আসানসোল, 24 জানুয়ারি: দিনকয়েক আগে মৃত সারমেয়কে পুড়িয়ে সৎকার করে নিজের মাথা ন্যাড়া করেছিলেন । শুধু তাই নয়, বাড়ির সর্বস্ব পুড়িয়েছেন তিনি । তাঁর জ্বালায় স্ত্রী তো বটেই, এমনকি নিজের মা'ও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন । এমনই কর্মকাণ্ড ঘটিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণকারী অভিযুক্ত ভিক্কি কেউড়া বলে পরিবারের দাবি । পাশাপাশি তাদের এও দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ যদিও মলয় ঘটক জানিয়েছেন, এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত থাকলেও থাকতে পারে ।
অভিযুক্ত ভিক্কি কেউড়া বর্তমানে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টের হেফাজতে রয়েছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । অভিযোগ, গত শুক্রবার আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এক যুবক ইঁট নিয়ে ঢুকে পড়েন । সটান গিয়ে মন্ত্রীর আবাসনে ঢুকেই একটি অফিস ঘরের টেবিলের কাঁচ ভেঙে ফেলেন । শব্দশুনে মলয় ঘটকের বাড়ির নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরেন । বাড়িতে তখন মন্ত্রীর জায়া ছিলেন । তিনি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি বিশ্বজিৎ নস্কর সেখানে আসেন । অভিযুক্তকে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে এই ঘটনার পর মলয় ঘটকের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা 4 পুলিশ কর্মীকে সরিয়ে ফেলা হয়েছে । অভিযুক্ত ভিক্কি কেউড়াকে বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । অভিযুক্ত নিজে জানিয়েছেন, তাঁর বাবার ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নথি না পাওয়ার জন্য তিনি এই কাণ্ড ঘটিয়েছেন ।
আসানসোল পুরনিগমের 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভিক্কি কেউড়া । বর্তমানে মাসির কাছে থাকতেন তিনি । অভিযুক্তের পরিবারের দাবি, ভিক্কি কেউড়া মানসিক ভারসাম্যহীন । অভিযুক্তের মা মুক্তি কেউড়া বলেন, "ওর মাথাটা একেবারে ঠিক নেই । বাড়ির সমস্ত জিনিস ফেলে দিয়েছে । ও এত অশান্তি করছিল, আমিও সে কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছি । ওর বউও থাকতে চায় না ওর সঙ্গে । এখন মাসির কাছে থাকছিল ও । তার মধ্যে এই কাণ্ড ঘটালো ।"
অন্যদিকে যার কাছে ভিক্কি কেউড়া থাকতেন, সম্পর্কে তাঁর মাসি মালতি তুড়ি বলেন, "সবসময় কথা বলত কাগজপত্র নিয়ে । দিনরাত নানা অশান্তি করত । সেদিন পাড়ায় একটি কুকুর মারা গিয়েছিল । তাকে জ্বালিয়ে, মাথা ন্যাড়া করে নাচ করছিল । গোটা ঘর পুড়িয়েছে । পাগলের মতো করছিল । আমরা দেখি ও নাচ করছিল, কখন পালিয়ে এসেছে জানি না । ওর চিকিৎসার প্রয়োজন । কিন্তু আমরা সামান্য পরিচারিকার কাজ করি । ডাক্তার দেখানোর ক্ষমতা নেই ।"
অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কথায়, " পুলিশ তদন্ত করছে । দেখা যাক কী হয় ।" এই ঘটনায় কি কোনও রাজনৈতিক অভিসন্ধি দেখছেন মন্ত্রী? উত্তরে মলয় বলেন, "রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে । পুলিশি তদন্ততেই সব বেরিয়ে আসবে ।" আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, "ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রয়োজনে চিকিৎসকেরও অভিমত নেওয়া হবে ।"