পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পরিচালক-ফেডারেশন সংঘাত, যৌন হেনস্থার অভিযোগ; KIFF সূচণায় প্রভাব পড়বে কি?

একদিকে আরজি কাণ্ড অন্যদিকে পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব, টলিউডে যৌন হেনস্থার অভিযোগ, তার মাঝেই শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ কি থাকবে মুখ্যমন্ত্রীর বার্তা?

KIFF 2024
শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ('কিফ' ওয়েবসাইট)

By ETV Bharat Entertainment Team

Published : 20 hours ago

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: দুর্গাপুজোর পর কলকাতাবাসী আরও যে একটা উৎসবের অপেক্ষায় থাকে তা হল সিনেমার উৎসব ৷ দেশ-বিদেশের ছবি দেখার অমূল্য সুযোগ হাতছাড়া করেন না সিনেপ্রেমীরা ৷ আজ অর্থাৎ 4 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷

তবে 30তম চলচ্চিত্র উৎসবের বদল হয়েছে স্থানের ৷ প্রতিবছর ফিল্ম ফেস্টিভ্যালের পোস্টারে সেজে উঠত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ৷ এবার সেই জায়গা বদলে হয়েছে ধন ধান্য অডিটোরিয়াম ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচণা হবে সিনেমার উৎসবের ৷ প্রতিবছর সিনেমার উৎসব নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ এই বছরটা একটু অন্যরকম ৷ কারণ একদিকে কলকাতার বুকে ঘটে গিয়েছে আরজি কর কাণ্ড, ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন দ্বন্দ্ব এসেছে সামনে, হেমা কমিটির রিপোর্টের পর সামনে এসেছে টলিউডে নারীদের 'মি টু' অবস্থা ৷ এমনকী, টলিউডে নারী নিরাপত্তা ও ডিরেক্টর্স-ফেডারেশন সংঘাতে হস্তক্ষেপ করতে হয় খোদ মুখ্যমন্ত্রীকে ৷

শুধু তাই নয়, যে উৎসবে পরিচালক অরিন্দম শীলকে সামনের সারিতে দেখা যেত কয়েক মাস আগে তাঁর বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ স্বাভাবিকভাবেই যে শহরে সিনেমা নিয়ে এত হইচই হচ্ছে সেখানে এই বিষয়গুলি কি কোনও প্রভাব ফেলবে নাকি সবকিছু ছন্দ মিলিয়েই চলবে, নজর থাকছে সেই দিকে ৷তার থেকেও বড় বিষয় বিতর্কিত ঘটনাবহুল নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেন কি না, চোখ থাকছে সেই দিকেও ৷

প্রতিবছর এই দিন সিনেমার উৎসব উদযাপনে মুম্বই থেকে আসেন একাধিক অভিনেতা-অভিনেত্রী ৷ যেমন 29তম চলচ্চিত্র উৎসবে প্রথমবার আসেন সলমন খান ৷ তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য তারকারা ৷ এবার উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহাদের ৷

এইবছর চলচ্চিত্র উৎসবের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। প্রতিযোগিতা বিভাগে মোট ছবির মনোনয়ন জমা পড়ে 2459টি। প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র।

নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103 টি ছবি। অংশগ্রহণ করেছে 29টি দেশ। 20টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। দেখানো হবে মোট 175 টি ছবি। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে এবার। বিকেল সাড়ে 5টায় ধনধান্য অডিটোরিয়ামে তপন সিনহার 'গল্প হলেও সত্যি' দিয়ে শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এই বছর জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ফেস্টিভ্যালে শ্রদ্ধাঞ্জলি জানালো হবে তপন সিংহ, মার্লন ব্র্যান্ডো, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, সেরগেই পারাজানভ, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কিনেনি নাগেশ্বর রাও, বংশী চন্দ্রগুপ্ত, মোহম্মদ রাফি, তালাত মাহমুদ ও মদন মোহনকে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে কুমার সাহানি, অ্যালায়েন ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মনোজ মিত্রকে।

ABOUT THE AUTHOR

...view details