুকেশ আম্বানির (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 2:40 PM IST

মুম্বই, 10 সেপ্টেম্বর: পাড়ুকোন ও সিং পরিবারের একমাস আগে থেকেই যেন শুরু হয়ে গিয়েছে নবরাত্রির উৎসব ৷ মা দুর্গা যেন কন্যা সন্তান রূপে কোল আলো করেছে দীপিকা পাড়ুকোনের ৷ পুজোর বাকি আর মাত্র একমাস ৷ তারমধ্যেই দীপিকা-রণবীর সিংয়ের জীবনে শুরু নতুন অধ্যায় ৷ 8 তারিখ প্রথম সন্তানের জন্ম দিয়েছেন পর্দার 'পিকু' ৷ সোমবার রাতে সদ্যজাত সন্তান ও মাকে দেখতে হাসপাতালে পৌঁছলেন রিলায়েন্স ইন্ডাষ্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷

দীপিকা ও তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানি (এএনআই)

গণেশ চতুর্থীর দিনই বিকালে দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা ৷ তখন থেকেই শুরু হয় সময় গোনার পালা ৷ তারপরেই পূর্ণ হয় রণবীরের স্বপ্ন ৷ কারণ তিনি বারবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি একটু ফুটফুট কন্যা সন্তানের বাবা হতে চান ৷ ফলত, 'বাজিরাও' এখন রয়েছেন ক্লাউড নাইনে ৷ অন্যদিকে, মুকেশ ও নীতা আম্বানির হাসপাতালেই ভর্তি হয়েছেন দীপিকা ৷ ফলে, সদ্যজাত ও মাকে দেখতে পৌঁছে যান মুকেশ ৷

গণেশ চতুর্থীর আগের দিনই সিদ্ধিবিনায়ক মন্দিরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর ৷ সেখানে সবুজ রঙের শাড়িতে হালকা সাজে দেখা গিয়েছিল হবু মাকে ৷ প্রথমে খবর ছড়িয়ে পড়েছিল, 28 সেপ্টেম্বর সন্তানের জন্ম দিতে পারেন দীপু ৷ কিন্তু সেই জল্পনায় জল ঢালেন বলি তারকা ৷ শুধু তাই নয়, কয়েকদিন আগেই মেটারনিটি ফটোশুটে তাক লাগান 'পাঠান' অভিনেত্রী ৷ সাহসী-বোল্ড ফটোশুটে সকলের নজর কাড়েন তিনি ৷

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে দীপিকা-রণবীর প্রেগন্যান্সির খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ৷ বলিউড লাভবার্ডস 2018 সালের 14 নভেম্বর ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েন ৷ ছয় বছর পর তাঁরা নতুন দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নেন ৷ সঞ্জয় লীলা বনশালির ছবি গোলিয়ো কি রাসলীলা রামলীলা ছবির সেটে প্রেম দুজনের ৷ সেখান থেকে আজ কন্যা সন্তানের বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷

ABOUT THE AUTHOR

...view details