ETV Bharat / entertainment

'জেহ কাঁদছিল, আয়া চিৎকার করছিল...', জবানবন্দি সইফ আলি খানের - SAIF ALI KHAN ATTACK CASE

16 জানুয়ারি হামলার পর মুম্বই পুলিশের কাছে জবানবন্দি রেকর্ড করেছেন বলিউড অভিনেতা সইফ আলি খান।

Saif Ali Khan attack case
সইফ আলি খান (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 24, 2025, 12:10 PM IST

হায়দরাবাদ, 24 জানুয়ারি: বলিউড অভিনেতা সইফ আলি খানের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বই পুলিশ। গত সপ্তাহে 16 জানুয়ারি বান্দ্রা (মুম্বই)-র সৎগুরু শরণ বিল্ডিংয়ে হামলা হয় হয় অভিনেতার ওপর ৷ ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত এক বাংলাদেশি নাগরিককে ৷ বয়ানে কী বললেন অভিনেতা ?

আইন ও শৃঙ্খলা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরীর মতে, বৃহস্পতিবার অভিনেতা সইফের বয়ান তাঁর বাড়ি 'সৎগুরু শরণ'-এ রেকর্ড করা হয়েছে। আইএএনএস-এর খবর অনুযায়ী, সইফ আলি খান সেদিন রাতের ঘটনার কথা উল্লেখ করে বলেন, তিনি এবং তাঁর স্ত্রী করিনা কাপুর খান 11 তলায় তাঁদের শোবার ঘরে ছিলেন। তিনি তাঁর ছোট ছেলে জাহাঙ্গীরের (জেহ) আয়ার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে, সে এবং করিনা তাঁদের ছেলের ঘরে ছুটে যান, যেখানে তাঁরা আক্রমণকারীকে দেখতে পান।

আলিয়ামা ফিলিপস ভয় পেয়ে চিৎকার করেন

অভিনেতা পুলিশকে জানিয়েছেন যে আয়া আলিয়ামা ফিলিপস ভয় পেয়ে চিৎকার করেন। যখন তাঁরা জেহের ঘরে যান, দেখতে পান জেহ কাঁদছে। আয়া এরপর তাঁদের বলেন, হামলাকারী 1 কোটি টাকা দাবি করেছে। পুলিশ সূত্র জানিয়েছে যে অভিনেতা এরপর অভিযুক্তকে বোঝানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তিনি বাকবিতণ্ডায় আচমকাই সইফের পিঠে, ঘাড়ে এবং হাতে একাধিকবার ছুরিকাঘাত করে। আক্রমণের পর, অভিনেতাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাড়িতে অপরিচিত ব্যক্তিকে দেখে ভয় পেয়ে যায় পরিবার

সূত্রের খবর, আহত হওয়া সত্ত্বেও, অভিনেতা হামলাকারীকে ঘরের ভিতরে ঠেলে দেন। এই সময়, আয়া জেহকে নিয়ে দৌড়ে বেরিয়ে যান। সইফ জানান, অপরিচিত ব্যক্তিকে দেখার পর সবাই ভয় পেয়ে গিয়েছিল ৷ যদিও তাঁরা অভিযুক্তকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। যখন অভিযুক্ত অভিনেতার বাড়িতে প্রবেশ করে, তখন সইফ, তাঁর স্ত্রী করিনা এবং দুই ছেলে জেহ এবং তৈমুরের সঙ্গে বাড়িতে ছিলেন।

3দিন পর গ্রেফতার অভিযুক্ত

চিরুনি তল্লাশির পর মুম্বই পুলিশ মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গত বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। 19 জানুয়ারি মুম্বইয়ের কাছে থানে থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের মতে, অভিনেতার ফ্ল্যাটে অভিযুক্ত প্রবেশ করেছিল চুরির উদ্দেশ্যে ৷ এর আগে, করিনা কাপুরের বয়ানও রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ।

বাড়ির সিঁড়িতে, বাথরুমের দরজায় জেহের ঘরের দরজার হাতলে অভিযুক্তের আঙুলের ছাপ পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে বান্দ্রার অভিনেতার ফ্ল্যাট থেকে নেওয়া আঙুলের ছাপ শেহজাদের আঙুলের ছাপের সঙ্গে মিলে গিয়েছে। পুলিশের বিবৃতি অনুসারে, ভারতীয় দণ্ডবিধির (ন্যায় সংহিতা) ধারা 311, 312, 331(4), 331(6) এবং 331(7) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বান্দ্রা হলিডে কোর্ট অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

