কলকাতা, 4 ডিসেম্বর: শুরু হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বোলন করেন বিশেষ অতিথি শত্রুঘ্ন সিনহা ৷ বিদেশি অতিথিদের পাশাপাশি এদিন মঞ্চ আলো করেন রঞ্জিত মল্লিক, শত্রুঘ্ন সিনহা, দেব, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, মুনমুন সেন-সহ আরও অনেকে৷
এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ৷এরপর মমতার মুখে শোনা যায় বাংলার শিল্প ও শিল্পীদের প্রশংসা ৷ তিনি জানান, বাংলার শিল্পীদের প্রতিভা আকাশ ছোঁয়া ৷ বিদেশি পরিচালকদের উদ্দেশ্যে তিনি জানান, বাইরের সিনেমা এখানে আসুক ৷ বাংলার শিল্প ধরা পড়ুক বিদেশের মাটিতে ৷ হলিউড-টলিউডের শিল্পীরা একসঙ্গে কাজ করুন সিনেপর্দায় ৷
এরপর তিনি মহানায়ক উত্তম কুমার, পরিচালক ঋত্বিক ঘটকদের স্মরণ করেন ৷ তিনি বলেন, "আমি উত্তম কুমারকে দেখিনি কিন্তু তাঁর পরিবারের সকলে এখানে উপস্থিত ৷ তাঁদের পরিবারের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে ৷ তাঁদের অভিনন্দন জানাচ্ছি ৷ তপন সিনহা, ঋত্বিক ঘটকদের না দেখলেও ঋত্বিক ঘটকের স্ত্রীকে চিনতাম ৷ তাঁদের দুর্গাপুজোয় যেতাম ৷ তিনিও আসতেন ৷"
এরপর মুখ্যমন্ত্রী তুলে ধরেন, তাঁর জীবনের এক স্মৃতি ৷ যে স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে পরিচালক তপন সিনহার নাম ৷ তিনি বলেন, "তপন সিনহাকে আমার মনে আছে ৷ আজকের দিনে (4 ডিসেম্বর) 26 দিনের অনশন শুরু করেছিলাম আমি ৷ তপন দা'র সঙ্গে আমার আলাদা করে আলাপ ছিল না ৷ কিন্তু উনি আমাকে চিঠি লিখেছিলেন ৷ আমি সেটা আজও যত্ন সহকারে রেখে দিয়েছি ৷ চিঠিতে উনি আমার আন্দোলনকে অভিনন্দন জানিয়ে ছিলেন ৷"
বিগত কয়েক বছরের ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন ৷ কিন্তু এবারে তিনি আসতে পারেননি ৷ তার কারণ জানালেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, শাহেনশার শরীর অসুস্থ ৷ তিনি এর আগে দেখা করেছেন বিগ-বির সঙ্গে ৷ যেহেতু শরীর ভালো নেই তাই তিনি এবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলেন না ৷ তিনি জানিয়ে দেন, মুম্বইয়ের শিল্পীদের তিনি মিস করছেন ৷ এরপরেই তিনি অভিনেতা তথা সাংসদ শক্রঘ্ন সিনহাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৷