ETV Bharat / state

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণকারী মানসিক ভারসাম্যহীন ! দাবি অভিযুক্তের পরিবারের - MOLOY GHATAK HOUSE ATTACK

ধৃত যুবকের পরিবারের কথায়, অভিযুক্ত ভিক্কি কেউড়ার মাথা পুরোপুরি বিগড়ে গিয়েছে ৷ কুকুরকে পুড়িয়ে নাচ করতে থাকেন তিনি ৷

Moloy Ghatak house attack
মলয় ঘটকের বাড়িতে হামলাকারী যুবকের পুলিশি হেফাজত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 3:51 PM IST

আসানসোল, 24 জানুয়ারি: দিনকয়েক আগে মৃত সারমেয়কে পুড়িয়ে সৎকার করে নিজের মাথা ন্যাড়া করেছিলেন । শুধু তাই নয়, বাড়ির সর্বস্ব পুড়িয়েছেন তিনি । তাঁর জ্বালায় স্ত্রী তো বটেই, এমনকি নিজের মা'ও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন । এমনই কর্মকাণ্ড ঘটিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণকারী অভিযুক্ত ভিক্কি কেউড়া বলে পরিবারের দাবি । পাশাপাশি তাদের এও দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ যদিও মলয় ঘটক জানিয়েছেন, এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত থাকলেও থাকতে পারে ।

অভিযুক্ত ভিক্কি কেউড়া বর্তমানে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টের হেফাজতে রয়েছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । অভিযোগ, গত শুক্রবার আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এক যুবক ইঁট নিয়ে ঢুকে পড়েন । সটান গিয়ে মন্ত্রীর আবাসনে ঢুকেই একটি অফিস ঘরের টেবিলের কাঁচ ভেঙে ফেলেন । শব্দশুনে মলয় ঘটকের বাড়ির নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরেন । বাড়িতে তখন মন্ত্রীর জায়া ছিলেন । তিনি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ।

অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের (ইটিভি ভারত)

ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি বিশ্বজিৎ নস্কর সেখানে আসেন । অভিযুক্তকে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে এই ঘটনার পর মলয় ঘটকের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা 4 পুলিশ কর্মীকে সরিয়ে ফেলা হয়েছে । অভিযুক্ত ভিক্কি কেউড়াকে বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । অভিযুক্ত নিজে জানিয়েছেন, তাঁর বাবার ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নথি না পাওয়ার জন্য তিনি এই কাণ্ড ঘটিয়েছেন ।

আসানসোল পুরনিগমের 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভিক্কি কেউড়া । বর্তমানে মাসির কাছে থাকতেন তিনি । অভিযুক্তের পরিবারের দাবি, ভিক্কি কেউড়া মানসিক ভারসাম্যহীন । অভিযুক্তের মা মুক্তি কেউড়া বলেন, "ওর মাথাটা একেবারে ঠিক নেই । বাড়ির সমস্ত জিনিস ফেলে দিয়েছে । ও এত অশান্তি করছিল, আমিও সে কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছি । ওর বউও থাকতে চায় না ওর সঙ্গে । এখন মাসির কাছে থাকছিল ও । তার মধ্যে এই কাণ্ড ঘটালো ।"

Moloy Ghatak house attack
মলয় ঘটকের বাড়িতে হামলাকারী যুবক (নিজস্ব ছবি)

অন্যদিকে যার কাছে ভিক্কি কেউড়া থাকতেন, সম্পর্কে তাঁর মাসি মালতি তুড়ি বলেন, "সবসময় কথা বলত কাগজপত্র নিয়ে । দিনরাত নানা অশান্তি করত । সেদিন পাড়ায় একটি কুকুর মারা গিয়েছিল । তাকে জ্বালিয়ে, মাথা ন্যাড়া করে নাচ করছিল । গোটা ঘর পুড়িয়েছে । পাগলের মতো করছিল । আমরা দেখি ও নাচ করছিল, কখন পালিয়ে এসেছে জানি না । ওর চিকিৎসার প্রয়োজন । কিন্তু আমরা সামান্য পরিচারিকার কাজ করি । ডাক্তার দেখানোর ক্ষমতা নেই ।"

অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কথায়, " পুলিশ তদন্ত করছে । দেখা যাক কী হয় ।" এই ঘটনায় কি কোনও রাজনৈতিক অভিসন্ধি দেখছেন মন্ত্রী? উত্তরে মলয় বলেন, "রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে । পুলিশি তদন্ততেই সব বেরিয়ে আসবে ।" আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, "ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রয়োজনে চিকিৎসকেরও অভিমত নেওয়া হবে ।"