হায়দরাবাদ, 24 জানুয়ারি: বলিউড অভিনেতা সইফ আলি খানের জবানবন্দি রেকর্ড করেছে মুম্বই পুলিশ। গত সপ্তাহে 16 জানুয়ারি বান্দ্রা (মুম্বই)-র সৎগুরু শরণ বিল্ডিংয়ে হামলা হয় হয় অভিনেতার ওপর ৷ ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত এক বাংলাদেশি নাগরিককে ৷ বয়ানে কী বললেন অভিনেতা ?

আইন ও শৃঙ্খলা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার সত্যনারায়ণ চৌধুরীর মতে, বৃহস্পতিবার অভিনেতা সইফের বয়ান তাঁর বাড়ি 'সৎগুরু শরণ'-এ রেকর্ড করা হয়েছে। আইএএনএস-এর খবর অনুযায়ী, সইফ আলি খান সেদিন রাতের ঘটনার কথা উল্লেখ করে বলেন, তিনি এবং তাঁর স্ত্রী করিনা কাপুর খান 11 তলায় তাঁদের শোবার ঘরে ছিলেন। তিনি তাঁর ছোট ছেলে জাহাঙ্গীরের (জেহ) আয়ার চিৎকার শুনতে পান। চিৎকার শুনে, সে এবং করিনা তাঁদের ছেলের ঘরে ছুটে যান, যেখানে তাঁরা আক্রমণকারীকে দেখতে পান।

আলিয়ামা ফিলিপস ভয় পেয়ে চিৎকার করেন

অভিনেতা পুলিশকে জানিয়েছেন যে আয়া আলিয়ামা ফিলিপস ভয় পেয়ে চিৎকার করেন। যখন তাঁরা জেহের ঘরে যান, দেখতে পান জেহ কাঁদছে। আয়া এরপর তাঁদের বলেন, হামলাকারী 1 কোটি টাকা দাবি করেছে। পুলিশ সূত্র জানিয়েছে যে অভিনেতা এরপর অভিযুক্তকে বোঝানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু তিনি বাকবিতণ্ডায় আচমকাই সইফের পিঠে, ঘাড়ে এবং হাতে একাধিকবার ছুরিকাঘাত করে। আক্রমণের পর, অভিনেতাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাড়িতে অপরিচিত ব্যক্তিকে দেখে ভয় পেয়ে যায় পরিবার

সূত্রের খবর, আহত হওয়া সত্ত্বেও, অভিনেতা হামলাকারীকে ঘরের ভিতরে ঠেলে দেন। এই সময়, আয়া জেহকে নিয়ে দৌড়ে বেরিয়ে যান। সইফ জানান, অপরিচিত ব্যক্তিকে দেখার পর সবাই ভয় পেয়ে গিয়েছিল ৷ যদিও তাঁরা অভিযুক্তকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। যখন অভিযুক্ত অভিনেতার বাড়িতে প্রবেশ করে, তখন সইফ, তাঁর স্ত্রী করিনা এবং দুই ছেলে জেহ এবং তৈমুরের সঙ্গে বাড়িতে ছিলেন।

3দিন পর গ্রেফতার অভিযুক্ত

চিরুনি তল্লাশির পর মুম্বই পুলিশ মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ নামে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গত বছর বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। 19 জানুয়ারি মুম্বইয়ের কাছে থানে থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশের মতে, অভিনেতার ফ্ল্যাটে অভিযুক্ত প্রবেশ করেছিল চুরির উদ্দেশ্যে ৷ এর আগে, করিনা কাপুরের বয়ানও রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ।

বাড়ির সিঁড়িতে, বাথরুমের দরজায় জেহের ঘরের দরজার হাতলে অভিযুক্তের আঙুলের ছাপ পেয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে বান্দ্রার অভিনেতার ফ্ল্যাট থেকে নেওয়া আঙুলের ছাপ শেহজাদের আঙুলের ছাপের সঙ্গে মিলে গিয়েছে। পুলিশের বিবৃতি অনুসারে, ভারতীয় দণ্ডবিধির (ন্যায় সংহিতা) ধারা 311, 312, 331(4), 331(6) এবং 331(7) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বান্দ্রা হলিডে কোর্ট অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.