পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রণবীর-দীপিকার জীবনে আসছে নতুন সদস্য, কবে জেনে নিন - মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

Deepika-Ranveer Announce Pregnancy: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ৷ বৃহস্পতিবার খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী স্বয়ং ৷ হবু বাবা রণবীর সিং-ও পোস্ট করেন নেটপাড়ায় ৷

Deepika-Ranveer Announce Pregnancy
মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 11:12 AM IST

Updated : Feb 29, 2024, 11:27 AM IST

হায়দরাবাদ, 29 ফেব্রুয়ারি: রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ঘরে খুশির খবর ৷ মা হতে চলেছে দীপিকা ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন পোস্ট ৷ জানালেন সেপ্টেম্বরেই তাঁদের জীবনে আসছে নতুন সদস্য ৷ এই খবর প্রকাশ্যে আসতেই খুশির বন্যা নেটপাড়ায় ৷

ক্যাপশনে কিছু না-লিখলেও দীপিকার পোস্ট করা ছবি সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, বাচ্চাদের টুপি, জামা, জুতো, বেলুন চারিদিকে ছড়িয়ে রয়েছে ৷ মধ্যিখানে লেখা, সেপ্টেম্বর 2024 ৷ অর্থাৎ এই মুহূর্তে 'মস্তানি গার্ল' তিন মাসের অন্তঃসত্ত্বা ৷ কিছুদিন আগেই দীপিকা একটি ছবি ঘিরে সেই জল্পনা তৈরি হয়েছিল ৷ যাতে এবার সিলমোহর দিলেন অভিনেত্রী ৷

এই খবরে দীপিকার সহ-অভিনেতা বিক্রান্ত মেসি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "আন্তরিক অভিনন্দন ৷" সোনাক্ষী সিনহা লিখেছেন, "এটা তোমার সেরা প্রোডাকশন হতে চলেছে ৷" অন্যদিকে, কৃতি শ্যানন, সোনম কাপুর, বরুণ ধাওয়ান সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন হবু মা-বাবাকে ৷"

2018 সালে দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ বিয়ের 6 বছরের মাথায় দীপিকার মা হওয়া নিয়ে প্রথম জল্পনা শুরু হয় বাফতার পুরস্কার মঞ্চে ৷ পুরস্কার বিতরণী মঞ্চে দীপিকা 'বেবি বাম্প' শাড়ির আঁচল দিয়ে ঢেকে এসেছিলেন ৷ কিন্তু তা সত্ত্বেও নজর এড়ায় না চিত্র সাংবাদিকদের ৷ অবশেষে, পালটাতে চলেছে দীপ-বীরের জীবন ৷

এর আগে রণবীর-দীপিকাকে একসঙ্গে দর্শক পেয়েছেন গোলিয়ো কী রাসলীলা রাম-লীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত-এর মতো ছবিতে ৷ এরপর একসঙ্গে জুটিকে দেখা যায় কফি উইথ করণ শোয়ে ৷ যেখানে নিজেদের প্রেম-অবসাদ-ব্যক্তিগত বিষয় নিয়ে খুল্লামখুল্লা আলোচনা করেন দীপিকা-রণবীর ৷ তবে পুরনো সব ব্যথা ভুলে নতুন অধ্যায় শুরু হতে চলেছে বাজিরাও-মস্তানির ৷

আরও পড়ুন

1. অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ মাতাতে জামনগরে টিম রিহানা

2.'ডনে'র বেশে ছবির নায়ক, কেমন লাগছে রণবীর সিংকে? দেখুন ভিডিয়োয়

3.দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে?

Last Updated : Feb 29, 2024, 11:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details