আসানসোল, 24 জানুয়ারি: দিনকয়েক আগে মৃত সারমেয়কে পুড়িয়ে সৎকার করে নিজের মাথা ন্যাড়া করেছিলেন । শুধু তাই নয়, বাড়ির সর্বস্ব পুড়িয়েছেন তিনি । তাঁর জ্বালায় স্ত্রী তো বটেই, এমনকি নিজের মা'ও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন । এমনই কর্মকাণ্ড ঘটিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে আক্রমণকারী অভিযুক্ত ভিক্কি কেউড়া বলে পরিবারের দাবি । পাশাপাশি তাদের এও দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ যদিও মলয় ঘটক জানিয়েছেন, এই ঘটনায় রাজনৈতিক চক্রান্ত থাকলেও থাকতে পারে ।

অভিযুক্ত ভিক্কি কেউড়া বর্তমানে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টের হেফাজতে রয়েছেন । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । অভিযোগ, গত শুক্রবার আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে এক যুবক ইঁট নিয়ে ঢুকে পড়েন । সটান গিয়ে মন্ত্রীর আবাসনে ঢুকেই একটি অফিস ঘরের টেবিলের কাঁচ ভেঙে ফেলেন । শব্দশুনে মলয় ঘটকের বাড়ির নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরেন । বাড়িতে তখন মন্ত্রীর জায়া ছিলেন । তিনি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ।

অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের (ইটিভি ভারত)

ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস, এসিপি বিশ্বজিৎ নস্কর সেখানে আসেন । অভিযুক্তকে আসানসোল দক্ষিণ থানার সাউথ পুলিশ পোস্টে নিয়ে যাওয়া হয় । অন্যদিকে এই ঘটনার পর মলয় ঘটকের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা 4 পুলিশ কর্মীকে সরিয়ে ফেলা হয়েছে । অভিযুক্ত ভিক্কি কেউড়াকে বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । অভিযুক্ত নিজে জানিয়েছেন, তাঁর বাবার ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নথি না পাওয়ার জন্য তিনি এই কাণ্ড ঘটিয়েছেন ।

আসানসোল পুরনিগমের 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভিক্কি কেউড়া । বর্তমানে মাসির কাছে থাকতেন তিনি । অভিযুক্তের পরিবারের দাবি, ভিক্কি কেউড়া মানসিক ভারসাম্যহীন । অভিযুক্তের মা মুক্তি কেউড়া বলেন, "ওর মাথাটা একেবারে ঠিক নেই । বাড়ির সমস্ত জিনিস ফেলে দিয়েছে । ও এত অশান্তি করছিল, আমিও সে কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছি । ওর বউও থাকতে চায় না ওর সঙ্গে । এখন মাসির কাছে থাকছিল ও । তার মধ্যে এই কাণ্ড ঘটালো ।"

Moloy Ghatak house attack
মলয় ঘটকের বাড়িতে হামলাকারী যুবক (নিজস্ব ছবি)

অন্যদিকে যার কাছে ভিক্কি কেউড়া থাকতেন, সম্পর্কে তাঁর মাসি মালতি তুড়ি বলেন, "সবসময় কথা বলত কাগজপত্র নিয়ে । দিনরাত নানা অশান্তি করত । সেদিন পাড়ায় একটি কুকুর মারা গিয়েছিল । তাকে জ্বালিয়ে, মাথা ন্যাড়া করে নাচ করছিল । গোটা ঘর পুড়িয়েছে । পাগলের মতো করছিল । আমরা দেখি ও নাচ করছিল, কখন পালিয়ে এসেছে জানি না । ওর চিকিৎসার প্রয়োজন । কিন্তু আমরা সামান্য পরিচারিকার কাজ করি । ডাক্তার দেখানোর ক্ষমতা নেই ।"

অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের কথায়, " পুলিশ তদন্ত করছে । দেখা যাক কী হয় ।" এই ঘটনায় কি কোনও রাজনৈতিক অভিসন্ধি দেখছেন মন্ত্রী? উত্তরে মলয় বলেন, "রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে । পুলিশি তদন্ততেই সব বেরিয়ে আসবে ।" আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, "ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রয়োজনে চিকিৎসকেরও অভিমত নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.